হায়দ্রাবাদের ভবনে ভয়াবহ আগুন, বহু মানুষের প্রাণহানি – ইউ এস বাংলা নিউজ




হায়দ্রাবাদের ভবনে ভয়াবহ আগুন, বহু মানুষের প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ | ৯:৫০ 49 ভিউ
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের ঐতিহাসিক চারমিনার সংলগ্ন এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির নিচতলায় একটি গহনার দোকান ছিল এবং উপরের তলাগুলোতে আবাসিক ফ্ল্যাট ছিল। আগুন লাগার সময় ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জি কিশন রেড্ডি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘এ দুর্ঘটনার কারণ বিদ্যুতের সর্ট সার্কিট। এতে বহু মানুষের প্রাণহানি হয়েছে’। হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেন, কিছু বাসিন্দা ভেতর থেকে দরজা

বন্ধ করে দিয়েছিলেন।উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিসের অন্তত ১১টি ইঞ্জিন, একটি অগ্নিনির্বাপক রোবট এবং কয়েক ডজন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। এদিকে তেলেঙ্গানার ফায়ার সার্ভিসের মহাপরিচালক ওয়াই নাগি রেড্ডি জানান, অগ্নিকাণ্ডের সময় তিনতলা ভবনটিতে মোট ২১ জন অবস্থান করছিলেন। ১৭ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তারা বাঁচেননি। ভবনটির সিঁড়ি ছিল অত্যন্ত সরু এবং একটি মাত্র নির্গমনের পথ থাকায় পালানো অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি এক্সে দেওয়া এক শোকবার্তায় বলেছেন, ‘এই প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত’। নির্মাণে অনিয়মই বারবার বিপর্যয়ের কারণ ভারতের শহরগুলোতে অগ্নিকাণ্ড নতুন

কিছু নয়। ভবন নির্মাণে নিয়ম না মানা এবং নিরাপত্তা বিধি উপেক্ষা করার কারণে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ এই মর্মান্তিক দুর্ঘটনা একবার আবারও দেশটির শহুরে অবকাঠামোর দুর্বলতা ও নিয়ন্ত্রণহীনতার চিত্র তুলে ধরেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের পুরস্কৃত করল পাকিস্তান বিএনপি চাঁদাবাজের দল: ফয়জুল করীম ওয়েস্টিন: সকালের নাস্তা ৪ হাজার টাকা, রাতের খাবার ৮ হাজার ৪৫০ টাকা খাবারের অভাবে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা নদীর পানিতে বন্দি ১৩ পরিবার ‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’— প্রশ্ন হৃদয়ের রাজধানীতে মুলার কেজি ৮০ টাকা পাইপলাইনে তেল সরবরাহে নতুন যুগে ঢুকছে বাংলাদেশ একাত্তর-পচাত্তর-চব্বিশ একই সুতোয় গাঁথা বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না ডেঙ্গু জ্বর যা জানা দরকার ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে উজানে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার দেখা হয়নি: আসিফ মাহমুদ বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০