ভারতে দলিত তরুণকে অপহরণ, নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ

রাজস্থানের সিকার জেলার ফতেপুর এলাকায় এক ১৯ বছর বয়সী দলিত যুবককে মারধর, যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে ৮ এপ্রিল, কিন্তু নির্যাতনের শিকার ওই তরুণের পরিবার ১৬ এপ্রিল থানায় অভিযোগ করলে মামলা রুজু করা হয়। ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) অরবিন্দ কুমার বলেন, ‘আমরা মামলাটি রেকর্ড করেছি। ভুক্তভোগীর চিকিৎসা পরীক্ষা হয়েছে এবং তার বয়ানও নেয়া হয়েছে। তদন্ত চলছে।’ এই ঘটনায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা হয়েছে বলে জানান ডিএসপি। অভিযোগে বলা হয়েছে, ৮ এপ্রিল ওই যুবক নিজ গ্রামে একটি বিয়ের শোভাযাত্রা দেখতে গিয়েছিলেন। তখন দুই অভিযুক্ত তাকে কিছু কাজের কথা বলে বাসস্ট্যান্ডে ডাকে। অভিযোগে ভুক্তভোগী বলেন, ‘ওরা আমাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং মারধর করে। আমার ব্যক্তিগত অঙ্গে আঘাত করে। কাপড় খুলিয়ে আমাকে ধর্ষণ করে।’ তিনি আরও বলেন, ‘ওরা মদ্যপ অবস্থায় ছিল। আমাকে বোতল দিয়ে মারে, গায়ে প্রস্রাব করে এবং জাতিগত গালিগালাজ করে। এরপর ভিডিও তোলে এবং হুমকি দেয় যে, আমি কিছু বললে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে।’ অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ওই তরুণের বাবাকে ক্ষতি করতে চেয়েছিল, যিনি বর্তমানে দেশের বাইরে আছেন। ঘটনার প্রতিক্রিয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘ছেলেটা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে, আট দিন পর সে অভিযোগ জানাতে পেরেছে।’ বিরোধী দলীয় নেতা টিকা রাম জুল্লি বলেন, ‘এটাই আজকের রাজস্থানের বাস্তবতা। এক দলিত যুবককে অপহরণ করে, মারধর, ধর্ষণ, প্রস্রাব ও হুমকি দেয়া হয়েছে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব ও লজ্জাজনক ঘটনা।’