ব্রাজিলের বিচারপতিসহ পরিবারের ভিসা বাতিল করলেন যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫
     ৯:৩৬ পূর্বাহ্ণ

ব্রাজিলের বিচারপতিসহ পরিবারের ভিসা বাতিল করলেন যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৯:৩৬ 68 ভিউ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও শুক্রবার গভীর রাতে ঘোষণা করেছেন যে, ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার আদালতের মিত্র এবং তাদের নিকট আত্মীয়দের ভিসা বাতিল করা হয়েছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে চলমান 'রাজনৈতিক খোঁজাখুঁজি ও নিপীড়নের' প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প] স্পষ্ট করে দিয়েছেন যে তার প্রশাসন এমন বিদেশি নাগরিকদের জবাবদিহির আওতায় আনবে, যারা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত মতপ্রকাশের অধিকার দমন করছে।' তিনি আরও লেখেন, 'ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস বোলসোনারোর বিরুদ্ধে যে রাজনৈতিক জাদুবিদ্যার শিকার চালাচ্ছেন, তা এমন এক দমন ও সেন্সরশিপ কাঠামো

তৈরি করেছে যা কেবল ব্রাজিলিয়ানদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে না, বরং ব্রাজিলের সীমা ছাড়িয়ে আমেরিকানদেরকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে।' রুবিও বলেন, 'সেই কারণে আমি মোরায়েস, আদালতের তার সহযোগী বিচারপতি এবং তাদের নিকটাত্মীয়দের ভিসা বাতিলের নির্দেশ দিয়েছি, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।' এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন ব্রাজিলের শীর্ষ আদালত বোলসোনারোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও তল্লাশি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশে তাকে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয় এবং পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তার পায়ে নজরদারি ডিভাইস পরিয়ে দেয়। শুক্রবার আদালতের এক রায়ে বিচারপতি মোরায়েস বোলসোনারোর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি যুক্তি দেন, সাবেক এই প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাতে পারেন—যা

বোলসোনারো অস্বীকার করেছেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ব্রাজিলের ওপর চাপ বাড়িয়ে হুমকি দেন, বোলসোনারোর বিচার অব্যাহত থাকলে দক্ষিণ আমেরিকার এই দেশের সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ৭০ বছর বয়সী বোলসোনারো রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি চরম অপমানিত বোধ করছি,আমি চার বছর দেশের প্রেসিডেন্ট ছিলাম।' ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের চেষ্টার অভিযোগে বোলসোনারো ও তার কিছু মিত্রকে গত ফেব্রুয়ারিতে অভিযুক্ত করা হয়। তারা দাবি করেন, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে আদালত বোলসোনারোকে ২০৩০ সাল পর্যন্ত যেকোনো নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৭৫ মেগাওয়াট অন্ধকার : এনজিও অভিজ্ঞতায় দেশ চালানোর ফলাফল প্রতিদিন এগারোটা খুন: জুলাই সন্ত্রাসীদের রক্তাক্ত উপহার বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ রাশিয়ার গচ্ছিত সম্পদ জব্দে বেলজিয়ামকে রাজি করাতে ব্যর্থ ইইউ, মস্কোর হুঁশিয়ারি জারি আওয়ামী লীগ-জাপাকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী, রাজনীতির মোড় কী ঘুরছে? আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি ‘অন্যায় বিচার প্রক্রিয়া’ নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবী প্যানেলের জরুরি আবেদন বিএনপিকেই বেছে নিতে হবে পথ: গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নাকি দলের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলা ক্যাপিটাল হিল থেকে শেখ হাসিনার ফোনালাপ: বিবিসির ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন ‘সি’ গ্রেডের গভর্নরে চলছে কেন্দ্রীয় ব্যাংক ইরানে নজিরবিহীন খরা, তেহরানে তীব্র পানি সংকট পাঁচটা ক্যাচ ছাড়ল বাংলাদেশ, সিলেট টেস্টে সমান তালে লড়ছে আয়ারল্যান্ড ইউনূস এবং শান্তির মূল্য দিল্লি হামলায় শেখ হাসিনার নিন্দাঃ জঙ্গিবাদ ও আঞ্চলিক সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা দায়িত্বরত ইনচার্জ ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন না অন্য পুলিশ সদস্যরা গোপালগঞ্জ কিলিং তদন্ত প্রতিবেদন: জনতা-এনসিপি উভয়পক্ষ দায়ী, মামলা-গ্রেপ্তার শুধু গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে! ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে উত্তাল নিউইয়র্ক, প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন ইসলামাবাদে জেলা আদালতের বাইরে আত্মঘাতী হামলা: ১২ জন নিহত, ২৭ জন আহত *জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা*