স্বৈরাচারের দোসরদের বিষয়ে সতর্ক থাকুন: তারেক রহমান – ইউ এস বাংলা নিউজ




স্বৈরাচারের দোসরদের বিষয়ে সতর্ক থাকুন: তারেক রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:০৭ 27 ভিউ
স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। পরিষ্কার করে বলে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। শহীদ জিয়ার সৈনিকরা তাদের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে এবং তাদের রুখে দেবে। এত অত্যাচার ও নির্যাতনের মধ্যেও বিএনপি টিকে আছে। চক্রান্ত হলে দাঁতভাঙা জবাব দিতে হবে। গতকাল বুধবার টাঙ্গাইলের গোপালপুরের সূতী ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে

এসব কথা বলেন তিনি। টাঙ্গাইলের সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ বন্দি নেতাদের মুক্তির দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেন, একমাত্র রাজনৈতিক সরকারের পক্ষেই জনগণের সব সমস্যার সমাধান করা সম্ভব। সে জন্য প্রয়োজন জনগণের সমর্থন। দেশের জনগণের সমর্থনে সে দায়িত্ব পালনের সুযোগ পেলে দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি চালু করবে বিএনপি। তিনি বলেন, গত ১৭ বছরের আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। যারা রাজনীতি করেন না; কিন্তু দেশকে ভালোবাসেন, এমন অনেক মানুষ আত্মত্যাগ করেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা রক্ত দিয়েছেন। ইতিহাস তাদের কথা বলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে। সেটা শেখ

হাসিনার ভোট নয়, স্বৈরাচার এরশাদের ভোট নয়। যে ভোটযুদ্ধের জন্য দেশের মানুষ বিএনপিকে নিয়ে বছরের পর বছর সংগ্রাম করেছে। আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। গোপালপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলায় ৩৫ জন আহত ইসির ব্রিফিংয়ের আগে নামানো হলো শেখ মুজিবের ছবি ইউক্রেনকে শ্মশানে পরিণত করতে চায় পুতিন মোহাম্মদপুরে সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি চরমে চার বিসিএস থেকে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগের সিদ্ধান্ত রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ বান্দরবানে ৩ কেএনএ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭ অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার রাজধানীর যাত্রাবাড়ীতে আবারো সড়ক অবরোধ মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট : জামায়াত আমির রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র কতটা বিধ্বংসী? হলিউডের দুই ছবি বাংলাদেশের পর্দায় বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা ব্রিটিশ রাজার গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি