বানজারা কন্যার জীবনে নতুন মোড়, বৈষম্য জয় করে দেখালেন আলোর পথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:১৩ পূর্বাহ্ণ

বানজারা কন্যার জীবনে নতুন মোড়, বৈষম্য জয় করে দেখালেন আলোর পথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:১৩ 131 ভিউ
বানজারা সম্প্রদায়ের কন্যা মোনালিসা। পড়ালেখা শেখেননি। বিভিন্ন জায়গায় ঘুরে বিক্রি করতেন ফুুলের মালা। এক কুম্ভমেলা বদলে দিয়েছে তার জীবন। ভারতের উত্তরপ্রদেশের কুম্ভমেলায় ফুলের মালা বিক্রি করা এই তরুণী পরিচিতি পেয়েছেন ‘মহাকুম্ভ ভাইরাল গার্ল’ হিসেবে। কোনো এক নেটিজেনের ক্যামেরায় তোলা ছবিতে মোনালিসার বাদামি চোখ নজর কেড়েছে লাখো মানুষের। এরপর থেকে গ্ল্যামার দুনিয়া হাতছানি দিয়ে ডাকছে তাকে। সম্প্রতি চলচ্চিত্র পরিচালক সানোজ মিশ্র তাকে ‘দ্য ডায়রি অব মণিপুর’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। মোনালিসার জীবনের সংগ্রাম ও সাফল্য এখন নতুন করে আলোচনায়। বানজারা বা বেদে সম্প্রদায়ের মোনালিসা ভাবতেও পারেনি তার জীবনের গল্প একদিন সারা দেশে ছড়িয়ে পড়বে। তার এই যাত্রা শুধু নিজের নয়,

বানজারা সম্প্রদায়ের জন্য বড় দৃষ্টান্ত হয়ে উঠছে। বানজারা সম্প্রদায়: বৈষম্য ও সংগ্রামের এক ইতিহাস মোনালিসার জন্ম ভারতের এক প্রান্তিক জনগোষ্ঠী বানজারা সম্প্রদায়ের এক দরিদ্র পরিবারে। তার পরিবার ছিল বেদে সম্প্রদায়ের, যাদের ইতিহাস অনেকটাই অন্ধকারাচ্ছন্ন। সমাজের মূলধারা তাদের সবসময় অস্বীকার করে এসেছে। তারা স্বীকৃতি পায়নি, বরং উপেক্ষিত ও নিপীড়িত থেকেছে। দীর্ঘদিন ধরে তারা দারিদ্র্য, বৈষম্য ও সামাজিক বঞ্চনার শিকার। এই সম্প্রদায়ের মানুষ একসময় ব্যবসা ও পরিবহন কাজে নিয়োজিত ছিল। কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ১৮৭১ সালের ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট-এর আওতায় তাদের ‘অপরাধী জনগোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করা হয়। সমাজের মূলধারা তখন তাদের দূরে ঠেলে দেয় এবং দারিদ্র্যই তাদের জীবনের বাস্তবতা হয়ে দাঁড়ায়। শিক্ষা ও মৌলিক সুযোগ-সুবিধার

অভাবে এই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ এখনো দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে যাচ্ছে। মোনালিসা ছোটবেলা থেকে দেখেছে তার পরিবারকে দারিদ্র্যের শিকার হয়ে কঠোর পরিশ্রম করতে। তাদের দিন কাটতো ভিখারি বা অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে। এসবের মধ্যে পড়াশোনার কোনো স্থান ছিল না। তবে মোনালিসা অন্যরকম ছিল। সে জানত, অন্য সবার মতো হতে চায় না। তার চোখে ছিল নতুন এক পৃথিবীর স্বপ্ন। মোনালিসার জীবনে নতুন মোড় ও সংগ্রাম এ বছর মহাকুম্ভ মেলায় মোনালিসা ফুল বিক্রি করতে যায়। তার গভীর বাদামি চোখ ও ব্যক্তিত্ব অনেকের দৃষ্টি কাড়ে। কিন্তু সুন্দর চেহারা অনেকের দৃষ্টি আকর্ষণ করলেও, তার পরিচয় জানার পর অনেকে তার কাছ থেকে মালা কিনতে চাইতেন না। বানজারা সম্প্রদায়ের

প্রতি নেতিবাচক মনোভাবই এর কারণ। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও হাল ছাড়েননি মোনালিসা। একদিন হঠাৎ চলচ্চিত্র পরিচালক সানোজ মিশ্রের সঙ্গে দেখা হয় তার। নির্মাতা মিশ্র মোনালিসার মধ্যে বিশেষকিছু দেখতে পান। একটি সিনেমায় তাকে অভিনয়ের সুযোগ দেন। শুধু সৌন্দর্য নয়, আত্মবিশ্বাস ও সংগ্রামী মানসিকতার জন্যই তিনি মোনালিসাকে তার আগামী ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্মাতা মিশ্র তাকে লেখাপড়া করানোর সিদ্ধান্ত নেন। পরিচালক সারজ মিশ্রের সঙ্গে মোনালিসা পরিচালক সারজ মিশ্রের সঙ্গে মোনালিসা একদিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মিশ্র তাকে অক্ষর শেখাচ্ছেন এবং ধীরে ধীরে মোনালিসা লিখতে ও পড়তে পারছেন। ভিডিওটি খুব দ্রুত ছড়িয়ে পড়লে সেটি দেখে অনেকেই প্রশংসা করেন। তার

