![](https://usbangla24.news/wp-content/themes/pitwmeganews/pitw-assets/pitw-image/user_default.png)
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/prtul12-1739257952.webp)
‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পীর শারীরিক অবস্থার অবনতি
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/runa-1739182476.webp)
ফের র্যাম্পে রুনার ঝলক, নজর কাড়লেন ১০ ছবিতে
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Untitled-15-67aa315bf06ca.jpg)
মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন এক ভক্ত
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/a7cf3f4e-bbea-406f-8993-bdc600ba2059-2502092017.webp)
ক্যান্সারে নয়, শাওনের গাফিলতির কারণেই হুমায়ূন আহমেদের মৃত্যু!
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/১-2-2502091514.webp)
ফরচুন বরিশালের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড, অর্ধশতাধিক আহত
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/pic-7-67a8a617780bd.jpg)
বুম্বাদাকে বিয়ে করতে চেয়েছিলেন শুভশ্রী
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/image-529213-1739018302.webp)
বাঘের মত বেঁচে থাকতে চায় : অভিনেত্রী চমক
সাবেক স্বামীকে সামান্থার কড়া জবাব, কী বললেন নায়িকা?
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Untitled-11-67aa1f7abbe16.jpg)
অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের তিন বছর পর শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে এখনো নানা আলোচনা চলছে নেটপাড়ায়। পাশাপাশি তার বর্তমান স্ত্রী শোভিতা ধুলিপালাকে নিয়েও ঘুরছে বেশ কিছু মন্তব্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগার্জুনাপুত্র তার সাবেক স্ত্রী সামান্থার সঙ্গে সম্পর্কের ইতির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, পারস্পরিক সম্মতিতেই দুজনের বিচ্ছেদ হয়েছে। যেমন তিনি (নাগা) ভালোবাসা খুঁজে পেয়েছেন শোভিতার মধ্যে, তেমনি সামান্থাও নতুন প্রেমে পড়েছেন।
এদিকে সাবেক স্বামীর এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেননি সামান্থা। দিয়েছেন কড়া জবাব।
২০১৭ সালে বিয়ে করার পর ২০২১ সালেই বিচ্ছদের সিদ্ধান্ত নেন দু’জনেই। এরপর থেকে দুজনে আলাদা হয়েছেন
ঠিকই, তবে এখনো একে অপরকে সম্মান করেন, যোগাযোগ রাখেন এমনকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন বলেও দাবি করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে বিষয়টি যেভাবে আলোচনা হচ্ছে, তাতে নাগা চৈতন্য নিজেকে অপরাধী মনে করছেন। অভিনেতা বলেন, আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণেই সিদ্ধান্তটি নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না। আমি যেমন আমার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছি, তেমনটা সামান্থাও পেয়েছে। এদিকে নাগার এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে গুজব ছড়ায় যে, বিচ্ছেদের পর নাকি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই
রাজের সঙ্গে পর পর সিনেমায় কাজ করছেন অভিনেত্রী। যে কারণে নাগার ওই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি সামান্থা। সাবেক স্বামীকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন তার জবাবও। অভিনেত্রী লিখেছেন, মানুষ হয়ে ওঠা একটা পদ্ধতি। কোনো কিছু পূর্বনির্ধারিত নয়। মানুষের নিজের হাতেই রয়েছে আসলে সে কী হতে চায়! নাগা চৈতন্য সামান্থার এমন কড়া জবাবের কী প্রতিক্রিয়া জানান এবং তাদের ভক্ত-সমর্থকরাই বা এটা কিভাবে নেন, সেটাই এখন দেখার বিষয়।
ঠিকই, তবে এখনো একে অপরকে সম্মান করেন, যোগাযোগ রাখেন এমনকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন বলেও দাবি করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে বিষয়টি যেভাবে আলোচনা হচ্ছে, তাতে নাগা চৈতন্য নিজেকে অপরাধী মনে করছেন। অভিনেতা বলেন, আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণেই সিদ্ধান্তটি নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না। আমি যেমন আমার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছি, তেমনটা সামান্থাও পেয়েছে। এদিকে নাগার এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে গুজব ছড়ায় যে, বিচ্ছেদের পর নাকি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই
রাজের সঙ্গে পর পর সিনেমায় কাজ করছেন অভিনেত্রী। যে কারণে নাগার ওই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি সামান্থা। সাবেক স্বামীকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন তার জবাবও। অভিনেত্রী লিখেছেন, মানুষ হয়ে ওঠা একটা পদ্ধতি। কোনো কিছু পূর্বনির্ধারিত নয়। মানুষের নিজের হাতেই রয়েছে আসলে সে কী হতে চায়! নাগা চৈতন্য সামান্থার এমন কড়া জবাবের কী প্রতিক্রিয়া জানান এবং তাদের ভক্ত-সমর্থকরাই বা এটা কিভাবে নেন, সেটাই এখন দেখার বিষয়।