মন্ত্রী-এমপিদের বালাখানা এখন ভূতের আস্তানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
     ৬:১৭ পূর্বাহ্ণ

মন্ত্রী-এমপিদের বালাখানা এখন ভূতের আস্তানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৬:১৭ 78 ভিউ
এক সময় কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় লেগে থাকত মানিকগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে। এই চিত্র ছিল জেলার অন্য দুই আসনের এমপির বাড়িতেও। কিন্তু ৫ আগস্টের পর চিত্র উলটে গেছে। খাঁ খাঁ করছে তাদের কোলাহলপূর্ণ বাড়ি। এখন কেয়ারটেকার ছাড়া কেউ থাকেন না। বিপর্যয়কর পরিস্থিতিতে প্রতিবেশীসহ নিকটতম আত্মীয়স্বজনরাও ওইসব বাড়িতে যান না। আর সতীর্থ রাজনীতিবিদদেরও ‘চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা’! সরেজমিন জাহিদ মালেকের মানিকগঞ্জের গড়পাড়া এলাকার বাড়ির প্রধান ফটকে তালা। ফটকের পকেট গেট দিয়ে একাধিকবার কড়া নাড়লে ভেতর থেকে বেরিয়ে আসেন কেয়ারটেকার হযরত আলী। বাড়ি সাটুরিয়ায়। ভেতরে যাওয়ার অনুমতি চাইলে তিনি জানান,

সকালে তাকে (হযরত আলী) ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে যায় আরেকটি টিম। তিনি ও আরও দুজন বাসা দেখভালের দায়িত্বে আছেন। হযরত আলী ৩ মাস ধরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করলেও এ পর্যন্ত মাইনে পেয়েছেন মাত্র ১ মাসের। এখনো ২ মাসের মাইনে বাকি। তিনি জানান, আগস্টের আগেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও তার পরিবারের লোকজন তিনতলা বাড়ির সব রুমে তালা ঝুলিয়ে অন্যত্র চলে গেছেন। তিনি বলেন, ‘বাড়িটিতে কমপক্ষে বারোটি কক্ষ রয়েছে। ভেতরের আসবাবপত্র, ফ্লোর স্যাঁতসেঁতে হয়ে গেছে। করার কিছুই নেই; কারণ রুমের চাবি সাহেবরা নিয়ে গেছেন। আমরা শুধু বাইরের নিরাপত্তা দেখভাল করছি মাত্র।’ জাহিদ মালেকের বাগানবাড়িও আগস্ট পটপরিবর্তনের পর ওলটপালট হয়ে গেছে। অথচ ক্ষমতায় থাকাকালীন

কাকপক্ষীও বিনা অনুমতিতে ওই বাড়িতে প্রবেশ করতে পারত না। এখন বাগানবাড়িটি লন্ডভন্ড অবস্থা। রাজনৈতিক পটপরিবর্তনের আগেই জাহিদ মালেক সপরিবারে সিংগাপুরে পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে মানিকগঞ্জের আদালত ও সদর থানায় চারটি মামলা রয়েছে। এছাড়া দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় তার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শুধু জাহিদ মালেক নন, মানিকগঞ্জের সাবেক আরও চার সংসদ-সদস্য এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের ১১টি বাড়িও পরিত্যক্ত। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, নাশকতা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ-সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে পৃথক তিনটি হত্যা মামলাসহ অর্ধডজন মামলা রয়েছে। এ কারণে সিংগাইরের জয়মন্টপের প্রাসাদসম বাড়ি এবং ঢাকার বাসা

ছেড়ে আত্মগোপনে রয়েছেন তিনি। জয়মন্টপের বাড়িটি এখন তালাবদ্ধ। মমতাজ দেশে আছেন কিনা তা বলতে পারছেন না তার তৃতীয় স্বামী ডা. মঈন হাসান। এছাড়া মমতাজের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। শুধু তিনি একা নন, তার অনুগত নেতাকর্মীরাও বাড়ি ছাড়া। বিশিষ্ট গার্মেন্ট ব্যবসায়ী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিপুল জনপ্রিয়তা নিয়ে মমতাজ বেগমের নৌকা প্রতীককে হারিয়ে এ আসনে স্বতন্ত্র সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সাবেক এই এমপির সিংগাইরের বায়রা বাইমেলের রাজপ্রাসাদসম বাড়িটি এখন ফাঁকা। তিনি কোথায় আছেন কেউ জানেন না। এছাড়া মানিকগঞ্জ-১ আসনের সদ্য সাবেক এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদও (এসএম জাহিদ) বাড়িছাড়া। তার বিরুদ্ধে একটি হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। একই আসনের সাবেক এমপি জাতীয় ক্রিকেট

