
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

অভিনেতা প্রিয়াংশুর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

ভারত সফরে রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর, কেন?

কারিনা কাপুরের গোপন ফিটনেস রুটিন ফাঁস

টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে কে?

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে শাকিব খানের চুক্তি

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
বাবা হারালেন ‘ইত্যাদি’র জনপ্রিয় অভিনেতা নিপু

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর বাবা ডা. গোলাম মোস্তফা তালুকদার আর নেই। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন ডা. গোলাম মোস্তফা তালুকদার। প্রথমে তিনি চিকিৎসা নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর উত্তরার একটি মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ
নেওয়া হয় জামালপুরের গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ডা. গোলাম মোস্তফা তালুকদার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিপু তিন ভাইবোনের একজন। ১৯৮১ সালে ঢাকায় জন্ম নেওয়া নিপু তিন দশকেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করছেন। প্রথম পর্ব প্রচারের পর থেকেই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায়। তুমুল জনপ্রিয় হলেও তাকে ‘ইত্যাদি’র বাইরে অন্য কোনো অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায়নি। এখনো নিয়মিতভাবে তিনি নানা, নানি কিংবা অন্যান্য চরিত্রের সঙ্গে নাতির ভূমিকায় অভিনয় করছেন।
নেওয়া হয় জামালপুরের গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ডা. গোলাম মোস্তফা তালুকদার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিপু তিন ভাইবোনের একজন। ১৯৮১ সালে ঢাকায় জন্ম নেওয়া নিপু তিন দশকেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করছেন। প্রথম পর্ব প্রচারের পর থেকেই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায়। তুমুল জনপ্রিয় হলেও তাকে ‘ইত্যাদি’র বাইরে অন্য কোনো অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায়নি। এখনো নিয়মিতভাবে তিনি নানা, নানি কিংবা অন্যান্য চরিত্রের সঙ্গে নাতির ভূমিকায় অভিনয় করছেন।