হায়দ্রাবাদের ভবনে ভয়াবহ আগুন, বহু মানুষের প্রাণহানি – ইউ এস বাংলা নিউজ




হায়দ্রাবাদের ভবনে ভয়াবহ আগুন, বহু মানুষের প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ | ৯:৫০ 64 ভিউ
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের ঐতিহাসিক চারমিনার সংলগ্ন এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির নিচতলায় একটি গহনার দোকান ছিল এবং উপরের তলাগুলোতে আবাসিক ফ্ল্যাট ছিল। আগুন লাগার সময় ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জি কিশন রেড্ডি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘এ দুর্ঘটনার কারণ বিদ্যুতের সর্ট সার্কিট। এতে বহু মানুষের প্রাণহানি হয়েছে’। হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেন, কিছু বাসিন্দা ভেতর থেকে দরজা

বন্ধ করে দিয়েছিলেন।উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিসের অন্তত ১১টি ইঞ্জিন, একটি অগ্নিনির্বাপক রোবট এবং কয়েক ডজন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। এদিকে তেলেঙ্গানার ফায়ার সার্ভিসের মহাপরিচালক ওয়াই নাগি রেড্ডি জানান, অগ্নিকাণ্ডের সময় তিনতলা ভবনটিতে মোট ২১ জন অবস্থান করছিলেন। ১৭ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তারা বাঁচেননি। ভবনটির সিঁড়ি ছিল অত্যন্ত সরু এবং একটি মাত্র নির্গমনের পথ থাকায় পালানো অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি এক্সে দেওয়া এক শোকবার্তায় বলেছেন, ‘এই প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত’। নির্মাণে অনিয়মই বারবার বিপর্যয়ের কারণ ভারতের শহরগুলোতে অগ্নিকাণ্ড নতুন

কিছু নয়। ভবন নির্মাণে নিয়ম না মানা এবং নিরাপত্তা বিধি উপেক্ষা করার কারণে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ এই মর্মান্তিক দুর্ঘটনা একবার আবারও দেশটির শহুরে অবকাঠামোর দুর্বলতা ও নিয়ন্ত্রণহীনতার চিত্র তুলে ধরেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পিপিআরসি জরিপ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ৭০% মানুষের উদ্বেগ ও শঙ্কা কালীগঞ্জে হিন্দু নারী ধর্ষণ: মিমাংসার প্রস্তাবে রাজি না হলে গুম করার হুমকি ১০৪ সদস্যের লটবহর নিয়ে ড. ইউনূসের নিউইয়র্ক সফর: জনগণের অর্থের শ্রাদ্ধ করে প্রাপ্তিযোগ কী? দেশে থেমে গেছে বিনিয়োগ: সংকোচন, স্থবিরতা ও অনিশ্চয়তার দুষ্টচক্রে অর্থনীতি জাতিসংঘে ট্রাম্পের বক্তৃতার সময় ‘নাশকতার’ অভিযোগ: তদন্তের দাবি জেএফকের মতোই ড. ইউনুস একদিন সঙ্গীদের ছেড়ে দেশ থেকে পালাবেন! আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার প্রত্যাশা বাড়ছে ‘অন্যায় চলতে থাকলে প্রতিক্রিয়া আসবেই’— মোহাম্মদ এ. আরাফাতের হুঁশিয়ারি আন্তর্জাতিক অপশক্তির সাথে সম্পৃক্ত শিশু বক্তার দম্ভোক্তি: আমরা এখন আর আঞ্চলিক খেলোয়াড় না বন্ধ হচ্ছে সিইপিজেডের কারখানাগুলো: সংকট ধামাচাপায় সংবাদ প্রকাশে বাধা দিলেও দাবিয়ে রাখা যায়নি শ্রমিকদের অপহরণসহ সকল অপরাধ বেড়েছে কয়েক গুণ: ইউনূস-আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি নিজ ভূখণ্ডে পাকি বিমানবাহিনীর বোমাবর্ষণ: নারী-শিশুসহ নিহত ৩০, অস্বীকার সরকারের অন্ধকারের হাতছানি বিগ চেঞ্জ পদক পেয়ে ড. ইউনূস: মানুষের সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে করা সম্ভব আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম, ক্ষোভ হতাশায় নিম্নআয়ের মানুষ দূর্গাপুজায় ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় চট্টগ্রামঃ উচ্চ ঝুঁকিতে পাঁচ জেলা বাণিজ্য সচিব নিয়োগে এনসিপি নেতা নাহিদকে ৩৫ কোটি টাকা ঘুষ প্রদানের অভিযোগ অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে রাজধানীতে আজ কোথায় কী