বিচ্ছেদের পর কেন চুপ ছিলেন, জানালেন সামান্থা – ইউ এস বাংলা নিউজ




বিচ্ছেদের পর কেন চুপ ছিলেন, জানালেন সামান্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ৭:৫৭ 93 ভিউ
বলিউড এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি তার নতুন সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-এর জন্য ব্যাপক আলোচনায় রয়েছেন। এই সিরিজে তাকে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা গেছে। তবে সামান্থা শুধু পেশাগত কারণেই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও খবরে রয়েছেন। সামান্থার জীবনে এক বড় ঘটনা হলো দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ। ২০২১ সালে তাদের পথ বেঁকে যায়। এদিকে শিগগিরই অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করতে চলেছেন সামান্থার সাবেক স্বামী। বিবাহবিচ্ছেদের পরে সামান্থার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে মিডিয়াতে নানা আলোচনা হয়েছে, যার মধ্যে অনেক মিথ্যা তথ্যও ছড়ানো হয়েছে। তবে এই সব কিছুর মাঝেও সামান্থা তার মনের শক্তি এবং নিজের সত্যের উপর

আস্থা রেখে চুপ ছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সামান্থা নারীদের জন্য বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা এমন একটি সমাজে বাস করি যেটি এতটাই পিতৃতান্ত্রিক যে, যখনই কিছু ভুল হয়, একজন নারীকে হয়রানির শিকার হতে হয়। আমি বলছি না যে পুরুষের সঙ্গে তা হয় না, তবে এটি একজন মহিলার সঙ্গে বেশি ঘটে। এটা খুবই লজ্জাজনক।’ তিনি আরও বলেন, বিবাহবিচ্ছেদের পর তাকে নিয়ে নানা মিথ্যা কথা প্রচারিত হয়েছিল, যার কারণে তাকে অনলাইনে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছিল। তবে এসব কিছুতে তিনি ভেঙে পড়েননি। সামান্থা বলছিলেন, ‘আমি অনেক সময় চেষ্টা করেছি কথা বলার, কিন্তু তারপর মনে হয়েছে চুপ থাকা ভাল।

আমি এসব মিথ্যাকে আমার উপর নিয়ন্ত্রণ করতে দিতে পারি না। আমি জানি, আমার পরিবার এবং বন্ধুদের কাছে আমার সত্য স্পষ্ট। তাই আমি আর কাউকে আমার সত্য প্রমাণ করতে চাইনি।’ সামান্থা আরও বলেন, সমাজে নারীরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, তার মধ্যে অন্যতম হল সামাজিক দৃষ্টিভঙ্গি। তবে তিনি সবসময় বিশ্বাস করেন যে, শেষ পর্যন্ত সত্য এবং আত্মবিশ্বাসই একটি মানুষের সবচেয়ে বড় শক্তি। তার জীবনযাত্রা ও অনুপ্রেরণার কথা শোনাতে গিয়ে সামান্থা আরও জানান, নানা ধরনের কুসংস্কার এবং অপ্রত্যাশিত প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের সত্যের প্রতি বিশ্বাস রেখেছেন। ‘সত্যের প্রতি আত্মবিশ্বাস রাখা একটি দীর্ঘ পথের যাত্রা, কিন্তু যদি আপনি নিজের উপর আস্থা রাখেন এবং আত্মবিশ্বাসী হন,

তবে সবকিছু ঠিকঠাক হয়ে যায়’- যোগ করেন সামান্থা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল মুরাদনগরে ট্রিপল মার্ডারের ৩৯ ঘন্টা পর মামলা, গ্রেপ্তার ৮ ইসরায়েলি গুপ্তচর সন্দেহে যে মুসলিম দেশের নাগরিকদের গণগ্রেপ্তার করছে ইরান শ্রীলংকাকে ২৪৯ রানের টার্গেট দিল বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত জেলেনস্কিকে রক্ষাকবচ দিতে তৈরি ট্রাম্প! ফোনে দুই নেতার কথাবার্তার পরেই রুশ ঘাঁটিতে ইউক্রেনের মুহুর্মুহু বোমা হামলা বিয়ে না করেই ৬ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী বেড়েছে চাল সবজির, দাম কমেছে ডিম মুরগির করোনায় একজনের মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ২৯৪ মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির তদন্তে সহযোগিতা করবে সরকার তালেবানকে স্বীকৃতির নেপথ্যে রাশিয়ার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ নরেন্দ্র মোদির সমর্থকদের রোষানলে মামদানি এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত ইবি শিক্ষক কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ব্যবসায়িক চুক্তি সই এ-চালানের মাধ্যমে সরকারি ট্রেজারিতে শুল্ক-কর সরাসরি জমা চালু ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায় মালয়েশিয়াকে ‘সন্ত্রাসবাদ তদন্তে’ সহায়তার আশ্বাস ঢাকার