ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম, ৭ দিনে দ্বিগুণ
অকার্যকর হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের যে আশ্বাস দিলেন গভর্নর
দুর্বল ৫ ব্যাংককে অকার্যকর ঘোষণা, বসছে প্রশাসক
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক
ওপেন এআই-অ্যামাজনের ৩৮ বিলিয়ন ডলারের চুক্তি
রপ্তানি পতন অব্যাহত: অক্টোবরে ৭.৪৩% কমে ৩.৬৩ বিলিয়ন ডলার, আমদানিও নেমে আসছে ধীরে ধীরে
সেই এলজিইডি প্রকৌশলীর টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে
সিংড়ার চলনবিল গেটে পুলিশের তল্লাশিতে গাইবান্ধার এলজিইডি নিবার্হী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার বিকালে নাটোরের সিংড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান এ আদেশ দেন।
এর আগে দুপুরে তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জব্দকৃত সমুদয় টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ চেয়ে আদালতে আবেদন করেন।
একই সময়ে এলজিডির ওই কর্মকর্তা তার টাকা ফেরত পাওয়ার জন্য নাটোর আদালতে এসেছিলেন বলে জানা গেছে।
সিংড়া আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নুরে আলম বলেন, আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করেছেন। সোমবার জব্দ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের
নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় রাজশাহীগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকারের পেছনের ডালায় বিপুল পরিমাণে টাকা দেখতে পান। এ সময় গাড়ির আরোহীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলে পরিচয় দেন। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম গাড়িতে থাকা ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ তাকে পুলিশের হেফাজতে নেন। পরে শুক্রবার সন্ধ্যায় এলজিইডির কর্মকর্তা ছাবিউল ইসলামকে তলব করা মাত্র উপস্থিত হওয়ার শর্তে মুচলেকায় ছাড়া পান। তবে ওই টাকা জমি বিক্রয়ের দাবি করা হলেও তার স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে না পারায় পুলিশ গাড়িসহ টাকা
জব্দ করেন।
নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় রাজশাহীগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকারের পেছনের ডালায় বিপুল পরিমাণে টাকা দেখতে পান। এ সময় গাড়ির আরোহীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলে পরিচয় দেন। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম গাড়িতে থাকা ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ তাকে পুলিশের হেফাজতে নেন। পরে শুক্রবার সন্ধ্যায় এলজিইডির কর্মকর্তা ছাবিউল ইসলামকে তলব করা মাত্র উপস্থিত হওয়ার শর্তে মুচলেকায় ছাড়া পান। তবে ওই টাকা জমি বিক্রয়ের দাবি করা হলেও তার স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে না পারায় পুলিশ গাড়িসহ টাকা
জব্দ করেন।



