ইউ এস বাংলা নিউজ ডেক্স                            
                        আরও খবর
                                ভিউ বাড়াতে রাম দা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের
                                ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু
                                টাঙ্গাইলে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আটক
                                ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই, যুবদলকর্মী গ্রেপ্তার
                                শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার
                                ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ
                                স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
ভারতীয় কসমেটিকসহ চোরাকারবারি আটক
                             
                                               
                    
                         শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে কসমেটিকসের চালান নিয়ে ফেরার পথে সাবজল হোসেন এক পেশাদার চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে ২৮-বিজিবির সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বিওপিরি টহল দল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের কসমেটিকসের চালানসহ তাকে সীমান্তের পূর্ব লাকমা এলাকা থেকে আটক করে।
সাবজল তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পিয়ার আলীর ছেলে।
শুক্রবার রাতে বিজিবি সিলেট সেক্টরের ২৮-বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
ব্যাটালিয়নের বালিয়াঘাট বিওপি সূত্র জানায়, উপজেলার দুধের আউটা গ্রামের সাবজল হোসেন তার অপর সহযোগীসহ ভারতীয় কসমেটিকসের চালান নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। পথে বালিয়াঘাট বিওপির বিজিবি টহলদল শুক্রবার রাতে সাবজলের হেফাজত থেকে ভারতীয় বিভিন্ন 
ব্রান্ডের কসমেটিকসের চালান জব্দ করে। ওই সময় সাবজলের সঙ্গে থাকা আব্দুল কাদির কৌশলে পালিয়ে যায়। তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জানান, বিজিবির পক্ষ থেকে সাবজলকে গ্রেফতার ও তার অপর সহযোগী আব্দুল কাদিরকে পলাতক আসামি দেখিয়ে শুক্রবার রাতে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করা হয়েছে।
                    
                                                          
                    
                    
                                    ব্রান্ডের কসমেটিকসের চালান জব্দ করে। ওই সময় সাবজলের সঙ্গে থাকা আব্দুল কাদির কৌশলে পালিয়ে যায়। তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জানান, বিজিবির পক্ষ থেকে সাবজলকে গ্রেফতার ও তার অপর সহযোগী আব্দুল কাদিরকে পলাতক আসামি দেখিয়ে শুক্রবার রাতে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করা হয়েছে।



