হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে – ইউ এস বাংলা নিউজ




হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ৪:৪৫ 29 ভিউ
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। জনপ্রিয় মেসেজিং অ্যাপে যোগ হতে চলেছে মোশন ফটো ফিচার। অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার আগেই ছিল, এবার হোয়াটসঅ্যাপেও এই ফিচার ব্যবহার করা যাবে। ইউজাররা আরও মজার ও আকর্ষণীয় উপায়ে তাদের মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন। মোশন ফটো এক ধরনের স্মার্ট ফিচার, যা ছবিকে জীবন্ত করে তুলতে পারে। এই ফিচার অন করে ছবি তুললে সেটা স্বয়ংক্রিয়ভাবে ছোট মুভিং ক্লিপে পরিণত হয়। এটা এমন এক প্রযুক্তি যা স্টিল ফটোকে কয়েক সেকেন্ডের জন্য এনিমেটেড ভিডিওর মতো করে তোলে। একনজরে চমকে উঠতে হয়। দেখতেও সুন্দর লাগে। অ্যাপলের ডিভাইসে এই ফিচার ‘লাইভ ফটো’ নামে পরিচিত। তবে হোয়াটসঅ্যাপ আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে

এই ফিচার পরীক্ষা করছে। আইফোনে এই ফিচার চালু হবে কি না, তা জানা যায়নি। মোশন ফটোফিচার এখন বেশ জনপ্রিয়। ইউজাররা ব্যবহারও করছেন চুটিয়ে। হোয়াটসঅ্যাপ-ই বা পিছিয়ে থাকবে কেন। তারাও মেসেজিং অ্যাপে এই ফিচার আনতে চাইছে। একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা 2.25.8.12 ভার্সনে এই ফিচার পরীক্ষা করছে। যারা এই বিটা ভার্সন ব্যবহার করেন, তারা হোয়াটসঅ্যাপে এই মোশন ফটোফিচার দেখতে পাবেন। এই ফিচার চালু হলে, মোশন ফটো অটোমেটিক গ্যালারিতে সেভ হবে। ইউজার সহজেই বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপের মিডিয়া শেয়ারিং অপশনে শুধু জেপিজি এবং পিএনজি ফাইল দেখা যায়, তবে নতুন আপডেট আসলে মোশন ফটোও সেখানে যুক্ত হবে।

কবে এই ফিচার চালু হয়, এখন সেটাই দেখার। এদিকে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে বিতর্কও চলছে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ সরাসরি কটাক্ষ করেছেন হোয়াটসঅ্যাপকে। তার মতে, হোয়াটসঅ্যাপ আসলে টেলিগ্রামের নকল সংস্করণ! তার অভিযোগ, হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরেই টেলিগ্রামের ফিচারগুলো কপি করে চলেছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। দুরভের মতে, হোয়াটসঅ্যাপ যে সব নতুন ফিচার আনছে তার বেশিরভাগই টেলিগ্রাম থেকে অনুপ্রাণিত। যদিও হোয়াটসঅ্যাপ এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে নতুন নতুন আপডেটের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে, তা স্পষ্ট। হোয়াটসঅ্যাপের এই নতুন মোশন ফটো ফিচার কবে সাধারণ ইউজারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তা এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনব্যাপী জাতীয় আয়োজনের উদ্বোধন নতুন বাংলাদেশে লালন ফকির ও হাসন রাজার অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করা উচিৎ ঃ মোস্তফা সরয়ার ফারুকী পুতিন কি ইউক্রেন ইস্যুতে ট্রাম্পকে নিয়ে খেলছেন? বেনজীরের মেয়ে তাহসিনের দুবাইয়ের ফ্ল্যাট জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ চট্টগ্রামে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল, এটি দেশের অর্থনীতির ‘গেম চেঞ্জার’ দ্রুত নির্বাচন দিলে দেশ রক্ষা পাবে: দুদু কী অভিমানে বাবা আমাকে ছেড়ে চলে গেল: এএসপি পলাশের মায়ের আহাজারি মূল্যস্ফীতি ৪-৫ শতাংশে নামানো যাবে কিভাবে, জানালেন গভর্নর ৩০ দিনের যুদ্ধবিরতির উপায় খুঁজছে ইউক্রেন ও মিত্ররা থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের ঈদে সংবাদপত্রে ৪ দিন ছুটি ও অনলাইনকর্মীদের আর্থিক প্রণোদনা দাবি কাশ্মীরের উরি সীমান্তে উত্তেজনা: নিরাপদ আশ্রয়ে স্থানীয়রা লাহোরের মার্কিন কনস্যুলেট কর্মীদের ‘নিরাপদ স্থানে আশ্রয়ের’ নির্দেশ আজ সকালেও লাহোরে বিস্ফোরণের শব্দ, ভারতীয় ড্রোন ভূপাতিত: আল-জাজিরা বেড়েছে বিমানের জ্বালানি ব্যয়, লাগছে বাড়তি সময় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সর্বাত্মক যুদ্ধ ইসলামী ব্যাংকের সঞ্চিতি ঘাটতি বেড়ে ৭০ হাজার কোটি টাকা বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন সীমান্তে পরিচয়পত্রহীন ৯৬ জনকে পুশইন সচিবালয় সংযুক্ত পরিষদের আজ প্রতিবাদ সভা