বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ – ইউ এস বাংলা নিউজ




বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ৯:০৮ 3 ভিউ
রাজধানীর বাড্ডার একটি বাসার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, সবার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশের একটি ভবনের এই ঘটনা ঘটে। পরে সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দগ্ধরা হলেন তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)। ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামের স্থায়ী বাসিন্দা তোফাজ্জল মিয়া পরিবারের নিয়ে ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন

বিন রহমান বলেন, বাড্ডায় বাসায় বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে তোফাজ্জল হোসেন শরীর ৮০ শতাংশ, তার স্ত্রী মঞ্জুরা বেগম ৬৭ শতাংশ, তানজিলা ৬৬ শতাংশ, মিথিলা ৬০ শতাংশ ও তানিশা ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ বলেন, তোফাজ্জল মিয়া একটি সিমেন্টের ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেন। রান্না করার জন্য রাতে চুলায় আগুন দেওয়ার সঙ্গে সাঙ্গেই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতেই সবাই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা

হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪ কুরবানির আগে অস্থির মসলার বাজার নির্বাচনের পথেই সমাধান হুন্ডি-অর্থ পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ বজ্রপাতে ১০ জনের মৃত্যু সিসা লাউঞ্জে অভিযান ঘিরে লঙ্কাকাণ্ড ভয় দেখিয়ে নারীকে দফায় দফায় ধর্ষণ, আটক ১ ঝুলে আছে পদোন্নতি, ডিসি নিয়োগ ও প্রত্যাহার নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু বইমেলা’ ২৪-২৫ মে নিজাম হাজারীর মতো তার স্ত্রীরও অঢেল অর্থ-সম্পদ ছাড়া পেলেন উপদেষ্টাকে বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী ঐক্যের দোহাই দিয়ে নারীর অধিকার অস্বীকার করা যাবে না নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ জবি শিক্ষক-শিক্ষার্থীরা গণঅনশনে, কাকরাইল মাতাচ্ছেন কবিতা স্লোগানে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চান জেলেনস্কি আসছেন সেই ফাহমিদুল, এবার সুযোগ পাবেন তো? ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, জনমনে আতঙ্ক ‘মুলা না বোতল’, জবির আন্দোলনে অংশ নিয়ে দীপ্তি চৌধুরীর স্লোগান