গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৬ 145 ভিউ
গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারি থেকে এক গ্রুপ চাঁদা তুলতে গেলে গ্রুপ বাধা দিয়ে হামলায় আবুল কালাম নামের এক যুবক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে কালিয়াকৈর উপজেলার উলুসাড়া চকিদারের টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (২৬) টাঙ্গাইলের মির্জাপুর ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারডেক এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন। নিহত আবুল কালাম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশের নেতৃত্বে একটি গ্রুপ ও শাহরিয়ার নাফি ওরফে ইমনের নেতৃত্বে আরেকটি গ্রুপ বেশ কিছুদিন ধরে এলাকায় নানা অপরাধে জড়িত। দুটি গ্রুপই উপজেলার চৌকিদারের টেক এলাকায় হারুনুর রশিদের

মালিকানাধীন আল্লাহর দান নামের বেকারিতে চাঁদার জন্য মালিককে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। গত শনিবার রাত পৌনে আটটার দিকে পিচ্চি আকাশ গ্রুপের আবুল কালাম ও শাহরিয়ার নাফিজসহ কয়েকজন হারুনুর রশিদের বেকারিতে চাঁদা আনতে যায়। এ খবর পেয়ে প্রতিপক্ষের পিচ্চি আকাশ তার দলবল নিয়ে ঐ বেকারীর সামনে উপস্থিত হয়ে চাঁদা নিতে বাধা দেয় এবং শাহরিয়ার ও আবুল কালামের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যায়। পরে বেকারির মালিক হারুনুর রশিদ ও তার কর্মীরা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে পাশর্বর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম মারা যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ

ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের লাশ উদ্ধার করে রোববার সকালে ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ বলেন, কালিয়াকৈরের একটি বেকারিতে দুপক্ষ চাঁদা আনতে গেলে তাদের মাঝে সংঘর্ষ ও হামলার ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারও পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীতে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে’ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪১৩ ‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে ইনশাআল্লাহ’ উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও গেল উল্টে স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন? ১০ দিনে হাসপাতালে ভর্তি ৬ হাজার, মৃত্যু ২৬ জনের স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার