সালমান খানের বাড়ি থেকে বেরিয়ে কতটা বদলেছে সীমা সাজদেহের জীবন – ইউ এস বাংলা নিউজ




সালমান খানের বাড়ি থেকে বেরিয়ে কতটা বদলেছে সীমা সাজদেহের জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:৪৫ 99 ভিউ
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ভাই সোহেল খানের সঙ্গে সীমা সাজদেহের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগেই। খান পরিবারের বউকে একসময় 'খান' নামেই তাকে চিনতেন বেশিরভাগ মানুষ। সালমান খানের পরিবারের বউমা ছিলেন বলে এ নামেই সবাই তাকে চেনেন এবং জানেন। ১৯৯৮ সালে সীমা সাজদেহকে বিয়ে করেছিলেন অভিনেতা সোহেল খান। তবে ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি সীমা সাজদেহ জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ নিয়ে তিনি কী ভাবেন এবং এর ফলে তার জীবন কতটা বদলে গেছে। ‘দ্য হিলিং সার্কেল’-কে সীমা সাজদেহ বলেন, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে উদাসীন হয়ে পড়া এবং সবকিছু অপর ব্যক্তির ওপর ছেড়ে দেওয়া খুব সহজ। আর বিয়ের পর তিনি অন্যের ওপর

বেশ নির্ভরশীল হয়ে পড়েছিলেন। কিন্তু বিচ্ছেদের পর তাকে অনেক কিছু সামলাতে হচ্ছে, যার মধ্যে স্বাস্থ্য বীমাসংক্রান্ত বিষয়গুলোও রয়েছে। তিনি বলেন, বিবাহবিচ্ছেদ তার জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট প্রমাণিত হয়েছে। বিচ্ছেদের পর তিনি অনেক কিছুতে নিজেই চেষ্টা করতে শিখেছেন এবং তাকে অনেক কিছু নিজে সামলাতে হচ্ছে। যার মধ্যে অস্ত্রোপচারের স্বাস্থ্য বীমাসংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি করতে হয়েছে তাকে। এসব অভিজ্ঞতা তাকে জীবনে এগিয়ে যেতে এবং আত্মনির্ভর হতে শিখিয়েছে। সাবেক সোহেলপত্নী বলেন, আজ তিনি মনে করেন যে, তিনি আগের চেয়ে অনেক পরিণত হয়েছেন এবং ব্যক্তিগত পর্যায়ে উন্নতি করেছেন। ব্যক্তিগত জীবন বদলে যাওয়ার বিষয়ে সীমা সাজদেহ বলেন, বর্তমানে তিনি একা ডিনার করার থেকে শুরু করে বেড়াতে যাওয়া— প্রতিটি

ছোট-বড় অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে এখন স্বয়ংসম্পূর্ণ মনে করেন। সীমা নিজেই নিজের সঙ্গে কাটানো সময়টা উপভোগ করতে শিখেছেন। এদিকে ব্যক্তিগত জীবনে সীমা এ মুহূর্তে বিক্রম আহুজার সঙ্গে ডেট করছেন। সীমা তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, তিনি মনে করেন যে, সময়ের সঙ্গে নিজের জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। এর আগে ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভসের একটি পর্বে সীমা সাজদেহ বলেছিলেন, তার বান্দ্রা থেকে ওরলিতে স্থানান্তরের সিদ্ধান্তে বড় ছেলে নির্বাণ বিশেষ খুশি নয়। সে তার বাবার বান্দ্রার বাড়িতেই বেশি সময় কাটায়। সীমা সাজদেহ বলেন, তিনি তার ছোট ছেলে ইয়োহানের জন্য এ সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে সে আরও বেশি লোকজন ও খেলার সঙ্গী

পায়। কিন্তু তিনি যেটা ভেবেছিলেন সেটি ঘটেনি। ছেলেরা এখন তার বাবার বাড়িতেই বেশি সময় থাকে। প্রসঙ্গত, সোহেলের থেকে আলাদা হওয়ার পরও সীমা সাজদেহ শুরুতে সোহেলের বাড়ির কাছাকাছিই একটি বাড়িতে থাকতেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমির হামজা হচ্ছে সেরা বেয়াদব, বললেন তাহেরী ব্যস্ততার কারণে জামায়াতের নেতাকর্মীদের চাঁদাবাজির খোঁজ নিতে পারছেন না আমির শফিকুর জামায়াত-শিবিরের খুনি চক্র বেকসুর খালাস: রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার রায়ে ক্ষোভ ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনার দাবি তাজুলের ইতালিতে ড. ইউনূসের অপ্রয়োজনীয় সফর: বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ নিয়ে সমালোচনার ঝড় পাকিস্তানের বিমান হামলার জবাব দিলো আফগানিস্থান: ১৫ পাকি সেনা হত্যা হিউম্যান রাইটস ওয়াচ এবং বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের যৌথ প্রযোজনায় মানবাধিকার লংঘন সন্ত্রাসী গোষ্ঠী আরসা এবং আরএসওকে মদদ দিচ্ছে বিজিবি: বাংলাদেশের বিরুদ্ধে আরাকান আর্মির হুঁশিয়ারি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বনাম অংশগ্রহণমূলক নির্বাচন: পার্থক্য কী? যাচ্ছে না থামানো অর্থনীতির ধস: রপ্তানি আয়ে টানা পতন, দিশেহারা খাত সংশ্লিষ্টরা ভারতীয় ট্রাক ঢোকার পরে একশো’র নিচে নামলো ৫০০ টাকার কাঁচামরিচ আবারও পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীতে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে’ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪১৩