ভিউ বাড়াতে রাম দা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫
     ৭:০০ পূর্বাহ্ণ

ভিউ বাড়াতে রাম দা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ | ৭:০০ 104 ভিউ
ফেসবুকে ভিউ বাড়ানোর উদ্দেশে রামদা হাতে ভিডিও ধারণ করে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন এক শিক্ষক। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। পরে তিনি নিজেই পোস্টটি মুছে ফেলেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরে। জানা গেছে, ওই শিক্ষকের নাম রাহাত হোসাইন শাকিল। তিনি গৌরীপুর পৌর শহরের রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিমতলী মহল্লার মৃত তোফাজ্জল হোসেন চুন্নুর ছেলে এবং গৌরীপুর ইউনিয়নের চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সূত্রে জানা যায়, গত রোববার (০২ নভেম্বর) বিকেলে রাহাত হোসাইন শাকিল রামদা হাতে একটি ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমারে অপমান করবা, আমার দখল নেবা, আমারে

চাকরিও করতে দিতা না, আমার জীবনডা নিবা গা। সব ক্ষতিই তোমরা করবা বড় হইয়া। আমি তাইলে কী করব? চাইয়া চাইয়া দেহি! সব কিছুর মালিক তো আল্লাহ, জানি। যা কিছু করব, আল্লাহই করব।’ ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমালোচনার মুখে পরে তিনি ভিডিওটি নিজের ফেসবুক থেকে সরিয়ে নেন। এ বিষয়ে জানতে রাহাত হোসাইন শাকিলের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তার স্ত্রী সুমি আক্তার জানান, ‘কয়েক দিন আগে উনি ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়েছেন। খুশিতে ভিউ বাড়ানোর জন্যই মজার ছলেই এই ভিডিওটা করেছিলেন। তবে সমালোচনার পরই উনি পোস্টটি ডিলিট করে

দিয়েছেন। বিষয়টি নিয়ে কেউ ভুল বুঝবেন না।’ এ বিষয়ে চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, ‘রাহাত হোসাইন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বৃহস্পতিবার তিনি ছুটি নিয়েছেন। কেন এমন ভিডিও করলেন, তা জানা নেই।’ উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বলেন, ‘শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে আমরা সবসময় সর্তক করে থাকি। একজন শিক্ষক হয়ে তিনি কেন এ ধরনের ভিডিও করে নিজের ফেসবুকে পোস্ট করেছেন, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’ গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা বলেন, ‘রাম দা হাতে নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করার বিষয়টি জেনেছি। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“সয়াবিন সকাল বেলা ১৫০ টাকা, বিকালে ২০০ টাকা; পেয়াজের কেজি সকালে ৪০ বিকালে ৭০; বাজার নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না” –জনতার দুর্ভোগ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার? ড. ইউনুসের অবৈধ শাসন অর্জন ধ্বংসের রাজনীতি – ১৭ মাসে বাংলাদেশকে অনিশ্চয়তার খাদে ঠেলে দেওয়া হয়েছে এই দেশটি যদি অনিরাপদ হয়ে যায় তাহলে বিদেশি নাগরিকদের কিছু হবে না, সমস্ত ক্ষতি আমাদেরই হবে” –জনতার কন্ঠ বিলিয়ন ডলারের ঢাক ভেঙে কমিশনের ভিক্ষা: বিনিয়োগ আনতে প্রণোদনায় নামল ইউনুস সরকার বিদেশি টাকা, জঙ্গি সমর্থন আর সংখ্যালঘু নিপীড়ন : ইউনুসের ক্ষমতার ত্রিমুখী ভিত্তি জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যা,জঙ্গী-সন্ত্রাসী দমনে অবৈধ ইউনূস গংয়ের অনীহা স্পষ্ট! জেল গেটের এপার-ওপার : নির্যাতনের অন্ধকারে নিমজ্জিত ইউনুসের বাংলাদেশ ২.০ ষোল বছরে যা হয়নি, ষোল মাসেই তা করে দেখালেন ইউনুস! জামিন মিললেও মুক্তি নেই, নতুন গায়েবী মামলায় গ্রেপ্তার দেখানো হয়: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও পায়ে শিকল, হাসপাতালে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরা যুবলীগ নেতা মাসুম উপকৃত ১ কোটি পরিবার তারেক রহমানের ভাবনার ৩ বছর আগেই শেখ হাসিনার ‘স্মার্ট কার্ড’ বিপ্লব দিনে গড়ে ৪১ জনের আত্মহত্যা আর লুকোচুরি নয়, গুঞ্জন পেরিয়ে প্রেমের স্বীকৃতি ডিসকম্বোবিউলেটর: মাদুরোকে অপহরণে কি গোপন অস্ত্র ব্যবহার হয়েছিল সর্বমিত্রের কাণ্ডে সর্বত্র প্রতিক্রিয়া ৫ কোটি ৬৩ লাখে বিক্রি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টানা জয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে মেয়েদের উন্নতি বিশ্বে প্রথম স্বর্ণের সড়ক নির্মাণ করছে দুবাই উত্তর গাজার বসতি, কৃষিজমি মুছে ফেলছে ইসরায়েল রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি- কী করবেন