ঢাকায় নাট্যোৎসব স্থগিত প্রসঙ্গে যা বলছে ডিএমপি – ইউ এস বাংলা নিউজ




ঢাকায় নাট্যোৎসব স্থগিত প্রসঙ্গে যা বলছে ডিএমপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০৬ 20 ভিউ
ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ করা বা স্থগিত করা সম্পর্কে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার ডিএমপির এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ স্থগিত সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতিতে ডিএমপির দৃষ্টি আকর্ষিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উক্ত নাট্যোৎসব বন্ধ করা বা স্থগিত করা সম্পর্কে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। এতে আরও বলা হয়, ‘যে কোনো ধরনের সৃজনশীল ও শৈল্পিক কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করে থাকি। কী কারণে আলোচ্য নাট্যোৎসব স্থগিত হয়েছে, তা আমাদের বোধগম্য নয়। উক্ত নাট্যোৎসব ঘিরে যে কোনো

প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি তৎপর।’ হুমকির অভিযোগ, ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিতহুমকির অভিযোগ, ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত এর আগে আজ শনিবার বিকেল ৫টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে ঢাকা মহানগর নাট্যোৎসব হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। এ নিয়ে অনুস্বর নাট্যদলের কর্মী সুমন মজুমদার দাবি করেছিলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে। উৎসব হলে হামলা করারও হুমকি দেয় তারা। পরে মহিলা সমিতির পক্ষ থেকে রমনা থানায় এ ব্যাপারে অবগত করা হয়। থানা থেকে উৎসব আপাতত স্থগিত রাখতে বলা হয় বলে তিনি দাবি করেন। ঢাকা মহানগর নাট্য পর্ষদের যাত্রা শুরু হয়েছিল ৭১টি নাট্যদল নিয়ে, যা

এখন বৃদ্ধি পেয়ে ৮৫টি নাট্যদলে পরিণত হয়েছে। এই ৮৫টি নাট্যদল নিয়ে ঢাকা মহানগরে পাঁচটি মিলনায়তনে শুরু হওয়ার কথা ছিল অভিনব এই নাট্যোৎসব। এই উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিনটি পর্যায়ে, যার প্রথম পর্যায় শুরু হওয়ার কথা আজ শনিবার। থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়াতে এবং নতুন দর্শক সৃষ্টি করার লক্ষ্য নিয়ে ঢাকা মহানগর নাট্য পর্ষদ এই উদ্যোগ গ্রহণ করেছে। মোট ৮৫টি নাট্যদল ৮৫টি নাটক নিয়ে পর্যায়ক্রমে পাঁচটি মিলনায়তনে এই উৎসবে অংশগ্রহণ করার কথা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিরি বিবাসের মরদেহ ফেরত পেয়ে যা বলল তার পরিবার টগর সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি আমন চাল সংগ্রহে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৭৬৯ তালবাহানা বন্ধ করে দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে: জয়নুল আবেদীন পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩ দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে ‘বিস্ফোরক চিঠি’ সাবেকের জার্মানিতে কট্টর ডানপন্থিদের উত্থানে শঙ্কা সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন আনলেন ট্রাম্প ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে ছাত্ররাই কেন সংগঠন করছে? ২১ ফেব্রুয়ারির ছুটিতে লাখো পর্যটকের সমাগম কুয়াকাটায় মালয়েশিয়া থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প বললেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ ? ভারত, চীনসহ ৫ দেশকে কঠোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর দল না জেতায় মন ভেঙেছে তাওহীদের আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া… দুয়ারে কড়া নাড়ছে রমজান : ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে লড়ছে সরকার