বান্ধবীর বাসায় চুরি করে স্বামীকে দিলেন আইফোন, বন্ধুকে স্বর্ণের চেইন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
     ১১:২০ অপরাহ্ণ

বান্ধবীর বাসায় চুরি করে স্বামীকে দিলেন আইফোন, বন্ধুকে স্বর্ণের চেইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ১১:২০ 111 ভিউ
কিশোরগঞ্জের ভৈরবে বান্ধবীর বাসা থেকে স্বর্ণালংকার চুরি করে স্বামীকে কিনে দিলেন আইফোন, ছেলে বন্ধুকে দিলেন স্বর্ণের চেইন। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকালে গ্রেফতার স্বামী-স্ত্রীসহ ছেলে বন্ধুকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ভৈরব পৌর শহরের জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে সুমাইয়া বেগম (১৮) ও তার স্বামী রুহান মিয়া (২০)। এছাড়া সুমাইয়ার ছেলে বন্ধু আক্তার হোসেন (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার সুমাইয়া বেগম কমলপুর নিউটাউন এলাকার বান্ধবী নিধীর বাড়িতে বেড়াতে যান। নিধী মামার বাসায় থাকতেন। এ সময় নিধীর মামি ও তার সন্তান বাসায় না থাকায় সুমাইয়া বেগম আলমারি থেকে ৬ ভরি ১১

আনা স্বর্ণালংকার চুরি করে। পরবর্তীতে চুরিকৃত স্বর্ণের অলংকার বিক্রি করে স্বামীকে কিনে দিলেন একটি আইফোন ও নিজে কিনলেন একটি স্মার্টফোন ও বন্ধুকে দিলেন ১৪ আনা ওজনের একটি চেইন। চুরির অভিযোগ পেয়ে ২৫ জানুয়ারি শহরের কমলপুর নিউটাউন এলাকার বান্টি বেগমের বাসায় যায় ভৈরব থানা পুলিশ। পুলিশ সেখানকার সিসিটিভির ফুটেজ দেখে মঙ্গলবার রাতে চুরির ঘটনার সঙ্গে জড়িত বান্ধবী সুমাইয়াকে গ্রেফতার করে। সুমাইয়া পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে রুহান ও আক্তার হোসেনকে বুধবার সকালে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৪ আনা ওজনের একটি চেইন উদ্ধার করা হয়। এ বিষয়ে অভিযোগকারী বান্টি বেগম বলেন, আমাদের বাড়িতে এক সময়

ভাড়া থাকত সুমাইয়া ও তার পরিবার। ২৫ জানুয়ারি আমি ও আমার মা বেড়াতে গিয়েছিলাম। আমার বড় বোনের মেয়ে নিধীর বান্ধবী সুমাইয়া। ওই দিন সন্ধ্যায় আমরা বাড়িতে না থাকায় এ সুযোগে সে বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। সে আমাদের ঘরের আলমারিতে থাকা ১৪ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের ব্রেসলেট, ৩ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, ৫ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, সাড়ে ৩ ভরি ওজনের ১টি স্বর্ণের হার, ২টি স্বর্ণের কানের দুলসহ ৬ ভরি ১১ আনা স্বর্ণ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন বলেন, চুরির ঘটনায় পুলিশ তদন্ত করে সুমাইয়া,

তার স্বামী ও বন্ধুকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। সুমাইয়া চুরি করা স্বর্ণালংকার বিক্রি করে তার স্বামীর জন্য ১ লাখ টাকা দিয়ে আইফোন ও বন্ধুকে স্বর্ণের চেইন দেয়। এছাড়া নিজের জন্য একটি স্মার্টফোন কিনেছে। তার কাছে কিছু নগদ টাকাও পাওয়া যায়। তাদের গ্রেফতার করার পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বোরখা পরে পার্লামেন্টে আসা সেই সিনেটরের পদ স্থগিত কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন মেট্রোর অনলাইন রিচার্জে ধস, ৪ ঘণ্টায় ৭ লাখ হিট তানজিন তিশার ভয়েস রেকর্ড রুপাজয়ী খই খইয়ের স্বপ্ন এখন অলিম্পিক মেট্রোরেলের ভাড়া কার্ডে প্রথম দিনই অনলাইন রিচার্জে বাধা যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি প্রমাণিত হলে যে শাস্তি টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো, কারণ কী অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও জোরপূর্বক গর্ভপাতের গুরুতর অভিযোগ ফ্যাসিস্ট ইউনুসের প্রশাসনিক মব সন্ত্রাসের শিকার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা – কর্মীরা। আমাদের সংগ্রাম চলবেই। “কোন প্রকার উন্নয়নের বাস্তবায়ন দেখছি না, কোন সংস্কার দেখছি না; আরও চুরি-ডাকাতি বাড়ছে” “বাংলাদেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগ, একটা সর্ববৃহৎ দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এটা কতটুকু ফলপ্রসূ হবে- তা আমি জানিনা” মন্ত্রণালয়ের সর্বশেষ সংশোধিত গেজেট (৩রা আগস্ট ২০২৫ প্রকাশিত) অনুযায়ী মোট ৮৩৬ জনকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে “আওয়ামী লীগের সময় সায়দাবাদে রাত ৩ টার সময় ৩ লক্ষ টাকা নিয়ে দাঁড়ায় থাকতে ভয় পাইতো না মানুষ; আর এখন রাত ১০ টার পরে ৩ হাজার টাকা নিয়ে থাকতেও ভয় পায়” পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান টেলিযোগাযোগ প্রকৌশলী আবু হেনার বিরুদ্ধে হিজবুত তাহরীর সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ রাজধানীর বসুন্ধরায় লাকসাম উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল আমিনের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ ইউনূস চরম পুরুষতান্ত্রিক, হাপিস করে দিয়েছেন নোবেলের সঙ্গিনী তসলিমা বেগমকে: তসলিমা নাসরিন