বিচ্ছেদের পর কেন চুপ ছিলেন, জানালেন সামান্থা – ইউ এস বাংলা নিউজ




বিচ্ছেদের পর কেন চুপ ছিলেন, জানালেন সামান্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ৭:৫৭ 126 ভিউ
বলিউড এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি তার নতুন সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-এর জন্য ব্যাপক আলোচনায় রয়েছেন। এই সিরিজে তাকে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা গেছে। তবে সামান্থা শুধু পেশাগত কারণেই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও খবরে রয়েছেন। সামান্থার জীবনে এক বড় ঘটনা হলো দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ। ২০২১ সালে তাদের পথ বেঁকে যায়। এদিকে শিগগিরই অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করতে চলেছেন সামান্থার সাবেক স্বামী। বিবাহবিচ্ছেদের পরে সামান্থার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে মিডিয়াতে নানা আলোচনা হয়েছে, যার মধ্যে অনেক মিথ্যা তথ্যও ছড়ানো হয়েছে। তবে এই সব কিছুর মাঝেও সামান্থা তার মনের শক্তি এবং নিজের সত্যের উপর

আস্থা রেখে চুপ ছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সামান্থা নারীদের জন্য বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা এমন একটি সমাজে বাস করি যেটি এতটাই পিতৃতান্ত্রিক যে, যখনই কিছু ভুল হয়, একজন নারীকে হয়রানির শিকার হতে হয়। আমি বলছি না যে পুরুষের সঙ্গে তা হয় না, তবে এটি একজন মহিলার সঙ্গে বেশি ঘটে। এটা খুবই লজ্জাজনক।’ তিনি আরও বলেন, বিবাহবিচ্ছেদের পর তাকে নিয়ে নানা মিথ্যা কথা প্রচারিত হয়েছিল, যার কারণে তাকে অনলাইনে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছিল। তবে এসব কিছুতে তিনি ভেঙে পড়েননি। সামান্থা বলছিলেন, ‘আমি অনেক সময় চেষ্টা করেছি কথা বলার, কিন্তু তারপর মনে হয়েছে চুপ থাকা ভাল।

আমি এসব মিথ্যাকে আমার উপর নিয়ন্ত্রণ করতে দিতে পারি না। আমি জানি, আমার পরিবার এবং বন্ধুদের কাছে আমার সত্য স্পষ্ট। তাই আমি আর কাউকে আমার সত্য প্রমাণ করতে চাইনি।’ সামান্থা আরও বলেন, সমাজে নারীরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, তার মধ্যে অন্যতম হল সামাজিক দৃষ্টিভঙ্গি। তবে তিনি সবসময় বিশ্বাস করেন যে, শেষ পর্যন্ত সত্য এবং আত্মবিশ্বাসই একটি মানুষের সবচেয়ে বড় শক্তি। তার জীবনযাত্রা ও অনুপ্রেরণার কথা শোনাতে গিয়ে সামান্থা আরও জানান, নানা ধরনের কুসংস্কার এবং অপ্রত্যাশিত প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের সত্যের প্রতি বিশ্বাস রেখেছেন। ‘সত্যের প্রতি আত্মবিশ্বাস রাখা একটি দীর্ঘ পথের যাত্রা, কিন্তু যদি আপনি নিজের উপর আস্থা রাখেন এবং আত্মবিশ্বাসী হন,

তবে সবকিছু ঠিকঠাক হয়ে যায়’- যোগ করেন সামান্থা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারও পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীতে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে’ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪১৩ ‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে ইনশাআল্লাহ’ উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও গেল উল্টে স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন? ১০ দিনে হাসপাতালে ভর্তি ৬ হাজার, মৃত্যু ২৬ জনের স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার