ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দিনাজপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৫
দেশ গভীর সংকটে, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া মুক্তি নেই’: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিবৃতি
রাজধানীতে তীব্র গ্যাসের সংকট কেন, জানাল তিতাস
সনাতনী ধর্মালম্বীদেরকে হত্যার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের তীব্র নিন্দা ও প্রতিবাদ
কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার
‘বাংলাদেশে কেন জন্ম নিলাম? এটা অভিশাপ’—গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে এক অসহায় বাবর্চির আর্তনাদ
‘বঙ্গবন্ধু কেবল দলের নন, তিনি আমাদের ঘরের মানুষ, তাকে কেন খলনায়ক বানানো হচ্ছে?’—তরুণের প্রশ্ন
সাইনবোর্ডে দুর্ধর্ষ ডাকাতি: চালকের গলায় ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ব্যস্ততম এলাকা সাইনবোর্ডে সন্ধ্যা রাতে যাত্রীসহ এক রাইড শেয়ারিং চালক দুর্ধর্ষ ডাকাতির কবলে পড়েছেন। ভুক্তভোগী চালক রনি ইসলাম জানান, দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র (সুইচ গিয়ার) ঠেকিয়ে এবং যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের সহায়তা চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার বিবরণ দিয়ে চালক রনি ইসলাম জানান, তিনি গতকাল চাঁদপুর থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাইনবোর্ড এলাকায় প্রবেশামাত্রই ৪-৫ জন দুর্বৃত্ত তার গাড়ির ওপর অতর্কিত হামলা চালায়। চালকের পাশের জানুলা সামান্য খোলা থাকায়, দুর্বৃত্তরা সেখান দিয়ে গলায় সুইচ গিয়ার ঠেকিয়ে তাকে জিম্মি করে
ফেলে। মুহূর্তের মধ্যে গাড়ির সব দরজা খুলে চালকের কাছে থাকা নগদ ৫-৬ হাজার টাকা এবং যাত্রীদের মোবাইল ফোন ও সর্বস্ব ছিনিয়ে নেয় তারা। লুটের সময় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় জানিয়ে আতঙ্কিত চালক বলেন, "গলায় ছুরি ঠেকিয়ে তারা টাকা দাবি করে। আমি বাঁচার জন্য সব দিয়ে দেই। এক মিনিটের মধ্যে তারা সব লুট করে পালিয়ে যায়।" সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। ভুক্তভোগী জানান, ঘটনার পরপরই তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। সেখান থেকে তাকে নিকটস্থ থানার নম্বর দেওয়া হয়। গাড়িতে থাকা এক যাত্রীর আইফোনের 'ফাইন্ড মাই ডিভাইস' অপশনের মাধ্যমে ছিনতাইকারীদের অবস্থান রাজধানীর গুলিস্তান কাপ্তান বাজারে শনাক্ত করা হয়।
বিষয়টি পুলিশকে জানিয়ে সাহায্য চাইলে পুলিশ উল্টো তাকে প্রশ্ন করে, "এখন আমরা কী করব? আমাদের করণীয় কী?" আইনশৃঙ্খলা বাহিনীর এমন নির্লিপ্ততায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন রনি ইসলাম। তিনি বলেন, "৫ই আগস্টের পর থেকে সড়কে জানমালের কোনো নিরাপত্তা নেই। সন্ধ্যা সাড়ে ৮টার সময়ও যদি সাইনবোর্ডের মতো ব্যস্ত এলাকায় এমন ঘটনা ঘটে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়?" তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, রাস্তায় ট্রাফিক মামলা দেওয়ার জন্য পুলিশ থাকলেও মানুষের জানের নিরাপত্তা দিতে তাদের পাওয়া যায় না। এ ঘটনায় ভুক্তভোগী চালক ও যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ফেলে। মুহূর্তের মধ্যে গাড়ির সব দরজা খুলে চালকের কাছে থাকা নগদ ৫-৬ হাজার টাকা এবং যাত্রীদের মোবাইল ফোন ও সর্বস্ব ছিনিয়ে নেয় তারা। লুটের সময় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় জানিয়ে আতঙ্কিত চালক বলেন, "গলায় ছুরি ঠেকিয়ে তারা টাকা দাবি করে। আমি বাঁচার জন্য সব দিয়ে দেই। এক মিনিটের মধ্যে তারা সব লুট করে পালিয়ে যায়।" সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। ভুক্তভোগী জানান, ঘটনার পরপরই তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। সেখান থেকে তাকে নিকটস্থ থানার নম্বর দেওয়া হয়। গাড়িতে থাকা এক যাত্রীর আইফোনের 'ফাইন্ড মাই ডিভাইস' অপশনের মাধ্যমে ছিনতাইকারীদের অবস্থান রাজধানীর গুলিস্তান কাপ্তান বাজারে শনাক্ত করা হয়।
বিষয়টি পুলিশকে জানিয়ে সাহায্য চাইলে পুলিশ উল্টো তাকে প্রশ্ন করে, "এখন আমরা কী করব? আমাদের করণীয় কী?" আইনশৃঙ্খলা বাহিনীর এমন নির্লিপ্ততায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন রনি ইসলাম। তিনি বলেন, "৫ই আগস্টের পর থেকে সড়কে জানমালের কোনো নিরাপত্তা নেই। সন্ধ্যা সাড়ে ৮টার সময়ও যদি সাইনবোর্ডের মতো ব্যস্ত এলাকায় এমন ঘটনা ঘটে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়?" তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, রাস্তায় ট্রাফিক মামলা দেওয়ার জন্য পুলিশ থাকলেও মানুষের জানের নিরাপত্তা দিতে তাদের পাওয়া যায় না। এ ঘটনায় ভুক্তভোগী চালক ও যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।



