বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ | ৯:৫৩ 25 ভিউ
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গ্রিন লাইফ ফিলিং স্টেশনে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা বটুমিয়ার ছেলে মো. সুজন, বাঞ্চানগর এলাকার সুজামিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া ও হৃদয় হোসেন । তারা সিএনজিচালিত অটোরিকশার চালক বলে জানা গেছে। আহতরা হলেন সুমন হোসেন- মো. রকি, মোহাম্মদ ফাহাদ হোসেন, সিরাজ মিয়া, মো. হৃদয়, শান্ত খান ও আবদুল মালেকসহ ২০ জন। তাদের

মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা বাস ও সিএনজির চালক বলে জানা গেছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাসের গ্যাস সিলিন্ডারটি নিম্নমানের ছিল। এতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণের কথা তিনি শুনেছেন। সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান,

দুর্ঘটনাটি ভয়াবহ ছিল। অনেকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকে মারাত্মক জখম হয়েছেন। গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের তারা চিকিৎসা দিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লোকালয়ে ঢুকতেই রয়্যাল বেঙ্গলের উপর হামলা, নষ্ট হলো বাঘিনীর দু’টি চোখই নতুন সিইসির নাম বিএনপি-জামায়াতের প্রস্তাবে ছিল উপদেষ্টা আসবেন বলে… ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং, এরপর যা যা হলো ভারতে বাংলায় কথা বলায় নারীকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্তা, অতঃপর… প্রথম দিন : শুরুর মতো হলো না বাংলাদেশের শেষটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ ‘ইস, সত্যি যদি মুগ্ধ না মারা যাইতো’ ছাত্রদলের হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত জন্মদিন উদযাপনের সময় নিজের গুলিতে শিক্ষার্থী নিহত দেশে যার যা ইচ্ছা তাই করছে : নিলয় ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু নতুন ইসির শপথ রোববার দুপুরে ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু মিয়ানমারসহ ৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা ৪ দিনের সফরে ঢাকায় এলো মার্কিন শ্রম প্রতিনিধি দল হোয়াটসঅ্যাপে যুক্ত হলো দারুণ একটি ফিচার মক্কায় যখন হামলা হয়েছিল বিপিএল মাতাতে আসছেন রাহাত ফতেহ আলী খান