মন খারাপ উড়ন্ত সালাহর, এমবাপ্পের কাঁধে গুরুভার – ইউ এস বাংলা নিউজ




মন খারাপ উড়ন্ত সালাহর, এমবাপ্পের কাঁধে গুরুভার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ | ১০:২৪ 5 ভিউ
সাউদাম্পটনের বিপক্ষে গত রোববার জোড়া গোল করে দলকে জিতিয়ে সবার প্রশংসায় ভাসছিলেন মোহামেদ সালাহ। মাঠে ঝড় তুললেও ফারাও রাজকুমার নিজে কিন্তু ভীষণ হতাশ। লিভারপুলের সঙ্গে তাঁর চুক্তি মাত্র সাত মাস বাকি। এত ভালো খেলার পরও ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব আসছে না। সেই হতাশা নিয়েই আজ প্রিয় অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের হেভিওয়েট লড়াইয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামছেন তিনি। ভিনিসিয়ুস চোট পাওয়ায় স্বস্তিতে নেই রিয়ালও। লিভারপুলের মাঠে কিলিয়ান এমবাপ্পে কাঁধে দলকে জেতানোর গুরুভার। কারভাহাল, মিলিতাও, চুয়েমেনি, রদ্রিগোসহ আটজন চোটে মাঠের বাইরে। নতুন করে ইনজুরিতে পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। লিভারপুলে কেবল সালাহর ভবিষ্যৎই অনিশ্চিত নয়, ক্লাবের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য ভার্জিল ফন ডাইক, আলেকজান্ডার-আর্নল্ডের ভবিষ্যৎও

অনিশ্চিত। চোটের কারণে মাঠের বাইরে থাকা আর্নল্ডের আবার রিয়ালে যাওয়ার গুঞ্জন রয়েছে। এই অস্বস্তি থাকলেও নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুল কিন্তু দারুণ ছন্দে রয়েছে। প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে তারা ৮ পয়েন্টে এগিয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের চার ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। ডাচ কোচ স্লট দায়িত্ব নেওয়ার পর ১৮ ম্যাচের ১৬টি জিতেছেন। লিভারপুলের এই দুরন্ত ছুটে চলার অন্যতম কারিগর সালাহও। ৩২ বছর বয়সী এ উইঙ্গার চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্টও করেছেন। কিন্তু রোববার দলকে জেতানোর পর অভিমানই ঝরে পড়ল তাঁর কণ্ঠে, ‘আমরা প্রায় ডিসেম্বরে চলে এসেছি, এখনও ক্লাবে থাকার কোনো প্রস্তাব পাইনি।

আমার এখানে থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।’ ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব না পেয়ে তিনি যে হতাশ, সেটাও গোপন করেননি, ‘অবশ্যই হতাশ। আমি শিগগির অবসর নিচ্ছি না। আমি শুধু খেলায় মনোযোগ দিচ্ছি। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করছি। তবে আমি হতাশ, দেখা যাক কী হয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তাল চট্টগ্রামসহ সারাদেশ, ইসকন নিষিদ্ধের দাবি তিনদিন পর ভারত থেকে আলু-পেঁয়াজ রপ্তানি শুরু কার্ডিফ ছাত্রদের পরিবেশনায় ‘বীরপুরুষ’, বাঙালি সংস্কৃতির নান্দনিক উপস্থাপন মন খারাপ উড়ন্ত সালাহর, এমবাপ্পের কাঁধে গুরুভার মানুষ সঙ্গীর সঙ্গে প্রতারণা করে কেন? দেশের অবস্থা দেখে অনেকে আতঙ্কিত, এগুলো কী হচ্ছে ২০৫০ সাল নাগাদ নিউইয়র্ক ও মায়ামীসহ ১৭টি শহর পানির নীচে! ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রার্থীর বয়সসীমা ৩২ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জী, প্রিয়াঙ্কা গান্ধী আন্দোলন থামাল পিটিআই,পরবর্তী কৌশল কী ? চিন্ময়কে নিয়ে শেখ হাসিনার বিবৃতি ২২৫০০ কোটি টাকা ছাপল বাংলাদেশ ব্যাংক, রোববার থেকে টাকা পাবেন গ্রাহকরা নিখোঁজ ইমরান খানের স্ত্রী বুশরা বিবি চট্টগ্রামে দ্বিতীয় দিনে বন্ধ ছিল আদালতের কার্যক্রম গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু রোববার কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাস ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৭ জনের এবার বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে যে নালিশ ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার : হাইকোর্টে রাষ্ট্রপক্ষ