ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট
একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল
সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা।
মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়
শিক্ষক আন্দোলনে প্রতিপক্ষের হামলা, কর্মসূচি পণ্ড
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচিতে শিক্ষকদের অপর একটি সংগঠনের সদস্যরা হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করে দিয়েছেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোল হয়।
এদিকে কর্মসূচি ঘোষণা দেওয়া সংগঠনের নেতা অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে পূর্বের মামলায় আটক করে নিয়ে যান বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষক জানান, সকাল থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষকরা। কর্মসূচি শুরুর আগে মাইকে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষ অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বাধীন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি
মিছিল নিয়ে এসে শিক্ষক সমিতির নেতাকর্মীদের ওপর চড়াও হন। এ সময় তাদের হাতে লাঞ্ছিত হন অধ্যক্ষ কাওসার। এর আগে ১৮ মে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঘেরাও করেন শিক্ষক-কর্মচারীরা।
মিছিল নিয়ে এসে শিক্ষক সমিতির নেতাকর্মীদের ওপর চড়াও হন। এ সময় তাদের হাতে লাঞ্ছিত হন অধ্যক্ষ কাওসার। এর আগে ১৮ মে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঘেরাও করেন শিক্ষক-কর্মচারীরা।



