ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যে দেশে মাইক্রোক্রেডিট ব্যবসায়ী প্রধান উপদেষ্টা, সেখানে মানুষ ঋণের দায়ে মরবেই
ইউনূস ম্যাজিকে এখন বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের
শেখ হাসিনার নেতৃত্বেই ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ: হাসান মাহমুদ OHCHR প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট’ আখ্যা
মাটিরাঙ্গায় বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ, পেছনে নেতৃত্বের দ্বন্দ্ব ও পুরনো অভিযোগ
দুর্নীতির পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সময়ের নায়ক তারেক রহমান, এখন রাষ্ট্রনায়ক বানানোর অপচেষ্টা
ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় জাতিসংঘকে ব্যবহার করে সত্য আড়াল: ওএইচসিএইচআর রিপোর্টকে ‘মনগড়া ও ইউনুসপ্রীতি আইসিআরএফ
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা
৪০ বছরের রেকর্ড, রাজস্ব আয়ের চেয়ে ব্যয় বেশি, দেশ দেউলিয়া হওয়ার পথে
শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সবই থমকে আছে। প্রকল্প বন্ধ, কাজ নেই, অথচ সব খাতেই ব্যয়ের ধ্বনিতে আমরা নাচছি। প্রতিটি মন্ত্রণালয় যেন একটি ব্যয়যজ্ঞের মঞ্চ, যেখানে সরকারি অর্থ লোপাট করা হচ্ছে পূর্ণ দক্ষতায়। প্রকল্পের টাকা আত্মসাৎ হচ্ছে, কাজের নামে শুধু ফাঁকা প্রতিশ্রুতি। আমাদের দেশের সম্পদ যেন ধুলোবালুর মতো উড়ছে বাতাসে।
অদ্ভুত এক সময় চলছে! চার দশকের ইতিহাসে প্রথমবার দেখা গেল দেশের আয়ের চেয়ে সরকারি ব্যয় বেশি। হ্যাঁ, শুনতে অবাক লাগতে পারে, কিন্তু সত্যিই। বাজেট যেন হাওয়া হয়ে গেছে, আয়ের চেয়ে ব্যয় বেড়ে চলেছে, আর আমরা শুধু মাথা ঘামাচ্ছি এবার কি হবে?। সম্পদক্ষয় আর দেউলিয়েপনাই যেন নতুন জাতীয় খেলায় পরিণত হয়েছে।
বাজেট এখন ফাস্ট-ফুড স্টাইলে
খেতে সহজ, দেখতেও চকচকে, কিন্তু পেটে কিছুই দাঁড়ায় না। সুদি মহাজনের এই অলৌকিক উপস্থিতি না থাকলেও ব্যয়ের হাওয়া থামবে না তাই আমরা একদিকে হেসে উঠি, অন্যদিকে কেঁপে উঠি। আয়ের চেয়ে ব্যয় বেশি এটি শুধু হিসাবের ভুল নয়, এটি সম্পদের চরম অপচয়, দেউলিয়া রাষ্ট্রের প্রস্তুতি। এবং সবচেয়ে মজার ব্যাপার এই বাজেটের নাটক আমরা সাধারণ মানুষকে উপভোগ করতে হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি যেন এক এক্সপেরিমেন্টাল থিয়েটার। আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাচ্ছে, প্রকল্প থমকে গেছে, এবং সরকার সেই অলৌকিক হাওয়াকে নতুন রেকর্ডের মতো উদযাপন করছে। আমাদের সম্পদ ক্ষয়, নাগরিকের ধৈর্য সীমাহীন, আর হাসি মুখে ব্যাগ খালি রাখাই এখন জাতীয় বিনোদন।
খেতে সহজ, দেখতেও চকচকে, কিন্তু পেটে কিছুই দাঁড়ায় না। সুদি মহাজনের এই অলৌকিক উপস্থিতি না থাকলেও ব্যয়ের হাওয়া থামবে না তাই আমরা একদিকে হেসে উঠি, অন্যদিকে কেঁপে উঠি। আয়ের চেয়ে ব্যয় বেশি এটি শুধু হিসাবের ভুল নয়, এটি সম্পদের চরম অপচয়, দেউলিয়া রাষ্ট্রের প্রস্তুতি। এবং সবচেয়ে মজার ব্যাপার এই বাজেটের নাটক আমরা সাধারণ মানুষকে উপভোগ করতে হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি যেন এক এক্সপেরিমেন্টাল থিয়েটার। আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাচ্ছে, প্রকল্প থমকে গেছে, এবং সরকার সেই অলৌকিক হাওয়াকে নতুন রেকর্ডের মতো উদযাপন করছে। আমাদের সম্পদ ক্ষয়, নাগরিকের ধৈর্য সীমাহীন, আর হাসি মুখে ব্যাগ খালি রাখাই এখন জাতীয় বিনোদন।



