
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

এবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানাল ভারত

একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

ফিলিস্তিনে বন্দি দিবস: অবরুদ্ধ ভূখণ্ড, কারাবন্দি জাতি

ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল ইসরাইলের

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ

ইসরাইলি হামলায় ‘দুর্বল’ হয়ে পড়া হিজবুল্লাহর ভবিষ্যত কী?

বাংলাদেশের পরিস্থিতি জানেন না, তাড়াহুড়োর কী ছিল: মোদিকে মমতা
রাশিয়া-মার্কিন বন্দি বিনিময়: মুক্তি মিলল পেত্রভ ও কারেলিনার

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। এই বিনিময়ে একজন মার্কিন নাগরিকের পরিবর্তে একজন রাশিয়ান নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এই বন্দি বিনিময় সম্পন্ন হয়।
এদিন এক বিবৃতিতে এফএসবি জানায়, এই বন্দি বিনিময় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি এতে মানবিক মধ্যস্থতার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘১০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রুশ নাগরিক আরতুর পেত্রভকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে। তাকে মার্কিন নাগরিক ব্যালে ড্যান্সার কসেনিয়া কারেলিনার বিনিময়ে ফিরিয়ে আনা হয়েছে।
রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়, চলতি বছরের এপ্রিলে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ ক্ষমায় কসেনিয়া কারেলিনাকে ক্ষমা করা হয় এবং তার মুক্তি দেওয়া হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘আমেরিকান বিউটিশিয়ান ও সাবেক ব্যালে ড্যান্সার কসেনিয়া কারেলিনা যুক্তরাষ্ট্রে ফিরছেন। তিনি রাশিয়ায় এক বছরের বেশি সময় ধরে অন্যায়ভাবে আটক ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার মুক্তি নিশ্চিত করেছেন’। তিনি আরও লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘সব মার্কিন নাগরিকদের মুক্তির জন্য’ কাজ চালিয়ে যাবেন। পেত্রভ ও কারেলিনার গ্রেফতার রুশ নাগরিক আরতুর পেত্রভকে ২০২৩ সালে গ্রিসের সাইপ্রাসে যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেফতার করা হয়। পরে ২০২৪ সালে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের
অভিযোগ আনা হয়। এতে তিনি সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের সম্মুখীন হন। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেস নিবাসী কসেনিয়া কারেলিনা মূলত রাশিয়ান ও মার্কিন দ্বৈত নাগরিকত্বধারী একজন বিউটিশিয়ান ও সাবেক ব্যালে ড্যান্সার। তাকে ২০২৪ সালে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে গ্রেফতার করা হয়। রাশিয়ার দাবি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে তিনি ইউক্রেন-সমর্থিত একটি সংস্থার জন্য অর্থ সংগ্রহে সক্রিয় ছিলেন। সেই অর্থ পরে ইউক্রেনীয় বাহিনীকে চিকিৎসা সামগ্রী, সামরিক সরঞ্জাম, বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদ কিনতে ব্যবহার করা হয়। ২০২৪ সালে রাশিয়ার একটি আদালত তাকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে ১২ বছরের সাজার রায় দেন। বন্দি বিনিময়ে চুক্তি এই বন্দি বিনিময় চুক্তিটি সম্পন্ন করেন সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ও একজন অজ্ঞাতনামা রুশ গোয়েন্দা
