চাহাল-ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন: সম্পর্কের ইতি টানতে চলেছেন তারা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫
     ৫:০৪ পূর্বাহ্ণ

চাহাল-ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন: সম্পর্কের ইতি টানতে চলেছেন তারা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ | ৫:০৪ 107 ভিউ
অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরে গেছে ভারতীয় ক্রিকেট দল। এতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হল কোহলিদের। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে শোরগোল উঠেছে নেটদুনিয়ায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একে অপরের সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন চাহাল ও তার স্ত্রী ধনশ্রী বর্মা। এমনকি তারা পরস্পরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। ধনশ্রী নিজের নাম থেকে ‘চাহাল’ পদবী সরিয়ে ফেলেছেন। এসব কারণে তাদের সম্পর্কের ভাঙনের গুঞ্জন আরও জোরালো হয়েছে। এর মধ্যেই চাহালের একটি পোস্ট জল্পনা আরও উসকে দিয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল যা লিখেছেন, তার অর্থ ‘কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন,

নিজের কষ্ট জানেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছনোর জন্য কী কী করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজাভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা-মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। একজন গর্বিত ছেলের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।’ বাবা, মায়ের পাশে থাকা কথা লিখেছেন চাহাল। কিন্তু স্ত্রী ধনশ্রীর পাশে থাকার কথা বলেননি ভারতীয় দলের লেগ স্পিনার। ফলে তার বিবাহবিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়েছে। চাহাল সব ছবি মুছে দিলেও ধনশ্রী এখনও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নিজের বেশ কিছু ছবি রেখে দিয়েছেন। সেগুলো তার অ্যাকাউন্টে দেখাও যাচ্ছে। ফলে দু’জনের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায়, তা নিয়ে আলোচনা চলছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দু’জনের মধ্যে

বিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। যদিও তাদের বিচ্ছেদের সঠিক কারণ এখনো প্রকাশ্যে আসেনি। এর আগে, ২০২৩ সালেও চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গত কয়েক মাস ধরে তাদের আলাদা থাকার খবর শোনা যাচ্ছিল। ২০২০ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন চাহাল ও ধনশ্রী। সেই সময় একটি নাচের রিয়ালিটি শোতে তাদের প্রথম পরিচয় হয়েছিল। তবে ২০২৪ সালে এক কোরিওগ্রাফারের সঙ্গে ধনশ্রীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। এছাড়া, ভারতীয় দলের এক তারকা ব্যাটারের সঙ্গে ধনশ্রীর সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে রিল শেয়ার করায় সেই

গুঞ্জন আরও তীব্র হয়। তবে পরে তারা নিজেদের ‘ভালো বন্ধু’ বলে মন্তব্য করেন। বর্তমানে চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে। দু’জনই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি গণতন্ত্র নয়, লুটতন্ত্র, বিএনপির তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ংকর অভিযোগ বিশ্বাসঘাতকতা ও ইতিহাস অস্বীকারই ড. ইউনুসের কৌশল অ-সরকারের সতেরো মাস : তিনগুণ খেলাপি ঋণ, শূন্য বিনিয়োগ ক্ষমতার নেশায় বুঁদ হয়ে যারা দেশকে জিম্মি করে রেখেছে আলাদিনের প্রদীপ থেকে বেরিয়ে আসা জ্বীনের কবলে যখন খোদ আলাদিনেরাই! ক্ষমতার দাবার চালে অসুস্থ খালেদা জিয়া: মানবিকতার চেয়ে যখন রাজনৈতিক স্বার্থই মুখ্য! লাশ নিয়ে টালবাহানা করিও না’—মৃত্যুর আগে সন্তানদের প্রতি রফিকুল্লা আফসারীর আবেগঘন ভিডিও বার্তা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে “মুক্তিযোদ্ধারা’ই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের ঋণ শোধ হবার নয়” একুশে ফেব্রুয়ারি শহীদ মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসমতে জ্ঞান ও বিদ্যার দেবী পূজার ছুটি বাতিল ছুটির এই তালিকা প্রকাশ করেছে আইনশৃঙ্খলার অজুহাতে আবহমান বাংলার সংস্কৃতির ওপর পরিকল্পিত আঘাত—ফরিদপুরে বন্ধ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব! ইন্ডিয়া যদি আমাদের সাহায্য না করতো, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পারতো না দেশটা স্বাধীন করতে” –বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগবিহীন নির্বাচন, একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত মহাজন ইউনুসের গণতন্ত্র : ১২২টি ফাঁদ ও একটি ভোট রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুদের বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন: ঘটনাস্থল থেকে ব্যানার উদ্ধার খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক ঢাকার ভোটে কারচুপির ভয়ানক নীলনকশা: ২০ আসনে ২০ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির: খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রশংসায় ভাসছেন সজীব ওয়াজেদ জয় চরমোন্তাজে এসআই রাতুলের ঘুষ বাণিজ্যের রামরাজত্ব: জিম্মি আ.লীগ পরিবার, রেহাই পাচ্ছে না নারীরাও