দলের সাবেক অধিনায়ক বিসিবির সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী বাড়িছাড়া। তাদের মানিকগঞ্জের বাড়িটি তালাবদ্ধ। এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিংসহ একাধিক মামলা রয়েছে। তার ঢাকার ২৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১২টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ওপর ভর করে বিপুল সম্পদের মালিকরাও বাড়িছাড়া : এদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ওপর ভর করে যেসব নেতা বিপুল সম্পদের মালিক বনে গেছেন তারাও নিজ নিজ বাড়ি ছেড়ে পালিয়েছেন। জাহিদ মালেকের প্রধান খলিফা ও গড়পাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আফছার সরকার নিজের সাম্রাজ্য ছেড়ে উধাও। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন

বলে জানা গেছে। অন্যের জমি দখল করে গড়ে তোলা আফছারের প্রাসাদসম বাড়িতে এখন ভাড়াটিয়া ছাড়া কেউ থাকেন না। একই ইউনিয়নে তার আরেকটি ডুপ্লেক্স বাড়িও তালাবদ্ধ। আফসার সরকারকে দিয়ে স্বাস্থ্য খাতে নিয়োগ ও বদলি বাণিজ্য করতেন জাহিদ মালেক। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ওপর ভর করে কোটিপতি বনে যাওয়া মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদও বাড়িছাড়া। তিনি এলাকায় জাহিদ মালেকের টাকা কামানোর মেশিন হিসাবে পরিচিত। জাহিদ মালেকের আপন ফুপাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনও পলাতক জীবনযাপন করছেন। তার বাড়িতে গিয়ে দেখা যায় প্রধান ফটকে তালা। ফটকের ফাঁক দিয়ে দেখা গেল নজরকাড়া তিনটি ভবন। দেখভালের জন্য দুজন কেয়ারটেকার আছেন। আগস্টের পর থেকে তাদের

বেতন-ভাতা বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের ডাক: অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত, লাগাতার কর্মসূচি ঘোষণা রাজপথে নেই আওয়ামী লীগ, তবুও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে অভূতপূর্ব সমর্থন আওয়ামী লীগকে ফাঁসাতে মেট্রো রেলে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার গোপন তথ্য ফাঁস ঢাকা লকডাউন: গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি এবার হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা তুর্কি লবি–জামায়াতের ভরসায় লীগ থেকে ভোল পাল্টে জামায়াতে, তবুও শেষ রক্ষা হয়নি জাহেদীর পুঁজিবাজারে ফের বড় দরপতন, লেনদেন নেমেছে ৩০০ কোটির নিচে মায়ের রক্ত ঝরিয়ে ছেলেকে গ্রেফতার, নাটোরে প্রতিবাদের ঝড় দিল্লীতে বিস্ফোরণ: তদন্তে বাংলাদেশি সংযোগের ইঙ্গিত ভারতের রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে সরকার উৎখাতের ‘এলজিবিটি ষড়যন্ত্র ইউনুস সরকারের কাউন্টডাউন শুরু, পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সামনে প্রবাসী বাংলাদেশীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লকডাউন সফল করায় শেখ হাসিনার বিবৃতি “১৬ ও ১৭ নভেম্বর সারাদেশে আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন” বাংলাদেশি এমপিদের ‘অধিকার লঙ্ঘন হওয়ায়’ আইপিইউয়ের উদ্বেগ লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার বিবৃতি উগ্রবাদী স্লোগানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিল শিবির-ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগকে ফাঁসাতে মেট্রো রেলে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার গোপন তথ্য ফাঁস ঢাকা লকডাউন: গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি রামপুরা থানা যুবলীগের আহ্বায়ক রইজ উদ্দিন আটক – রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যুবলীগের,