বিশ্ব র‍্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবারও দেশসেরা – ইউ এস বাংলা নিউজ




বিশ্ব র‍্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবারও দেশসেরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৫:৩১ 21 ভিউ
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বড় ধরনের উন্নতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত বছরের তুলনায় বিশ্ববিদ্যালয়টি এবার ২০০ ধাপ এগিয়ে এসেছে। এই বছরের র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। এর মাধ্যমে দেশের প্রাচীনতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান ধরে রেখেছে। বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এই র‌্যাংকিংয়ে বিশ্বের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১-১২০০ এর মধ্যে। নতুন সূচকে এই উন্নতির প্রধান কারণ

হলো গবেষণার পরিবেশ, গবেষণার মান এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এ বছর ঢাবির গবেষণার পরিবেশ সূচকে ১০ দশমিক ৩ থেকে বেড়ে হয়েছে ১৩ দশমিক ৩, গবেষণার মান সূচকে ৬৭ দশমিক ২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৫, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২১ দশমিক ৪ থেকে বেড়ে হয়েছে ৩৩ দশমিক ২। এছাড়াও, শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট ১৭ দশমিক ৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫। বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় গঠিত এ কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর

(শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষকরা এ কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। উপাচার্য এই সাফল্যকে ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই সাফল্য ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল। উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) র‌্যাংকিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশসেরা অবস্থানে রয়েছে। কিউএস র‌্যাংকিংয়ে এ বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৪তম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশে রেকর্ড বাতিল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, দায়মুক্তি পাচ্ছেন আসামিরা ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের জেল চসিকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ অবশেষে উচ্ছেদ হলো আগারগাঁওয়ের ‘কেকপট্টি’ গাজা শান্তি চুক্তিতে সফলতার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে, জানাল আবহাওয়া অফিস একটুর জন্য হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের জাহান্নামের বিষাক্ত বৃক্ষ জাক্কুম একটুর জন্য হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াতে লিগ্যাল নোটিশ ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২২৪, একদিনে হাসপাতালে ৭৮১ রেমিট্যান্স আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য, চুক্তি সই ‘ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দিয়ে দেন, তিনি এটার প্রাপ্য’ তীব্র শব্দে বিভিন্ন জাতির বিনাশ ও বিজ্ঞানের ব্যাখ্যা অভিনেতা প্রিয়াংশুর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করছে অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ অন্তত ১৪ হাজার শান্তিরক্ষী কমানোর চিন্তা করছে জাতিসংঘ