ভোলায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার ছোট ভাইকে ‘ হত্যার উদ্দেশ্যে’ ছাত্রদল-শিবিরের হামলার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৫
     ৪:২৬ অপরাহ্ণ

ভোলায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার ছোট ভাইকে ‘ হত্যার উদ্দেশ্যে’ ছাত্রদল-শিবিরের হামলার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ | ৪:২৬ 42 ভিউ
ভোলার দৌলতখান উপজেলায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির এক কিশোর শিক্ষার্থীর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম হাফেজ হুজ্জাতুল ইসলাম অংকন (১৬)। তিনি দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক হামজা রহমান অন্তরের আপন ছোট ভাই। গত বুধবার (১০ ডিসেম্বর) এসএসএসি পরীক্ষার প্রস্তুতিমূলক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। পরিবারের অভিযোগ, হত্যা করার উদ্দেশ্যেই স্থানীয় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে ফেরার পথে দৌলতখান উপজেলার বিভিন্ন কমিটির

অধীনে সক্রিয় ছাত্রদল ও শিবিরের একদল নেতাকর্মী অংকনকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। হামলার পরদিনও অংকনকে ডেকে নিয়ে পুনরায় হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। পরিবারের দাবি, অংকনের বড় ভাই হামজা রহমান অন্তর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এবং জনপ্রিয় অনলাইন এক্টিভিস্ট। তিনি দীর্ঘদিন ধরে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড ও জামায়াত-বিএনপির রাজনীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন। রাজনৈতিক এই প্রতিহিংসা ও পূর্বশত্রুতার জের ধরেই তার নিরপরাধ ছোট ভাইয়ের ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বেশ

কয়েকজনের নাম উল্লেখ করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্তরা হলেন— ছাত্রদল কর্মী ও কথিত গুপ্ত শিবির সদস্য আবির হাসান (২৫), দৌলতখান পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান (২৮), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহান হাওলাদার (৩০), যুবদল নেতা ফরাজি শহিদুল ইসলাম এ্যানি (৩৬), যুবদল নেতা ফরাজি রাশেদ (৩৫), ছাত্রদল কর্মী মাহি ভূইয়া (২৩) এবং উমেদ হোসেন তামিম (২৬)। এলাকাবাসীর মতে, অভিযুক্তরা স্থানীয়ভাবে ছাত্রদল ও শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত। হামলার আগে অভিযুক্ত সোহান হাওলাদার ও মো. রায়হান সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছিলেন এবং অন্যরা অংকনের বড় ভাইকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছিলেন। অভিযোগ রয়েছে, হামলায় জড়িতরা এর আগেও সহিংস কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এর মধ্যে আবির হাসানের বিরুদ্ধে ২০২৪

সালের ৫ আগস্ট গণভবনে লুটপাট এবং ঢাকায় হামজা রহমান অন্তরের বাসায় জঙ্গি কায়দায় হামলার অভিযোগ রয়েছে। এছাড়া আরেক অভিযুক্ত উমেদ হোসেন তামিমকে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় উল্লাস করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। হামজা রহমান অন্তর বর্তমানে রাজনৈতিক কারণে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন। এর আগে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে তার ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছিল। ছোট ভাইয়ের ওপর হামলার বিষয়ে লন্ডন থেকে তিনি বলেন, “জামায়াত-বিএনপির রাজত্বে ছাত্রলীগ নেতার ছোট ভাই হওয়ার অপরাধে অংকনের ওপর হামলা করা হলো। অংকন একজন হাফেজে কোরআন এবং নিরীহ ছাত্র। নিশ্চয়ই এসব

অন্যায়ের একদিন বিচার হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আবারও জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশে সুশাসন ফিরিয়ে আনবে।” এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এদিকে, একজন স্কুলছাত্র ও হাফেজে কোরআনের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভোগীর পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দরপত্র ছাড়াই ৬১০ কোটি টাকার টিকা কেনা : স্বচ্ছতা আর জবাবদিহিহীনতার নতুন নজির ছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা হারিয়ে যাচ্ছে, ইউনুসের অবৈধ সরকারের কিছু যায় আসে না কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার রক্তাক্ত বাংলাদেশ : যে সন্ত্রাসীদের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন, তাদেরই দমন করবেন কীভাবে? প্রলয় চাকী —৯০-এর দশকের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক। জুলাইয়ের দাঙ্গার মাশুল দিচ্ছে লাখো শিক্ষার্থী : একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা অবৈধ ইউনুস সরকারের সাজানো নির্বাচন ,ভোট বর্জনের আহ্বান আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কারের রাতে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী ৫ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যাবে অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর