ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর
পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা
বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি
খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস
টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক
গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে
ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
রোববার (০২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাস পার্কিংয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভারতমালা হাইওয়ের ফালৌদি জেলায় মাতোদা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, নিহতরা জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা ছিলেন। তারা বিকানের জেলার কোলায়াত মন্দিরে কপিল মুনি আশ্রমে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনকে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার
নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ফালৌদির মাতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, মাতোদা, ফালৌদিতে ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। ঈশ্বর যেন তাদের আত্মাকে শান্তি দান করেন এবং পরিবারগুলোকে এই শোক সইবার শক্তি দেন। উল্লেখ্য, গত মাসেও রাজস্থানের জয়সলমেরে এক ভয়াবহ দুর্ঘটনায় ২৬ জন যাত্রী মারা যান। রাজ্যটিতেএকটি স্লিপার বাসে আগুন লাগে। সেই ঘটনায় দেখা যায়, বাসটিতে কোনো জরুরি বহির্গমন পথ ছিল না। পরে রাজ্য পরিবহন বিভাগ অবৈধ যানবাহন পরিবর্তন
ও পারমিট লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে। এছাড়া গত মাসের শেষ দিকেও উত্তরপ্রদেশের পিলিভিত থেকে রাজস্থানে আসা একটি বেসরকারি স্লিপার বাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এতে দুজন নিহত ও ১০ জন আহত হন।
নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ফালৌদির মাতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, মাতোদা, ফালৌদিতে ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। ঈশ্বর যেন তাদের আত্মাকে শান্তি দান করেন এবং পরিবারগুলোকে এই শোক সইবার শক্তি দেন। উল্লেখ্য, গত মাসেও রাজস্থানের জয়সলমেরে এক ভয়াবহ দুর্ঘটনায় ২৬ জন যাত্রী মারা যান। রাজ্যটিতেএকটি স্লিপার বাসে আগুন লাগে। সেই ঘটনায় দেখা যায়, বাসটিতে কোনো জরুরি বহির্গমন পথ ছিল না। পরে রাজ্য পরিবহন বিভাগ অবৈধ যানবাহন পরিবর্তন
ও পারমিট লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে। এছাড়া গত মাসের শেষ দিকেও উত্তরপ্রদেশের পিলিভিত থেকে রাজস্থানে আসা একটি বেসরকারি স্লিপার বাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এতে দুজন নিহত ও ১০ জন আহত হন।



