হাসিনাকে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মজুমদার – ইউ এস বাংলা নিউজ




হাসিনাকে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মজুমদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ৫:৩৩ 105 ভিউ
শেখ হাসিনার পতনের কয়েক দিন আগেও ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের (বিএবি) সাবেক সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তাছাড়া বিভিন্ন সময়ে শেখ হাসিনার প্রশংসা করে তাকে নানা বিতর্কিত বক্তব্য দিতেও দেখা গেছে। তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই সাবেক সরকারের ঘনিষ্ঠ অনেককেই গ্রেফতার করছে পুলিশ। সেই তালিকায় এবার যুক্ত হলেন নজরুল ইসলাম মজুমদার। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশ জানায়, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারে বিরুদ্ধে একাধিক অভিযোগে

মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ২০০৮ সালের জানুয়ারি থেকে একটানা ১৭ বছর বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার। বিভিন্ন ব্যাংক থেকে শেখ হাসিনাকে অনুদান পাইয়ে দেওয়ার কাজ তিনি করতেন। শেখ হাসিনার পতনের কয়েক দিন আগেও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দিয়েছিলেন, যেকোনো মূল্যে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। জুলাইয়ের মাঝামাঝি শুরু হওয়া ছাত্র আন্দোলনের এক পর্যায়ে কারফিউ জারি করে সরকার। কিন্তু তাতেও পরিস্থিতি বাগে আনতে পারছিল না সরকার। কারফিউ দীর্ঘায়িত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হতে থাকলে অনেক ব্যবসায়ীই মুখ খুলতে শুরু করেন। এক পর্যায়ে কারফিউ চলাকালেই গত ২৩ জুলাই ব্যবসায়ীদের নিয়ে বিশেষ বৈঠক ডাকেন

শেখ হাসিনা। উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের শান্ত করা এবং চলমান পরিস্থিতিতে সরকারের প্রতি তাদের সমর্থন আদায় করা। ওই দিন সরকার তথা শেখ হাসিনার প্রতি জোরাল সমর্থন জানিয়ে যেসব ব্যবসায়ী বক্তব্য দেন, তার মধ্যে অন্যতম হলেন নাসা গ্রুপের চেয়ারম্যান। বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব ব্যাংক তথা বিএবির তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘যা কিছু ঘটে গেছে, অত্যন্ত লজ্জাকর। গত কয়েক দিনের তাণ্ডব—এমন অগ্নিসন্ত্রাস চিন্তাই করা যায় না। এটা ছিল সুসংগঠিত সন্ত্রাস।’ তিনি হাসিনাকে আশ্বস্ত করে বলেন, ‘আমরা আপনার সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষতেও থাকব।’ তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান এই ব্যবসায়ী নেতা। সেই সঙ্গে

আত্মগোপনে চলে যান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর দেশের বাজারে আরেক দফা বাড়ানো হলো স্বর্ণের দাম র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১৬ শিক্ষার্থী বহিষ্কার গাড়ির হর্ন ব্যবহারে বিআরটিএ’র নির্দেশনা সারা দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৮৫৭ ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস হামাসকে সশস্ত্র থাকার অনুমোদন দেওয়া হয়েছে: ট্রাম্প ফিলিস্তিনি বন্দিদের কয়েক ঘণ্টার মধ্যে মুক্তির আভাস ইসরায়েলের ৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাম বাড়ল ভোজ্যতেলের