সংগ্রাম, শিক্ষা এবং তার নতুন দৃষ্টিভঙ্গি সারা দেশে আলোচিত হতে থাকে। বানজারা সম্প্রদায়ের অনুপ্রেরণার প্রতীক মোনালিসা আজ শুধু মহাকুম্ভ মেলার ‘ফুল বিক্রেতা’ হিসেবে পরিচিত নন। তিনি হয়ে উঠেছেন একটি প্রতীক, যা কঠিন পরিস্থিতি, দারিদ্র্য এবং বৈষম্যের মধ্যেও সম্ভব। মোনালিসা দেখিয়েছেন, জীবনে যদি সঠিক সুযোগ ও সহায়তা পাওয়া যায়, তাহলে জীবনের প্রতিটি অধ্যায় বদলে যেতে পারে। তিনি এখন একজন অভিনেত্রী, একজন শিক্ষার্থী এবং অনুপ্রেরণা। তার জীবনের গল্প শুধু নিজের নয় বরং সব প্রান্তিক মানুষের জন্য নতুন আশার বাতিঘর হয়ে উঠেছে। লক্ষ্মণ গায়কোয়াড়ের মতোই মোনালিসার সংগ্রাম মোনালিসার জীবনের সংগ্রামের অনেকাংশে মিল পাওয়া যায় বিশিষ্ট লেখক লক্ষ্মণ গায়কোয়াড়ের সঙ্গে, যিনি বানজারা সম্প্রদায়ের প্রথম শিক্ষিতদের একজন। তার আত্মজীবনীমূলক

বই "উচ্ছক্কা"-তে তিনি তার জীবনসংগ্রামের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, কীভাবে তার পরিবার ও সমাজ শিক্ষাকে অগ্রহণযোগ্য মনে করত। ছোটবেলায় তিনি স্কুলে যেতে শুরু করলে সম্প্রদায়ের মানুষ তাকে অপয়া বলত। তবে গায়কোয়াড় সব প্রতিকূলতা জয় করে পড়াশোনা করেন এবং পরে লেখক ও সমাজকর্মী হিসেবে খ্যাতি অর্জন করেন। তার বই অনেক ভাষায় অনূদিত হয়েছে । অনেক প্রান্তিক মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন তিনি। বানজারা সম্প্রদায়ের আত্মবিশ্বাস প্রতীক মোনালিসা আজকের দিনে দাঁড়িয়ে মোনালিসা শুধু নিজের জীবনের পরিবর্তন নয়, বরং সমগ্র বানজারা সম্প্রদায়ের জন্য নতুন এক আশার আলো। ভাইরাল হওয়া শুধু তার সৌন্দর্যের কারণে নয়, বরং তার সংগ্রামী জীবনের জন্য মানুষ তাকে গ্রহণ করছে।

তার শিক্ষা ও অভিনয়ের পথে যাত্রা আবারও প্রমাণ করে কারো জীবন বদলে দিতে একটি সুযোগ এবং একটি সহানুভূতিশীল হাত যথেষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গল্প ছড়িয়ে পড়ার ফলে অনেকে এখন বানজারা সম্প্রদায়ের মানুষদের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে শুরু করেছেন। মোনালিসার কাহিনী মনে করিয়ে দেয়, সমাজে যারা উপেক্ষিত তাদের মধ্যেও প্রতিভা লুকিয়ে থাকে। তবে এটি শুধু মোনালিসার গল্প নয়, এটি শিক্ষার শক্তি, আত্মবিশ্বাসের জয় এবং মানবতা রূপান্তরের গল্প। এই কাহিনী প্রমাণ করে, জীবনে পরিবর্তন আনতে যদি সঠিক সুযোগ ও সহায়তা দেওয়া হয়, তবে প্রতিটি জীবন হতে পারে সুন্দর। মোনালিসা তার জীবন্ত প্রমাণ। সূত্র: কেকেএন লাইভ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি এমপিদের ‘অধিকার লঙ্ঘন হওয়ায়’ আইপিইউয়ের উদ্বেগ লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার বিবৃতি উগ্রবাদী স্লোগানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিল শিবির-ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগকে ফাঁসাতে মেট্রো রেলে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার গোপন তথ্য ফাঁস ঢাকা লকডাউন: গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি রামপুরা থানা যুবলীগের আহ্বায়ক রইজ উদ্দিন আটক – রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যুবলীগের, ট্রাইব্যুনালকে ব্যবহার করে রায় ঘোষণার তারিখ নির্ধারণের প্রতিবাদে ইউনুসের শাসনামলে গণতন্ত্রের নামে সহিংসতা! আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, রাষ্ট্রের নীরবতা নিয়ে প্রশ্ন আটক স্কুলছাত্রের বিজয় চিহ্ন: ‘দাবায়া রাখতে পারবা না’ রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয় : রিচি সোলায়মান ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে ভীত ইউনুস সরকার: রাজধানীতে ধরপাকড়, গ্রেফতার আতঙ্কে সাধারণ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান শুনে আতঙ্কগ্রস্ত এনসিপির মিছিল লীগ আহূত লকডাউনে, পেছানো হলো জাপান অ্যাম্বাসির অনুষ্ঠান ইউনূসের ‘জঙ্গি শাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন: শেখ হাসিনা পিটিআইকে শেখ হাসিনা: ‘আন্তর্জাতিক আদালতে বিচার চাই, কিন্তু ইউনূস সরকারের সৎ সাহস নেই, তারা ভয় পাচ্ছে’ বাংলাদেশে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের লকডাউন শুরুর আগেই বিএনপি-জামায়াত-এনসিপির ষড়যন্ত্রে অটো সফল হচ্ছে লকডাউন “ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”: দেশব্যাপী কর্মসূচির ডাক দিলেন শেখ হাসিনা ‘সরকার আর বেশিদিন টিকবে না’, সবাইকে ঢাকা অবরোধ পালনের আহ্বান সজীব ওয়াজেদের আগুনের ঘটনায় স্থায়ী বহিষ্কার ছাত্রদল নেতা