ভারতে দলিত তরুণকে অপহরণ, নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ভারতে দলিত তরুণকে অপহরণ, নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ৯:৫০ 7 ভিউ
রাজস্থানের সিকার জেলার ফতেপুর এলাকায় এক ১৯ বছর বয়সী দলিত যুবককে মারধর, যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে ৮ এপ্রিল, কিন্তু নির্যাতনের শিকার ওই তরুণের পরিবার ১৬ এপ্রিল থানায় অভিযোগ করলে মামলা রুজু করা হয়। ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) অরবিন্দ কুমার বলেন, ‘আমরা মামলাটি রেকর্ড করেছি। ভুক্তভোগীর চিকিৎসা পরীক্ষা হয়েছে এবং তার বয়ানও নেয়া হয়েছে। তদন্ত চলছে।’ এই ঘটনায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা হয়েছে বলে জানান ডিএসপি। অভিযোগে বলা হয়েছে, ৮ এপ্রিল ওই যুবক নিজ গ্রামে একটি বিয়ের শোভাযাত্রা দেখতে গিয়েছিলেন। তখন দুই অভিযুক্ত তাকে কিছু কাজের কথা বলে বাসস্ট্যান্ডে ডাকে। অভিযোগে

ভুক্তভোগী বলেন, ‘ওরা আমাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং মারধর করে। আমার ব্যক্তিগত অঙ্গে আঘাত করে। কাপড় খুলিয়ে আমাকে ধর্ষণ করে।’ তিনি আরও বলেন, ‘ওরা মদ্যপ অবস্থায় ছিল। আমাকে বোতল দিয়ে মারে, গায়ে প্রস্রাব করে এবং জাতিগত গালিগালাজ করে। এরপর ভিডিও তোলে এবং হুমকি দেয় যে, আমি কিছু বললে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে।’ অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ওই তরুণের বাবাকে ক্ষতি করতে চেয়েছিল, যিনি বর্তমানে দেশের বাইরে আছেন। ঘটনার প্রতিক্রিয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘ছেলেটা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে, আট দিন পর সে অভিযোগ জানাতে পেরেছে।’ বিরোধী দলীয় নেতা টিকা রাম জুল্লি বলেন, ‘এটাই আজকের রাজস্থানের

বাস্তবতা। এক দলিত যুবককে অপহরণ করে, মারধর, ধর্ষণ, প্রস্রাব ও হুমকি দেয়া হয়েছে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব ও লজ্জাজনক ঘটনা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চায়ের দোকানে তালা দেওয়ার অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে এনসিপিতে বিশেষ কমিটি গঠন ‘পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল’ নারী সংস্কার কমিশন ও তাদের প্রস্তাবনা বাতিলের আহ্বান লেবাননে বিস্ফোরণে তিন সেনা নিহত মৃত্যুপুরী গাজায় মৃত্যুঞ্জয়ী কিশোরী গাজায় জীর্ণ তাঁবুতে শীর্ণ জীবন ভারতে দলিত তরুণকে অপহরণ, নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ বিশেষ সম্মাননা পেলেন বুবলী জাবিতে নতুন ভবনের স্থান নির্বাচন নিয়ে বিতর্ক, যা জানালো কর্তৃপক্ষ বন্ধুদের পছন্দের রিলস পাঠানোর নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয় লেবাননে বিস্ফোরণে তিন সেনা নিহত লেবাস বদলে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ঘাটতি পূরণে বিদেশি ঋণে নির্ভরতা ৯৮ বছর ধরে চলছে কুরআন তিলাওয়াত বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত তোফায়েলের পালক পুত্রের ৩৪ কোটি টাকার সম্পদ! বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প বাতিল নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় পাশে থাকবে তুরস্ক