শেষদিনে রুদ্ধশ্বাস নাটক! চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল কারা? – ইউ এস বাংলা নিউজ




শেষদিনে রুদ্ধশ্বাস নাটক! চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল কারা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ | ৫:৩১ 32 ভিউ
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের শেষদিন যেন ছিল রীতিমতো এক রোমাঞ্চকর থ্রিলার! পয়েন্টের হিসাব-নিকাশ, ভাগ্যের মারপ্যাঁচ আর শেষ মুহূর্তের নাটক—সব মিলিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। একদিকে যেখানে অ্যাস্টন ভিলা ও নটিংহ্যাম ফরেস্ট হোঁচট খেয়ে নেমে গেছে ইউরোপা ও কনফারেন্স লিগে, সেখানে সিটিজেনরা, ব্লুজরা এবং ম্যাগপাইরা জায়গা করে নিয়েছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। শেষ রাউন্ডের আগেই শিরোপা নিশ্চিত করে ফেলেছিল লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ট্রফি উঁচিয়ে ধরেছে ক্লপের শিষ্যরা। দ্বিতীয় স্থানে মৌসুম শেষ করেছে মিকেল আর্তেতার আর্সেনাল, যারা শেষ দিনে মার্টিন ওডেগার্ডের ৮৯তম মিনিটের গোলে জয় ছিনিয়ে নেয়। সিটির নিখুঁত স্কিপ:

‘গুনদোগান মাস্টারক্লাস’ শেষদিনে রুদ্ধশ্বাস নাটক! চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল কারা? চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে ফুলহামের বিপক্ষে এক পয়েন্টই যথেষ্ট ছিল ম্যানচেস্টার সিটির জন্য। তবে, ইলকাই গুনদোগানের দুর্দান্ত বাইসাইকেল কিকেই মূলত ম্যাচের ভাগ্য গড়ে যায় ২১তম মিনিটে। এরপর আর্লিং হলান্ডের পেনাল্টিতে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে পেপ গার্দিওলার দল। চেলসির নবযাত্রার ঝলক, ফরেস্টের স্বপ্নভঙ্গ শেষদিনে রুদ্ধশ্বাস নাটক! চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল কারা? নতুন কোচ এনজো মারেস্কার অধীনে প্রথম মৌসুমেই চেলসি জায়গা করে নিয়েছে সেরা চার-এ। ভাগ্য গড়া ম্যাচে তারা ১-০ গোলে হারায় প্রতিদ্বন্দ্বী নটিংহ্যাম ফরেস্টকে। পুরো মৌসুমজুড়ে চ্যাম্পিয়ন্স লিগ স্থানে থাকার পর শেষদিনে সপ্তম হয়ে থেমেছে ফরেস্টের স্বপ্ন। হতাশা লিখে গেল

এক স্বপ্নভঙ্গের গল্প। নিউক্যাসলের ভাগ্য লিখলেন অন্যরা শেষদিনে রুদ্ধশ্বাস নাটক! চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল কারা? নিজেদের মাঠে এভারটনের কাছে ১-০ গোলে হেরে গেলেও শেষ চ্যাম্পিয়ন্স লিগ স্পটটি দখলে নেয় নিউক্যাসল ইউনাইটেড। কারণ প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলা ২-০ গোলে হেরে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। ভিলার কপালে বিপদ লেখেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, যিনি প্রথমার্ধের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর বিতর্কিতভাবে বাতিল হয় মরগান রজার্সের একটি গোল, আর পাল্টা আঘাতে আমাদ দিয়ালোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাচের শেষদিকে ক্রিশ্চিয়ান এরিকসেনের পেনাল্টি ভিলার ইউসিএল স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। প্রিমিয়ার লিগের শেষদিন আবারও প্রমাণ করল, নাটক, বিস্ময় আর রোমাঞ্চের দিক দিয়ে এই লিগের কোনো তুলনা নেই। শিরোপা