কর্মকর্তা। র্যাটক্লিফ বলেন, ‘আজ প্রেসিডেন্ট ট্রাম্প আরেকজন অন্যায়ভাবে আটক আমেরিকানকে বাড়ি ফিরিয়ে এনেছেন। আমি এই প্রচেষ্টায় নিবেদিত সিআইএ কর্মকর্তাদের জন্য গর্ববোধ করি’। তিনি আরও জানান, রাশিয়ার এফএসবি প্রধান আলেকজান্ডার বোর্তনিকভ এবং বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনাও এই বন্দি বিনিময়ে ভূমিকা রেখেছে। আরও যা জানা গেল এদিকে কারেলিনার আইনজীবী মিখাইল মুশাইলভ ইনস্টাগ্রামে জানান, কারেলিনা আজ আবুধাবি থেকে যুক্তরাষ্ট্রে ফিরছেন। আবুধাবি আগেও একাধিক রাশিয়া-যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়ের কেন্দ্রবিন্দু ছিল। ২০২২ সালের ডিসেম্বরে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার-কে রাশিয়ার অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল। এছাড়াও আবুধাবি ও দুবাই বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে পালিয়ে আসা বহু নাগরিকের আশ্রয়স্থল হয়ে উঠেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ ক্ষমায় কসেনিয়া কারেলিনাকে ক্ষমা করা হয় এবং তার মুক্তি দেওয়া হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘আমেরিকান বিউটিশিয়ান ও সাবেক ব্যালে ড্যান্সার কসেনিয়া কারেলিনা যুক্তরাষ্ট্রে ফিরছেন। তিনি রাশিয়ায় এক বছরের বেশি সময় ধরে অন্যায়ভাবে আটক ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার মুক্তি নিশ্চিত করেছেন’। তিনি আরও লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘সব মার্কিন নাগরিকদের মুক্তির জন্য’ কাজ চালিয়ে যাবেন। পেত্রভ ও কারেলিনার গ্রেফতার রুশ নাগরিক আরতুর পেত্রভকে ২০২৩ সালে গ্রিসের সাইপ্রাসে যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেফতার করা হয়। পরে ২০২৪ সালে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের
অভিযোগ আনা হয়। এতে তিনি সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের সম্মুখীন হন। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেস নিবাসী কসেনিয়া কারেলিনা মূলত রাশিয়ান ও মার্কিন দ্বৈত নাগরিকত্বধারী একজন বিউটিশিয়ান ও সাবেক ব্যালে ড্যান্সার। তাকে ২০২৪ সালে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে গ্রেফতার করা হয়। রাশিয়ার দাবি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে তিনি ইউক্রেন-সমর্থিত একটি সংস্থার জন্য অর্থ সংগ্রহে সক্রিয় ছিলেন। সেই অর্থ পরে ইউক্রেনীয় বাহিনীকে চিকিৎসা সামগ্রী, সামরিক সরঞ্জাম, বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদ কিনতে ব্যবহার করা হয়। ২০২৪ সালে রাশিয়ার একটি আদালত তাকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে ১২ বছরের সাজার রায় দেন। বন্দি বিনিময়ে চুক্তি এই বন্দি বিনিময় চুক্তিটি সম্পন্ন করেন সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ও একজন অজ্ঞাতনামা রুশ গোয়েন্দা
কর্মকর্তা। র্যাটক্লিফ বলেন, ‘আজ প্রেসিডেন্ট ট্রাম্প আরেকজন অন্যায়ভাবে আটক আমেরিকানকে বাড়ি ফিরিয়ে এনেছেন। আমি এই প্রচেষ্টায় নিবেদিত সিআইএ কর্মকর্তাদের জন্য গর্ববোধ করি’। তিনি আরও জানান, রাশিয়ার এফএসবি প্রধান আলেকজান্ডার বোর্তনিকভ এবং বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনাও এই বন্দি বিনিময়ে ভূমিকা রেখেছে। আরও যা জানা গেল এদিকে কারেলিনার আইনজীবী মিখাইল মুশাইলভ ইনস্টাগ্রামে জানান, কারেলিনা আজ আবুধাবি থেকে যুক্তরাষ্ট্রে ফিরছেন। আবুধাবি আগেও একাধিক রাশিয়া-যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়ের কেন্দ্রবিন্দু ছিল। ২০২২ সালের ডিসেম্বরে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার-কে রাশিয়ার অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল। এছাড়াও আবুধাবি ও দুবাই বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে পালিয়ে আসা বহু নাগরিকের আশ্রয়স্থল হয়ে উঠেছে।