বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর জাতীয় লিগে নিষিদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪
     ৫:০২ পূর্বাহ্ণ

বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর জাতীয় লিগে নিষিদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ | ৫:০২ 131 ভিউ
আপত্তিকর আচরণের শাস্তি পেলেন আকবর আলী। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) পরের দুই ম্যাচ খেলতে পারবেন না ২০২০ যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। শৃঙ্খলাজনিত কারণে লেভেল-২ ভঙ্গ করায় এনসিএলে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। জানা গেছে, সবশেষ রাউন্ডে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় এই শাস্তি পেয়েছেন আকবর আলী। ফিল্ডিং করার সময় আম্পায়ারের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। পরে ব্যাটিংয়ের সময় আম্পায়ার তাকে আউট দিলে ক্ষিপ্ত হয়ে ব্যাট ছুড়ে মারার পাশাপাশি চেয়ারও ভেঙেছেন আকবর আলী! এই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ আখতার আহমেদ। তারাই ম্যাচ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ

করেছেন। ম্যাচ রেফারি আখতার আহমেদ আকবরের শাস্তির বিষয়টি সবিস্তারে তুলে ধরে বলেছেন, ‘আকবর আলী ১৮ নভেম্বর জাতীয় লিগের ম্যাচে বারবার প্রতিপক্ষের ব্যাটারকে আউট করতে আম্পায়ারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। এ জন্য তাকে শৃঙ্খলাজনিত কারণে ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হয়েছে। এটি লেভেল-১ অপরাধ। সেই সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এরপর ১৯ নভেম্বর ম্যাচের শেষ দিনে নিজের আউট নিয়েও ফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান আকবর। শৃঙ্খলাজনিত সমস্যা সৃষ্ট অপরাধ লেভেল-২ ভঙ্গ করায় ম্যাচ ফির ৭৫ শতাংশ কাটার পাশাপাশি ৪টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে ড্রেসিংরুমে ফেরার সময় তার ব্যাটের আঘাতে চেয়ার ভেঙেছে। এ জন্য ১ ম্যাচ নিষিদ্ধ। পরপর দুই দিন

১‍+৪=৫ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ থাকবেন আকবর।’ এতে শনিবার থেকে শুরু হতে যাওয়া ষষ্ঠ রাউন্ডে ঢাকা মহানগরের বিপক্ষে খেলা হচ্ছে না তার। একই সঙ্গে খুলনার বিপক্ষেও খেলা হবে না যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়কের। সেই হিসেবে এবার আকবরের জাতীয় লিগই শেষ!আর রংপুরও পরের দুই ম্যাচে তাদের নিয়মিত অধিনায়ক আকবরকে পাচ্ছে না। এবারের এনসিএলে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে রংপুর। ৫ ম্যাচে দলটির পয়েন্ট ২১। সমান ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত নয়া বন্দোবস্তঃ মুক্তিযুদ্ধ বিরোধী পুরনো ষড়যন্ত্র