বান্ধবীর বাসায় চুরি করে স্বামীকে দিলেন আইফোন, বন্ধুকে স্বর্ণের চেইন – ইউ এস বাংলা নিউজ




বান্ধবীর বাসায় চুরি করে স্বামীকে দিলেন আইফোন, বন্ধুকে স্বর্ণের চেইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ১১:২০ 74 ভিউ
কিশোরগঞ্জের ভৈরবে বান্ধবীর বাসা থেকে স্বর্ণালংকার চুরি করে স্বামীকে কিনে দিলেন আইফোন, ছেলে বন্ধুকে দিলেন স্বর্ণের চেইন। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকালে গ্রেফতার স্বামী-স্ত্রীসহ ছেলে বন্ধুকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ভৈরব পৌর শহরের জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে সুমাইয়া বেগম (১৮) ও তার স্বামী রুহান মিয়া (২০)। এছাড়া সুমাইয়ার ছেলে বন্ধু আক্তার হোসেন (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার সুমাইয়া বেগম কমলপুর নিউটাউন এলাকার বান্ধবী নিধীর বাড়িতে বেড়াতে যান। নিধী মামার বাসায় থাকতেন। এ সময় নিধীর মামি ও তার সন্তান বাসায় না থাকায় সুমাইয়া বেগম আলমারি থেকে ৬ ভরি ১১

আনা স্বর্ণালংকার চুরি করে। পরবর্তীতে চুরিকৃত স্বর্ণের অলংকার বিক্রি করে স্বামীকে কিনে দিলেন একটি আইফোন ও নিজে কিনলেন একটি স্মার্টফোন ও বন্ধুকে দিলেন ১৪ আনা ওজনের একটি চেইন। চুরির অভিযোগ পেয়ে ২৫ জানুয়ারি শহরের কমলপুর নিউটাউন এলাকার বান্টি বেগমের বাসায় যায় ভৈরব থানা পুলিশ। পুলিশ সেখানকার সিসিটিভির ফুটেজ দেখে মঙ্গলবার রাতে চুরির ঘটনার সঙ্গে জড়িত বান্ধবী সুমাইয়াকে গ্রেফতার করে। সুমাইয়া পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে রুহান ও আক্তার হোসেনকে বুধবার সকালে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৪ আনা ওজনের একটি চেইন উদ্ধার করা হয়। এ বিষয়ে অভিযোগকারী বান্টি বেগম বলেন, আমাদের বাড়িতে এক সময়

ভাড়া থাকত সুমাইয়া ও তার পরিবার। ২৫ জানুয়ারি আমি ও আমার মা বেড়াতে গিয়েছিলাম। আমার বড় বোনের মেয়ে নিধীর বান্ধবী সুমাইয়া। ওই দিন সন্ধ্যায় আমরা বাড়িতে না থাকায় এ সুযোগে সে বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। সে আমাদের ঘরের আলমারিতে থাকা ১৪ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের ব্রেসলেট, ৩ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, ৫ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, সাড়ে ৩ ভরি ওজনের ১টি স্বর্ণের হার, ২টি স্বর্ণের কানের দুলসহ ৬ ভরি ১১ আনা স্বর্ণ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন বলেন, চুরির ঘটনায় পুলিশ তদন্ত করে সুমাইয়া,

তার স্বামী ও বন্ধুকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। সুমাইয়া চুরি করা স্বর্ণালংকার বিক্রি করে তার স্বামীর জন্য ১ লাখ টাকা দিয়ে আইফোন ও বন্ধুকে স্বর্ণের চেইন দেয়। এছাড়া নিজের জন্য একটি স্মার্টফোন কিনেছে। তার কাছে কিছু নগদ টাকাও পাওয়া যায়। তাদের গ্রেফতার করার পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয় রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি ৯৮০০ কোটি টাকা খরচের পরও চট্টগ্রাম নগরী ডুবছেই ইতিহাসের সাক্ষী খাসনগর দীঘি সেই শিক্ষা সচিবের পিএসকেও সরিয়ে দেওয়া হলো পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট পাকিস্তানের রেস্তোরাঁয় মিলছে গাধার মাংস সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