জয়ের আনন্দ যেমন ছিল, তেমনি ছিল চোখের জলে ভেজা স্বপ্নভঙ্গও। ইউরোপের টিকিট নিশ্চিত করে নতুন আশা নিয়ে এগিয়ে যাচ্ছে সিটি, চেলসি ও নিউক্যাসল—এবার অপেক্ষা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নিজেদের প্রমাণ করার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেভাবে কোলেস্টেরল কমাবেন ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা সকল দায় ঢাকার ওপর চাপাতে চায় জাতিসংঘ ‘কোথায় থাকব, কে আশ্রয় দেবে জানি না’ সিরিজ জয়ে চোখ বাংলাদেশের চাকরি জীবনে একবার গুরুদণ্ড পেলে ওসি হতে পারবেন না পাহাড়ে ফলের নতুন ভান্ডার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ভারতের মোহাম্মদপুরের গ্যাং প্রধানসহ গ্রেপ্তার ৪২ সৌদিতে নারী যাত্রীদের জন্য বিশেষ সেবা আনছে উবার নিউইয়র্ক সিটির মেয়র পদে গত মাসে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন জোহরান মামদানি। এটি শহরটির অনেক মানুষের জন্য আনন্দের খবর হলেও কপালে উদ্বেগের ভাঁজ পড়েছে আবাসন ব্যাবসায়ীদের। তারা ক্ষতির ঝুঁকি দেখছেন। এরই মধ্যে এ নিয়ে মুখ খুলেছেন খাতসংশ্লিষ্ট অনেকে। তারা বলছেন, পরিবর্তনশীল এ সময়ে গ্রাহকরা ঝুঁকি নিতে চাচ্ছেন না; তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। নিউইয়র্কে আবাসন ব্যবসার ব্রোকার জে বাত্রা জানান, তাঁর ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ম্যানহাটানে লাখ লাখ ডলারের সম্পত্তির দুই পৃথক ক্লায়েন্ট বাত্রাকে জানিয়েছেন, তারা নিউইয়র্কের রাজনৈতিক পরিস্থিতি আমলে নিয়ে সতর্কতার সঙ্গে লেনদেন করতে চান। বাত্রার উদ্ধৃতি দিয়ে গতকাল সোমবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অনেক ধনী ও বিলাসবহুল ক্রেতা একটু বেশি সতর্ক হয়ে উঠেছেন। মামদানি যত বেশি জনপ্রিয়তা অর্জন করছেন, ততই তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেককে বলতে শোনা যাচ্ছে– ‘হায়, শহরটি কোথায় যাচ্ছে!’ ৩৩ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মামদানি গত জুনের শেষ দিকে নিউইয়র্কের মেয়র প্রাইমারিতে জয়লাভ করেন। এর পর থেকে বেশ কয়েকজন পেশাদার আবাসন ব্যবসায়ী সিএনএনকে জানান, উচ্চস্তরের ক্রেতারা তাদের সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করতে শুরু করেছেন। মামদানির প্রস্তাবিত নীতিগুলোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে অনিশ্চিত। তারা আরও বলেন, মামদানির জয়ের ফলে তাঁর রাজনীতির সঙ্গে একমত না হওয়া নিউইয়র্কের কিছু ধনী বাসিন্দা শহর ত্যাগের পরিকল্পনা ত্বরান্বিত করেছেন। মামদানি ১০ লাখ ডলারের বেশি আয়কারী নিউইয়র্কের বাসিন্দাদের ওপর ২ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেছেন। তাঁর কাছে আবাসন প্রস্তাবের একটি তালিকাও আছে, যার মধ্যে রয়েছে– ভাড়া স্থির করার প্রতিশ্রুতি, ব্যাপক পাবলিক হাউজিং নির্মাণ ও সংস্কার এবং কঠোর তদারকি। মার্কিন গণমাধ্যমটি বলছে, মামদানি মেয়র হলেও তাঁর প্রস্তাবগুলো বাস্তবে পরিণত নাও হতে পারে। এর অনেক কারণ রয়েছে। তবুও তাঁর প্রাথমিক জয় বাত্রার কিছু ক্লায়েন্টকে আতঙ্কিত করে তুলেছে। কেউই আসলে তাদের কর বাড়ুক, এমনটা চান না। নিউইয়র্ক সিটি বিশ্বের অন্যতম বিলাসবহুল আবাসন বাজারের আবাসস্থল। এটি এমন একটি জায়গা, যেখানে ঝলমলে বিলাসবহুল টাওয়ারের লোকেরা শ্রমিক শ্রেণির বাসিন্দাদের পাশাপাশি বাস করেন। এ শ্রমজীবী শ্রেণির মানুষ ক্রমবর্ধমান ভাড়া ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে লড়াই করছেন। শহরের আবাসন খাতের অবস্থা চরম। নিউইয়র্ক শহরের আপার ইস্ট সাইড এলাকার বাসিন্দাদের বিভিন্ন ফেসবুক গ্রুপ যাচাই করে সিএনএন জানাতে পেরেছে, ওই এলাকার বাসিন্দারা বেনামে মামদানির প্রাথমিক জয়ের পর শহর ছেড়ে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এখনও এসব গল্প কাল্পনিক। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ফল পছন্দ না হলে স্থানান্তরিত হওয়ার হুমকি দেওয়ার একটি দীর্ঘকালীন ঐতিহ্য রয়েছে। মামদানির আবাসন ও অর্থনৈতিক প্রস্তাবগুলো এমন এক সময়ে এসেছে, যখন নিউইয়র্কের ভাড়া ক্রমাগত বাড়ছে। রিয়েলেটর ডটকমের মতে, এ বছরের প্রথম প্রান্তিকে শহরে গড় চাওয়া ভাড়া ছিল ৩ হাজার ৩৯৭ ডলার, যা এক বছরের আগের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। এটা ২০২০ সালের শুরু থেকে ১৮ শতাংশ বেশি। বাত্রা জানান, কিছু ক্লায়েন্ট যারা ভাড়া আয়ের জন্য ছোট অ্যাপার্টমেন্ট ভবন কেনার পরিকল্পনা করছিলেন, তারা এখন প্রস্তাবিত ভাড়া স্থগিত করার কারণে পুনর্বিবেচনা করছেন। নিউইয়র্কের এ পরিস্থিতির সুবিধা পেতে পারে যুক্তরাষ্ট্রেরই ফ্লোরিডা অঙ্গরাজ্য। সেখানে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত অনেকে জানিয়েছেন, নিউইয়র্ক ছেড়ে আবারও ফ্লোরিডায় আসতে পারেন অনেকে। এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। মামদানির জয়ে নিউইয়র্কের আবাসন খাতে আতঙ্ক ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন একই অভিযোগে এনবিআরের আরও ৬ কর্মকর্তা বরখাস্ত শান্তির হ্যাটট্রিকে দুই ভেন্যুর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয় জবিতে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা? সরাসরি কাবার ওপর সূর্য, বিরল মহাজাগতিক ঘটনা গাড়ি থামিয়ে ঘুষের অভিযোগ, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার