১৪৪ দিন পর আন্দোলনে নিহত সায়েমের লাশ উত্তোলন – ইউ এস বাংলা নিউজ




১৪৪ দিন পর আন্দোলনে নিহত সায়েমের লাশ উত্তোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪ | ১১:১২ 105 ভিউ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সায়েম হোসেনের (২২) লাশ ১৪৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর রসুলপুর এলাকার কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ানের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেল ৫ টার দিকে ঢাকার যাত্রাবাড়ি কাজলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন সায়েম হোসেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে

তার মৃত্যু হয়। ওইদিন রাতেই মরদেহ নানাবাড়ি কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর জামেমসজিদ কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহত সায়েম হোসেনের মা শিউলি বেগম ২৭ আগস্ট, ঢাকা ডিএমপির যাত্রাবাড়ি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও যাত্রাবাড়ি আওয়ামী লীগ ক্যাডার খলিলুর রহমানসহ ৭৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার পরিপেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করার নির্দেশ দেয় আদালত। এ ঘটনায় ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য কেরানীগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেটকে লাশ উত্তোলনের সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন। পিবিআই তদন্তকারী কর্মকর্তা এসআই

মো. মাসুদ রানা বলেন, নিহতের সায়েম হোসেনের মা আদালতে মামলা দায়েরের প্রেক্ষিতে আদালত লাশ ময়নাতদন্তের আদেশ দেন। আদালতের নির্দেশে ন্যায় বিচারের স্বার্থে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী