মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না, চলছে সংস্কারকাজ – ইউ এস বাংলা নিউজ




মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না, চলছে সংস্কারকাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৯:৪৬ 28 ভিউ
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে বলে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না; সংস্কার করছে গণপূর্ত অধিদপ্তর। ২০২৩ সালে ‘ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন’ শীর্ষক একটি প্রকল্প ১২ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়। সংস্কারের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেড। আগামী জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা যায়, স্মৃতিসৌধের কয়েকটি অংশের ইট খুলে ফেলা হয়েছে; স্তম্ভের ওপর ছড়িয়ে রয়েছে ভাঙা অংশ। কিছু অংশের প্লাস্টারও খসে পড়েছে। এর পরই অনেকে অভিযোগ করেন, বুদ্ধিজীবীদের স্মৃতিচিহ্ন মুছে ফেলছে অন্তর্বর্তী সরকার। তবে স্মৃতিসৌধের সংস্কারকাজে কর্মরত সাইট ইঞ্জিনিয়ার আতোয়ার রহমান বলেন,

এটি ভাঙা হচ্ছে না। প্রতিবছরই রং করা হয়। এবারও ইটগুলো খুলে নতুন ইট লাগানো হচ্ছে। তবে ডিজাইনে কোনো পরিবর্তন হবে না। মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, সংস্কারকাজের জন্য মিরপুর কবরস্থানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। বেদির দিকে ঢালু হয়ে নেমে আসা চারটি দেয়ালের মতো কাঠামোর ইটের আস্তর যান্ত্রিক হাতুড়ি দিয়ে খোলা হচ্ছে। স্মৃতিসৌধের বেদির চারদিকে থাকা এমন চারটি দেয়ালের মধ্যে তিনটির আস্তর খোলার কাজ চলমান। স্মৃতিসৌধের সামনে কংক্রিটের নতুন ব্লক এনে রাখা হয়েছে। ঢাকায় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু হলে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে রাখা হয়। কিন্তু মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংস্কারের এমন কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি।

এ কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখভালের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের। সংস্থার ভাষ্য, স্মৃতিসৌধকে নতুন করে সাজানো হচ্ছে। এ জন্য পুরোনো ইটের আস্তরণ যান্ত্রিক হাতুড়ি দিয়ে খুলে ফেলা হচ্ছে। এখানে নতুন ইট বসানো হবে। সঙ্গে দোতলা মাল্টিপারপাস ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া বর্ষায় যেন পানি জমে না থাকে, সে জন্য ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ছাড়াও নির্মাণ করা হবে রেস্টহাউস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, স্মৃতিসৌধে দীর্ঘদিন সংস্কারকাজ হয়নি। আগেই প্রকল্পটি অনুমোদন হয়েছিল। এখন সংস্কার করা হচ্ছে। নকশা পরিবর্তন হচ্ছে না, সংস্কারে সবকিছুই আগের মতো রাখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট গিয়ে ৩ রোহিঙ্গা আটক ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা: ট্রাম্প বাংলাদেশের রেকর্ড হলো, আবার হলোও না গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত মিনিকেট নামে চাল সরবরাহ বন্ধের নির্দেশ ভোক্তা অধিকারের মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বন্ধ এক ম্যাচ পরই তিন বদল বাংলাদেশ দলে এ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না: জাপা মহাসচিব উড্ডয়নের পরই যুক্তরাজ্যে প্লেন বিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত আদালতে আত্মসমর্পণ অপু বিশ্বাসের, পেলেন জামিন ট্রাই-ফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং বাড্ডায় পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার এবার একাই চার চরিত্রে আল্লু অর্জুন নিহত সোহাগের পরিবারের পাশে বিএনপি, খুনিদের ফাঁসির দাবি শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসাছাত্র নিহত লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর বিয়ের ধারণাটা আমার কাছে ভয়ংকর: শ্রুতি আয়ারল্যান্ডে গণকবরের সন্ধান, গোপন চেম্বারে ৭৯৬ শিশুর সমাধি চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