
ইউ এস বাংলা নিউজ ডেক্স
৫ উপায়ে সহজেই কমান বিদ্যুৎ বিল

বিদ্যুৎ বিল রিচার্জ করেছেন কদিন হলো, কিন্তু হুট করেই দেখলেন খরচ বেড়ে গেছে। এলার্ম দিচ্ছে মিটার। কিংবা মাসের শেষে দেখলেন বিল এসেছে অনেক বেশি। মিটারে সমস্যা না থাকলে এটি আপনিই খরচ করেছেন। এই খরচের মাত্রা চাইলে আপনিই কমাতে পারবেন। কিছু সহজ নিয়ম সতর্কতার সঙ্গে মেনে চলতে হবে।
এসি ব্যবহার নিয়ন্ত্রণ করুন: এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে সেট করুন। এর নিচে প্রতি ডিগ্রি তাপমাত্রা কমালে বিদ্যুৎ খরচ ৬-৮ শতাংশ বেড়ে যায়। এসির সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করে ঠাণ্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে দিন। এতে এসি কম কাজ করে আপনার ঘরকে দ্রুত ঠান্ডা করতে পারবে।
এনার্জি সেভিংস করবে এমন যন্ত্রপাতি কিনুন: নতুন যন্ত্রপাতি কেনার
সময় ফিচারগুলো খেয়াল করুন। বেশিক্ষণ চলবে যেসব যন্ত্র সেগুলো ইনভার্টার কিনুন। এটি প্রথমে বেশি দামি মনে হলেও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল কমাবে। প্রাকৃতিক আলো ব্যবহার করুন: প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবহার করুন। দিনের বেলা পর্দা খুলে রেখে ঘরে আলো ঢুকতে দিন। ভালো বায়ু চলাচল এসির ব্যবহার কমাবে। ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন: চার্জার, ইলেকট্রিক কেটলি বা গেমিং কনসোল ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন। এটি স্ট্যান্ডবাই পাওয়ার কমাতে সাহায্য করবে। গিজার ব্যবহার করুন: গিজার ও ওয়াশিং মেশিন মিতব্যয়ী হয়ে ব্যবহার করুন। গিজার প্রয়োজন অনুযায়ী চালান এবং অতিরিক্ত তাপমাত্রা এড়িয়ে চলুন। ওয়াশিং মেশিন পূর্ণ লোড চালিয়ে বিদ্যুৎ ও পানির সাশ্রয় করুন। এই ছোট ছোট পরিবর্তনগুলো
বিদ্যুৎ বিল কমাবে এবং পরিবেশেরও উপকার করবে। একটু সচেতনতাই আপনার পকেটও ভালো থাকবে।
সময় ফিচারগুলো খেয়াল করুন। বেশিক্ষণ চলবে যেসব যন্ত্র সেগুলো ইনভার্টার কিনুন। এটি প্রথমে বেশি দামি মনে হলেও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল কমাবে। প্রাকৃতিক আলো ব্যবহার করুন: প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবহার করুন। দিনের বেলা পর্দা খুলে রেখে ঘরে আলো ঢুকতে দিন। ভালো বায়ু চলাচল এসির ব্যবহার কমাবে। ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন: চার্জার, ইলেকট্রিক কেটলি বা গেমিং কনসোল ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন। এটি স্ট্যান্ডবাই পাওয়ার কমাতে সাহায্য করবে। গিজার ব্যবহার করুন: গিজার ও ওয়াশিং মেশিন মিতব্যয়ী হয়ে ব্যবহার করুন। গিজার প্রয়োজন অনুযায়ী চালান এবং অতিরিক্ত তাপমাত্রা এড়িয়ে চলুন। ওয়াশিং মেশিন পূর্ণ লোড চালিয়ে বিদ্যুৎ ও পানির সাশ্রয় করুন। এই ছোট ছোট পরিবর্তনগুলো
বিদ্যুৎ বিল কমাবে এবং পরিবেশেরও উপকার করবে। একটু সচেতনতাই আপনার পকেটও ভালো থাকবে।