সেই ‘প্রেমিক’কে নিয়ে খাসি জবাই দিলেন পরীমণি! – ইউ এস বাংলা নিউজ




সেই ‘প্রেমিক’কে নিয়ে খাসি জবাই দিলেন পরীমণি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ | ৮:০১ 46 ভিউ
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি বরাবরই আলোচনায় থাকেন। শুক্রবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় মারা যান তার প্রাক্তন তথা প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। এ ঘটনার পর আলোচনায় চলে আসে এই চিত্রনায়িকার অতীত ও তার ঘন ঘন সঙ্গী পাল্টানোর খবরও। ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্‌যাপন- সবকিছুতেই যেন পরীমণি আলোচনার একটি নাম। বছরখানিক ধরে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন পরীমণি। কোনো একটা জায়গায় পরীর শূন্যতা থাকলেও কখনও অতীতের কোনো ছাপ রাখতে চাননি পরীমণি। সব ভুলে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যেতেই ব্যস্ত থেকেছেন নায়িকা। তবে কাজের সূত্রে যতটা না আলোচিত, ব্যক্তিগত

জীবন নিয়ে তার চেয়ে বেশি সমালোচিত এই নায়িকা। এইতো দিন কয়েক আগে অনুরাগীদের বোকা বানাতে এক মজার ফন্দি আঁটেন পরীমণি। তার টাইমলাইন থেকে প্রকাশ হওয়া একটি ভিডিও ক্লিপ দেখে রীতিমতো নড়েচড়ে বসে দর্শকরা। আলিঙ্গনরত এক দৃশ্য দেখিয়ে পরীমণি বোঝাতে চান যে নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। আদতে সেটা ছিল 'প্র্যাংক'। পরে সেই কথিত প্রেমিককেও দেখান পরীমণি। সেখানে সেই যুবককে বলতে শোনায়, 'গুজবে কান দেবেন না।' সেই পোস্টের ক্যাপশনে আবার পরীমণি লিখেছিলেন, ‘প্র্যাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?’ তখন ওই ভিডিওতে যেই যুবককে দেখা গিয়েছিল, তিনি একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। সেই একই ব্যক্তিকে আবার দেখা গেল পরীমণির নতুন এক ভিডিওতে।

শনিবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, একটা ছাগল (খাসি) জবাই দিয়ে উলটা করে ঝুলানো। অর্থাৎ মাংসের জন্য চামড়া ছাড়িয়ে নিচ্ছেন কসাইরা। ঠিক তার পাশেই দেখা গেল পরীর সঙ্গে প্র্যাংক এ অংশ নেওয়া সেই কোরিওগ্রাফার যুবক তথা কথিত ওই প্রেমিককে। সঙ্গে পরীমণিও ছিলেন। তবে কথা বলছিলেন, ক্যামেরার সামনে আসছিলেন না। সেখানে বিভিন্ন গল্পে আড্ডায় মেতে ওঠেন তারা। ভিডিওটিতে পরীমণির মেয়ে প্রিয়মকেও এক ঝলক দেখা যায়। এ সময় প্রিয়মের সঙ্গেও মজা করে কথা বলেন পরী। সেই পোস্টের ক্যাপশনে পরী লেখেন, ‘আমার মেয়ে প্রথমবার তার মামা বাড়ি এসেছে! মামা বাড়ি মধুর হাঁড়ি।’ তবে ভিডিওটি দেখে পরীমণির অনুরাগীরা তাদের সবাইকে শুভকামনা জানতে

ভোলেন নি, ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্য ঘর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেক্সিকোতে প্রথমবারের মতো বার্ড ফ্লু আক্রান্ত মানব রোগী শনাক্ত গাজায় বিস্ফোরণের ধাক্কায় আকাশে উড়ছে মরদেহ! জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে কর্মস্হলে ফিরছে মানুষ তিন মাসে ৬৮২ ভারতীয়কে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র! ঈদের ছুটি শেষ, চুলা জ্বালানো নিয়ে বিশেষ সতর্কবার্তা জিবলি ট্রেন্ডে গা ভাসিয়ে যেভাবে নিজের মারাত্মক বিপদ ডেকে আনছেন আল্লাহ কবে হবে এর বিচার: আসিফ নজরুল স্বাস্থ্যসেবার সুবিধার্থে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনা এয়ারলাইন্স বাগেরহাটে সালিশি টাকা ঘিরে সংঘর্ষ: আহত ১০, আটক ৯ কালিয়াকৈরে আগুনে পুড়ছে বনাঞ্চল, হুমকিতে জীববৈচিত্র্য ও পরিবেশ ফরিদপুরে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার ব্রাউজারে নিরাপত্তা যখন প্রশ্ন রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে: প্রধান বিচারপতি ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী ছাগল খোঁয়াড়ে দেওয়ার জেরে সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেপ্তা‌র পদ্মায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার প্রিমিয়ার লিগে চারে থাকা নিয়ে পাঁচ দলের লড়াই সিনেমার টিকিটের জন্য যুদ্ধ, কাউন্টার থেকে ফিরে যাচ্ছে অনেকে পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে ২০০ দেশের মধ্যে বাংলাদেশ ১৮২তম