
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

স্বজনের মনমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে মন ছুঁয়ে যায় দর্শকদের

রাগ হলেই ঘরের দরজা ভেঙে ফেলেন পাকিস্তানি এই অভিনেত্রী!

হানিয়া আমির ভারতে কাজ করে সময় নষ্ট করছেন: নাদিয়া খান

সেই নাচের পোশাক নিয়ে মুখ খুললেন মাহি

ইসলামকে অবমাননা করে ভারতীয় টেলিভিশন ‘জি বাংলা’য় ধারাবাহিক, ক্ষিপ্ত নেটিজেনরা

রণবীর-দীপিকার বিচ্ছেদ, ছেলের পক্ষে সাফাই গাইলেন নীতু

অনুশোচনা নেই, প্রতিটি অভিজ্ঞতা ছিল একটি শিক্ষা: বাঁধন
বছর শেষে তাসনিয়া ফারিণের প্রাপ্তি

নাটকের দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে গেল বছর তাকে খুব একটা নাটকে মেলেনি। ব্যস্ত ছিলেন সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজ নিয়ে। বছরের শেষপ্রান্তে এসে প্রচার হয়েছিল তার অভিনীত একটি নাটক। নাম ‘মুক্তি’। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে রাইসা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। তার সঙ্গে ছিলেন অভিনেতা খাইরুল বাসার।
বছর শেষে মুক্তি পাওয়া নাটকটি এ অভিনেত্রীকে কিছুটা আলোচনায় রাখে। নাটকের গল্পে দেখা যায়, বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলেন। সেসব রাইসা একদম পাত্তা দেন না। স্বামী রাকিবের কাছেও রাইসা
স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘গত বছরে আমার একটি সিনেমা মুক্তি পায়। এছাড়াও ওটিটিতে কয়েকটি কনটেন্ট আসে। সবমিলিয়ে ভালোই কেটেছে। বছরের শেষ দিকে এ নাটকটি মুক্তি পায়। দর্শকরা বেশ পছন্দ করেছেন। নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই ভক্তদের ভালোবাসা ফুটে উঠছে। এছাড়া নাটকটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা ও সাড়া মিলেছে। বছর শেষ হয়েছে একটি ভালো কাজের সঙ্গেই। এটাই বড় প্রাপ্তি।’
স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘গত বছরে আমার একটি সিনেমা মুক্তি পায়। এছাড়াও ওটিটিতে কয়েকটি কনটেন্ট আসে। সবমিলিয়ে ভালোই কেটেছে। বছরের শেষ দিকে এ নাটকটি মুক্তি পায়। দর্শকরা বেশ পছন্দ করেছেন। নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই ভক্তদের ভালোবাসা ফুটে উঠছে। এছাড়া নাটকটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা ও সাড়া মিলেছে। বছর শেষ হয়েছে একটি ভালো কাজের সঙ্গেই। এটাই বড় প্রাপ্তি।’