মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না, চলছে সংস্কারকাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫
     ৯:৪৬ পূর্বাহ্ণ

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না, চলছে সংস্কারকাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৯:৪৬ 107 ভিউ
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে বলে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না; সংস্কার করছে গণপূর্ত অধিদপ্তর। ২০২৩ সালে ‘ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন’ শীর্ষক একটি প্রকল্প ১২ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়। সংস্কারের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেড। আগামী জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা যায়, স্মৃতিসৌধের কয়েকটি অংশের ইট খুলে ফেলা হয়েছে; স্তম্ভের ওপর ছড়িয়ে রয়েছে ভাঙা অংশ। কিছু অংশের প্লাস্টারও খসে পড়েছে। এর পরই অনেকে অভিযোগ করেন, বুদ্ধিজীবীদের স্মৃতিচিহ্ন মুছে ফেলছে অন্তর্বর্তী সরকার। তবে স্মৃতিসৌধের সংস্কারকাজে কর্মরত সাইট ইঞ্জিনিয়ার আতোয়ার রহমান বলেন,

এটি ভাঙা হচ্ছে না। প্রতিবছরই রং করা হয়। এবারও ইটগুলো খুলে নতুন ইট লাগানো হচ্ছে। তবে ডিজাইনে কোনো পরিবর্তন হবে না। মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, সংস্কারকাজের জন্য মিরপুর কবরস্থানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। বেদির দিকে ঢালু হয়ে নেমে আসা চারটি দেয়ালের মতো কাঠামোর ইটের আস্তর যান্ত্রিক হাতুড়ি দিয়ে খোলা হচ্ছে। স্মৃতিসৌধের বেদির চারদিকে থাকা এমন চারটি দেয়ালের মধ্যে তিনটির আস্তর খোলার কাজ চলমান। স্মৃতিসৌধের সামনে কংক্রিটের নতুন ব্লক এনে রাখা হয়েছে। ঢাকায় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু হলে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে রাখা হয়। কিন্তু মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংস্কারের এমন কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি।

এ কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখভালের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের। সংস্থার ভাষ্য, স্মৃতিসৌধকে নতুন করে সাজানো হচ্ছে। এ জন্য পুরোনো ইটের আস্তরণ যান্ত্রিক হাতুড়ি দিয়ে খুলে ফেলা হচ্ছে। এখানে নতুন ইট বসানো হবে। সঙ্গে দোতলা মাল্টিপারপাস ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া বর্ষায় যেন পানি জমে না থাকে, সে জন্য ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ছাড়াও নির্মাণ করা হবে রেস্টহাউস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, স্মৃতিসৌধে দীর্ঘদিন সংস্কারকাজ হয়নি। আগেই প্রকল্পটি অনুমোদন হয়েছিল। এখন সংস্কার করা হচ্ছে। নকশা পরিবর্তন হচ্ছে না, সংস্কারে সবকিছুই আগের মতো রাখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন