ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা – ইউ এস বাংলা নিউজ




ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৫১ 10 ভিউ
ভারতের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার, ব্যাঙ্গালুরুর রামামূর্তি এলাকায় কালকেরে লেকের কাছে এক ২৮ বছর বয়সী নারীর লাশ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। পুলিশ জানায়, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, নিহত গৃহপরিচারিকা একজন বাংলাদেশি নাগরিক, যিনি ছয় বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। তার স্বামী বিবিএমপি-তে (বেঙ্গালুরু পৌর কর্পোরেশন) ময়লা পরিষ্কারকর্মী হিসেবে কাজ করেন। তাদের তিন সন্তান রয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা বলেন, “নিহত ওই নারী

একজন বাংলাদেশি নাগরিক। তার স্বামী পাসপোর্টধারী এবং মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানান, তার ব্যক্তিগত কিছু কাজ আছে, এজন্য তিনি দেরি হতে পারেন। তবে তিনি রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামামূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন।” কর্তৃপক্ষ জানিয়েছে, “নিহত নারী সম্ভবত পরিচিত কারও সাথে দেখা করতে গিয়ে নির্জন এলাকায় গিয়েছিলেন। সেখানেই তাকে বোল্ডার দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এটি সম্ভবত কোনো ঝগড়ার ফলাফল। আমরা ধর্ষণ (ধারা ৬৩) এবং খুন (ধারা ১০৩)-এর মামলা দায়ের করেছি এবং ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।” ঘটনার খবর পেয়ে পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) দেবরাজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তার সাথে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ এবং ডগ স্কোয়াড। ডিসিপি দেবরাজ বলেন, “আজ সকালে ১১২ নম্বরে ফোন পেয়ে আমরা কালকেরে লেকের কাছে একটি নারীর লাশের খোঁজ পাই। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। এটি একটি নৃশংস অপরাধ।” তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন জটিল সমীকরণে রাজনীতি, বাড়ছে অনৈক্য সংশয় সন্দেহ শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলসে বৃষ্টির পূর্বাভাস সমকামীদের তৎপরতায় সর্বনাশের পদধ্বনি গুলিতে ঝাঁজরা ইমনের পা সংসারের হাল ধরবে কে মালয়েশিয়ায় বিমানবন্দরে ১২ বাংলাদেশি আটক পানির নিচে ৪ মাস, জার্মান ব্যক্তির বিশ্বরেকর্ড ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল চেলসিকে হারিয়ে শীর্ষ চারে সিটি ডায়াবেটিস ও স্থূলতা কমাবে কালো চালের আঁশ ১৫০০ টাকা মাইক ভাড়া দেয়া লাগত, তারা এখন ৭ হাজার টাকার পাঞ্জাবি পরে: নুর বিজিবি প্রধানের ভারত সফর গোপন নয়, যেসব বিষয়ে হবে আলোচনা সরকারি বাজেটে ১৫% কাটছাঁট সম্ভব, তবে মাস্কের ব্যাপক ছাঁটাই প্রস্তাবে আপত্তি ভারতের সাথে তালেবানের সম্পর্কের নতুন গতিপথ আমি নিজেকে বলেছিলাম, কখনো হাল ছাড়ব না নতুন নামে পুরানো মাফিয়া ডিজিটাল সাইনবোর্ডে কি ছাত্রলীগের নতুন ফিরে আসা শুরু? অভিবাসন নীতিতে কঠোরতার প্রতিশ্রুতি, হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে ক্রিস্টি নোম