চলছে ‘ঠান্ডা যুদ্ধ’, লড়ছেন বুবলী-অপু বিশ্বাস – ইউ এস বাংলা নিউজ




চলছে ‘ঠান্ডা যুদ্ধ’, লড়ছেন বুবলী-অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪৪ 61 ভিউ
ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকা পরীমণি ও শবনম বুবলী। চলতি বছরের শুরুর দিকে দ্বন্দ্বে জড়ান তারা। বুবলী তার পুত্র বীরের জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। মূলত, এই পোস্টকে কেন্দ্র করেই দ্বন্দ্বের সূচনা। ভিডিওটি দেখার পর কারো নাম উল্লেখ না করে পরীমণি দাবি করেছিলেন— “তার দেখাদেখি একইরকম ভিডিও বানিয়েছেন আপা (বুবলী)।” বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি পোস্ট দেন বুবলী ও পরীমণি। তবে ভার্চুয়াল এই ‘ঠান্ডা যুদ্ধ’ কখনো মুখোমুখি রূপ নেয়নি। দীর্ঘ ৯ মাস পর বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন পরীমণি। বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠে আসে। পরীমণি বলেন, “আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে।

চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!” খানিকটা ব্যাখ্যা করে পরীমণি বলেন, “বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত।” পরীমণির সবকিছু তাকেই সামলাতে হয়। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই

আমার শক্তি।” বুবলী-পরীমণির মাঝে যখন তিক্ততা চলছে, তখন অনেকে ভেবেছিলেন পেছন থেকে পরীমণিকে ইন্ধন জোগাচ্ছেন অপু বিশ্বাস। এ বিষয়ে পরীমণি বলেন, “অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।” বুবলী-পরীমণি পরস্পরকে ইঙ্গিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন— এমন কথাও ভেসে বেড়াচ্ছে মিডিয়ায় পাড়ায়। এ বিষয়ে পরীমণি বলেন, “আমি দেখতামই না তিনি কী করেছেন। আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলত, এমনটা হয়েছে, পাঠালে তখন দেখা হতো, এই

যা। এর বাইরে আর কিছু না।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ চায় জামায়াত দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ফের রেকর্ড ভারতীয়-বাংলাদেশিসহ ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা পুতিনের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কুয়েতে মসজিদ ও নামাজের সময় নিয়ে নতুন নির্দেশনা রোববার সিইসির সঙ্গে বসছে এনসিপি ভারতের যে অঞ্চলে হঠাৎ মানুষের নখ পড়ে যাচ্ছে রায়পুরে ২০ দিন পর সেই স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী কারাগারে কানাডায় গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত, যা বলছে পুলিশ জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ ছাত্রদল ছেড়ে কেন জামায়াতে গেলেন, জানালেন সেই নেতা রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ আপনাদেরও কাঠগড়ায় দাঁড় করানো হবে: কর্নেল অলি ‘আমি ছাত্রলীগ নেতা, সবাইকে দেখে নেব’ ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একজনের মৃত্যু যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ দিল্লির তরুণ হত্যায় গ্রেফতার কে এই ‘লেডি ডন’?