ব্রাজিলের বিচারপতিসহ পরিবারের ভিসা বাতিল করলেন যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ব্রাজিলের বিচারপতিসহ পরিবারের ভিসা বাতিল করলেন যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৯:৩৬ 15 ভিউ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও শুক্রবার গভীর রাতে ঘোষণা করেছেন যে, ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার আদালতের মিত্র এবং তাদের নিকট আত্মীয়দের ভিসা বাতিল করা হয়েছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে চলমান 'রাজনৈতিক খোঁজাখুঁজি ও নিপীড়নের' প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প] স্পষ্ট করে দিয়েছেন যে তার প্রশাসন এমন বিদেশি নাগরিকদের জবাবদিহির আওতায় আনবে, যারা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত মতপ্রকাশের অধিকার দমন করছে।' তিনি আরও লেখেন, 'ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস বোলসোনারোর বিরুদ্ধে যে রাজনৈতিক জাদুবিদ্যার শিকার চালাচ্ছেন, তা এমন এক দমন ও সেন্সরশিপ কাঠামো

তৈরি করেছে যা কেবল ব্রাজিলিয়ানদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে না, বরং ব্রাজিলের সীমা ছাড়িয়ে আমেরিকানদেরকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে।' রুবিও বলেন, 'সেই কারণে আমি মোরায়েস, আদালতের তার সহযোগী বিচারপতি এবং তাদের নিকটাত্মীয়দের ভিসা বাতিলের নির্দেশ দিয়েছি, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।' এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন ব্রাজিলের শীর্ষ আদালত বোলসোনারোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও তল্লাশি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশে তাকে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয় এবং পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তার পায়ে নজরদারি ডিভাইস পরিয়ে দেয়। শুক্রবার আদালতের এক রায়ে বিচারপতি মোরায়েস বোলসোনারোর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি যুক্তি দেন, সাবেক এই প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাতে পারেন—যা

বোলসোনারো অস্বীকার করেছেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ব্রাজিলের ওপর চাপ বাড়িয়ে হুমকি দেন, বোলসোনারোর বিচার অব্যাহত থাকলে দক্ষিণ আমেরিকার এই দেশের সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ৭০ বছর বয়সী বোলসোনারো রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি চরম অপমানিত বোধ করছি,আমি চার বছর দেশের প্রেসিডেন্ট ছিলাম।' ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের চেষ্টার অভিযোগে বোলসোনারো ও তার কিছু মিত্রকে গত ফেব্রুয়ারিতে অভিযুক্ত করা হয়। তারা দাবি করেন, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে আদালত বোলসোনারোকে ২০৩০ সাল পর্যন্ত যেকোনো নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফের শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ফরিদপুরে থানার সামনে বাসে আগুন চীনের মেগা-ড্যামের কাজ শুরু: ভারতের চরম উদ্বেগ ব্রাজিলের বিচারপতিসহ পরিবারের ভিসা বাতিল করলেন যুক্তরাষ্ট্র গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা, আরও ১১৬ ফিলিস্তিনি হত্যা ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ গাজায় এক দিনে ৯০ হামলা চালিয়েছে ইসরায়েল এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষককে মৃত্যুদণ্ড দিল ইরান ‘হাতে বানানো মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের শ্রীলংকাকে ৫ গোল দিয়ে পাঁচে পাঁচ বাংলাদেশের বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ স্ত্রীর ভুল চিকিৎসায় হাত-পা হারালেন শিশু তানভির, চিকিৎসক আটক ব্রহ্মপুত্রের উৎসে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ শুরু চীনের ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহড়া তাইওয়ানের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পরীক্ষা দিলেন গাজার শিক্ষার্থীরা চলতি সপ্তাহে লঘুচাপ সৃষ্টির আভাস এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান