বান্ধবীর বাসায় চুরি করে স্বামীকে দিলেন আইফোন, বন্ধুকে স্বর্ণের চেইন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
     ১১:২০ অপরাহ্ণ

বান্ধবীর বাসায় চুরি করে স্বামীকে দিলেন আইফোন, বন্ধুকে স্বর্ণের চেইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ১১:২০ 127 ভিউ
কিশোরগঞ্জের ভৈরবে বান্ধবীর বাসা থেকে স্বর্ণালংকার চুরি করে স্বামীকে কিনে দিলেন আইফোন, ছেলে বন্ধুকে দিলেন স্বর্ণের চেইন। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকালে গ্রেফতার স্বামী-স্ত্রীসহ ছেলে বন্ধুকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ভৈরব পৌর শহরের জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে সুমাইয়া বেগম (১৮) ও তার স্বামী রুহান মিয়া (২০)। এছাড়া সুমাইয়ার ছেলে বন্ধু আক্তার হোসেন (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার সুমাইয়া বেগম কমলপুর নিউটাউন এলাকার বান্ধবী নিধীর বাড়িতে বেড়াতে যান। নিধী মামার বাসায় থাকতেন। এ সময় নিধীর মামি ও তার সন্তান বাসায় না থাকায় সুমাইয়া বেগম আলমারি থেকে ৬ ভরি ১১

আনা স্বর্ণালংকার চুরি করে। পরবর্তীতে চুরিকৃত স্বর্ণের অলংকার বিক্রি করে স্বামীকে কিনে দিলেন একটি আইফোন ও নিজে কিনলেন একটি স্মার্টফোন ও বন্ধুকে দিলেন ১৪ আনা ওজনের একটি চেইন। চুরির অভিযোগ পেয়ে ২৫ জানুয়ারি শহরের কমলপুর নিউটাউন এলাকার বান্টি বেগমের বাসায় যায় ভৈরব থানা পুলিশ। পুলিশ সেখানকার সিসিটিভির ফুটেজ দেখে মঙ্গলবার রাতে চুরির ঘটনার সঙ্গে জড়িত বান্ধবী সুমাইয়াকে গ্রেফতার করে। সুমাইয়া পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে রুহান ও আক্তার হোসেনকে বুধবার সকালে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৪ আনা ওজনের একটি চেইন উদ্ধার করা হয়। এ বিষয়ে অভিযোগকারী বান্টি বেগম বলেন, আমাদের বাড়িতে এক সময়

ভাড়া থাকত সুমাইয়া ও তার পরিবার। ২৫ জানুয়ারি আমি ও আমার মা বেড়াতে গিয়েছিলাম। আমার বড় বোনের মেয়ে নিধীর বান্ধবী সুমাইয়া। ওই দিন সন্ধ্যায় আমরা বাড়িতে না থাকায় এ সুযোগে সে বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। সে আমাদের ঘরের আলমারিতে থাকা ১৪ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের ব্রেসলেট, ৩ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, ৫ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, সাড়ে ৩ ভরি ওজনের ১টি স্বর্ণের হার, ২টি স্বর্ণের কানের দুলসহ ৬ ভরি ১১ আনা স্বর্ণ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন বলেন, চুরির ঘটনায় পুলিশ তদন্ত করে সুমাইয়া,

তার স্বামী ও বন্ধুকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। সুমাইয়া চুরি করা স্বর্ণালংকার বিক্রি করে তার স্বামীর জন্য ১ লাখ টাকা দিয়ে আইফোন ও বন্ধুকে স্বর্ণের চেইন দেয়। এছাড়া নিজের জন্য একটি স্মার্টফোন কিনেছে। তার কাছে কিছু নগদ টাকাও পাওয়া যায়। তাদের গ্রেফতার করার পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনুসের পাতানো নির্বাচন, যেন ভোটের কোন দরকার নাই! এবার বসুন্ধরার গণমাধ্যম পুড়িয়ে দেওয়ার হুমকি জুলাই আন্দোলনকারীদের যে দেশে খুনিরাই আইন বানায়, সে দেশে খুনের পর আনন্দ মিছিল করাই তো স্বাভাবিক! নোবেল বিজয়ী মহাজন, দেউলিয়া জাতি: ক্যুর সতেরো মাসে তলানিতে অর্থনীতি অর্থনীতির ধসে পড়া আর ইউনূসের অক্ষমতা: পাঁচ মাসের ভয়াবহ বাস্তবতা নির্বাচনের আগে পুলিশের হাতে চুড়ি পরাতে চায় বৈছাআ, নির্দেশনায় জামায়াত দিনাজপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৫ দেশ গভীর সংকটে, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া মুক্তি নেই’: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিবৃতি সাইনবোর্ডে দুর্ধর্ষ ডাকাতি: চালকের গলায় ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১৫ নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইইউ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত: তামিম ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ আন্তর্জাতিক ও জাতিসংঘের ৬৬ সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভেজাল মদের কারখানা ও ‘কুশ’ ল্যাবের সন্ধান কানাডার এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তৃণমূলের পরামর্শক সংস্থায় ইডির অভিযান, ফাইল-হার্ডডিস্ক নিয়ে এলেন মমতা তেলের দখল সামনে আনছে পেট্রোডলার, শুল্কের রাজনীতি অ্যাপল এবার সাশ্রয়ী হবে