ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হবু স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করে যা লিখলেন তাহসান
৩০ বছরের পুরোনো শাড়িতে বিয়ে, রহস্য খোলাসা করলেন কীর্তি সুরেশ
না ফেরার দেশে অভিনেত্রী অঞ্জনা রহমান
উড়োজাহাজ দুর্ঘটনায় ৬৮ হাজার ডলার অনুদান দিলেন বিটিএসের জে-হোপ
বিয়ে না করেই একসঙ্গে বসবাস , বিপাকে অভিনেত্রী স্বাগতা
রণবীরের ‘ধুরন্ধর’ ছবির লুক নিয়ে তোলপাড়
ঠোঁটে ঠোঁট রেখে রাজ-শুভশ্রীর বর্ষবরণ!
যে কারণে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
ক্যাটরিনা কাইফ তার রূপ চর্চা কীভাবে করেন সেই উত্তর জানতে অনেক নারী ভক্তই মুখিয়ে থাকেন। বিশেষ করে তার কালো রেশমি ও লম্বা চুলের রহস্য কি তা জানতে আগ্রহী অনেকেই।
সম্প্রতি ‘দ্যা উইক’ ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন তার চুল পরিচর্যার দায় দায়িত্ব পালন করেন তার শাশুড়ি বীণা কৌশল। পুত্রবধূর কালো রেশমি চুলের পিছনে তার বড় ভূমিকা রয়েছে। নিজ হাতে ক্যাটরিনার জন্য বিশেষ এক ঘরোয়া তেল তৈরি করে দেন তিনি।
সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এই ঘরোয়া টোটকার কথা। অভিনেত্রী বলেন, ‘আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। পিঁয়াজ, আমলকী, অ্যাভোকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল
সত্যিই চুলের জন্যে খুব উপকারী।’ তবে ক্যাটরিনার মুখে তার শাশুড়ির প্রশংসা এই প্রথম নয়। ২০২২ সালে ‘ দ্যা কাপিল শর্মা শো’ তে তিনি বলেন তার শাশুড়ির মিষ্টি আলু বানিয়ে দেওয়ার কথা। তিনি সেখানে বলেন, ‘মা আমাকে পরোটা খাওয়ার জন্যে বেশ অনুরোধ করতেন কিন্তু আমি ডায়েটে ছিলাম দেখে এক কামড়ের বেশি খেতে পারতাম না। তাই মা এখন আমাকে মিষ্টি আলু তৈরি করে দেন।’ কিছুদিন আগেই শাশুড়ি মা বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে গিয়েছিলেন ক্যাটরিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভিডিও পোস্ট করা হলে শাশুড়ি-বৌমার এই জুটি দেখে মুগ্ধ হন তার অনুরাগীরা। সূত্র: এনডিটিভি। টপ
সত্যিই চুলের জন্যে খুব উপকারী।’ তবে ক্যাটরিনার মুখে তার শাশুড়ির প্রশংসা এই প্রথম নয়। ২০২২ সালে ‘ দ্যা কাপিল শর্মা শো’ তে তিনি বলেন তার শাশুড়ির মিষ্টি আলু বানিয়ে দেওয়ার কথা। তিনি সেখানে বলেন, ‘মা আমাকে পরোটা খাওয়ার জন্যে বেশ অনুরোধ করতেন কিন্তু আমি ডায়েটে ছিলাম দেখে এক কামড়ের বেশি খেতে পারতাম না। তাই মা এখন আমাকে মিষ্টি আলু তৈরি করে দেন।’ কিছুদিন আগেই শাশুড়ি মা বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে গিয়েছিলেন ক্যাটরিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভিডিও পোস্ট করা হলে শাশুড়ি-বৌমার এই জুটি দেখে মুগ্ধ হন তার অনুরাগীরা। সূত্র: এনডিটিভি। টপ