আলোচিত ‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই ‘ভিনগ্রহী’ আসলে কে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৪:৫০ অপরাহ্ণ

আলোচিত ‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই ‘ভিনগ্রহী’ আসলে কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৫০ 198 ভিউ
নীল রঙের চামড়া, পরনে হলুদ রঙের নকশা করা অদ্ভুত পোশাক। বড় পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন ঠিকই। কিন্তু তার আসল চেহারা অধিকাংশ সময় ক্যামেরার আড়ালেই থেকে গেছে। যার ফলে হিন্দি সিনেমার পাশাপাশি হলিউডে অভিনয় করেও তেমন পরিচিতি পাননি ইন্দ্রবদন পুরোহিত। ২০০৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় কল্পবিজ্ঞান ঘরানার সিনেমা ‘কোই…মিল গ্য়ায়া। সিনেমাটিতে মুখ্যচরিত্রে হৃতিক রোশন, প্রীতি জিনতা, রেখার মতো বলিউড তারকারা অভিনয় করলেও ছোট থেকে বড়— সকলের নজর কাড়ে জাদুর চরিত্রটি। ভিনগ্রহী জাদুর চরিত্রটি মনে জায়গা করে নেয় দর্শকের। সিনেমাটি মুক্তির পর দর্শকের একাংশ ভেবেছিলেন, কোনো রোবট অথবা কৃত্রিম প্রযুক্তির সাহায্যে, ক্যামেরার কৌশলে বড় পর্দায় জাদুর চরিত্রটি তৈরি করা হয়েছে।

তবে এই চরিত্রে আদতে অভিনয় করেছিলেন ইন্দ্রবদন। অবশ্য ‘ছোটে উস্তাদ’ নামে অধিক পরিচিত ইন্দ্রবদন। জাদু চরিত্রের জন্য কম উচ্চতাবিশিষ্ট এক ব্যক্তির সন্ধানে ছিলেন ‘কোই…মিল গ্য়ায়া’র নির্মাতারা। তখনই ইন্দ্রবদনের সঙ্গে আলাপ হয় তাদের। বলিউডপাড়া সূত্রে খবর, ইন্দ্রবদনের উচ্চতা ছিল ৩ ফুট। তা দেখেই তার অডিশন নিয়ে ফেলেন ছবিনির্মাতারা। অডিশনে পাশও করে যান তিনি। জাদু চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান ইন্দ্রবদন। তবে প্রচার থেকে দূরেই ছিলেন তিনি। জাদু চরিত্রটি বিখ্যাত হয়ে গেলেও মুখোশের আড়ালে কে ছিলেন তা জানতেন কম লোকেই। শুধু ‘কোই…মিল গয়া’ ছবিতেই নয়, ইন্দ্রবদনকে অভিনয় করতে দেখা গেছে ছোট পর্দায়ও। একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘তারক মেহতা কা উল্টা চশমা’ নামের জনপ্রিয়

ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। খুব কম সময়ের জন্য পর্দায় দেখা গিয়েছিল তাকে। ‘জবান সম্ভাল কে’ নামের একটি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেন ইন্দ্রবদন। ‘নাগিনা’, ‘বীরানা’, ‘বোল রাধা বোল’, ‘দরার’ নামের একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। জানা যায়, ৩০০টিরও বেশি হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন ইন্দ্রবদন। হিন্দি ছবির পাশাপাশি মরাঠি এবং গুজরাতি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, জাদুর চরিত্রের জন্য ৩০ থেকে ৪০ জনের অডিশন নিয়েছিলেন রাকেশ। কিন্তু কাউকেই মনে ধরেনি। বলিউডের গুঞ্জন, জাদুর চরিত্রে অভিনয়ের জন্য ইন্দ্রবদনকে অনেকটা ওজন কমাতে হয়েছিল। এমনকি ‘কস্টিউম’ পরে শুটিং করবার সময় শ্বাস নিতে সমস্যা হত ইন্দ্রবদনের। অনেক সময় শটের

পর তাকে অক্সিজেনও নিতে হয়েছিল বলে শোনা যায়। বলিউডপাড়ার অধিকাংশের দাবি, জাদুর চরিত্রে কে অভিনয় করেছেন তা জানাজানি হয়ে যাক তা চাইতেন না রাকেশ। পরিচালকের নির্দেশ মেনেই আলোর রোশনাই থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ইন্দ্রবদন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য ফেলোশিপ অফ দ্য রিং’ নামের হলিউডি সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। ‘বালবীর’ নামের হিন্দি ধারাবাহিকে শেষ অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। ২০১৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মারা যান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজনৈতিক ও ধর্মভিত্তিক সহিংসতার ঘটনায় উদ্বেগঃ বাংলাদেশে গুরুতর মানবিক সংকটের শঙ্কা মার্কিন থিংকট্যাংক সিএফআর-এর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন জমায় বাধা: সার্ভার ডাউন দেখিয়ে জামাতী প্রসাশনের ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি! একুশে ফেব্রুয়ারি-সরস্বতী পূজার ছুটি বাতিল, সরকারের সিদ্ধান্তে তীব্র বিতর্ক অপ্রতিরোধ্য এক দেয়ালের অবসান ঘটল খালেদা জিয়ার মৃত্যুর দিন রুমিনসহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি জমি বিরোধে সন্ত্রাসী হামলা, কক্সবাজারে যুবদল নেতা খুন বরগুনায় এয়ারগান দিয়ে কারারক্ষীর পাখি শিকার ইউনুস সরকারের অধীনে সংখ্যালঘু হওয়া মানেই মৃত্যুর অপেক্ষা। কমিউনিটি ক্লিনিক ও প্রশ্নবিদ্ধ প্রশাসন,জবাবদিহি কোথায়? হাদী হত্যা: দুবাই থেকে ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি মাসুদের, দায় চাপালেন জামায়াতের ওপর মিছিলে খালেদা জিয়ার উপস্থিতি ও শেখ হাসিনার ওপর প্রাণঘাতী হামলা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি গণতন্ত্র নয়, লুটতন্ত্র, বিএনপির তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ংকর অভিযোগ বিশ্বাসঘাতকতা ও ইতিহাস অস্বীকারই ড. ইউনুসের কৌশল অ-সরকারের সতেরো মাস : তিনগুণ খেলাপি ঋণ, শূন্য বিনিয়োগ ক্ষমতার নেশায় বুঁদ হয়ে যারা দেশকে জিম্মি করে রেখেছে আলাদিনের প্রদীপ থেকে বেরিয়ে আসা জ্বীনের কবলে যখন খোদ আলাদিনেরাই! ক্ষমতার দাবার চালে অসুস্থ খালেদা জিয়া: মানবিকতার চেয়ে যখন রাজনৈতিক স্বার্থই মুখ্য! লাশ নিয়ে টালবাহানা করিও না’—মৃত্যুর আগে সন্তানদের প্রতি রফিকুল্লা আফসারীর আবেগঘন ভিডিও বার্তা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে