বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নেই কেন, প্রশ্ন দেবের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নেই কেন, প্রশ্ন দেবের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০১ 160 ভিউ
বাংলাদেশ-ভারত সীমান্তের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও কাঁটাতারের বেড়া না থাকার কারণ জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এমপি এবং টলিউড ফিল্মস্টার দীপক অধিকারী ওরফে দেব। খবর এবিপি আনন্দ। দেব পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ঘাটাল আসনের এমপি। বর্তমানে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় শীতকালীন অধিবেশন চলছে। সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্ত সম্পর্কিত ৪টি প্রশ্ন লিখিত আকারে জমা দিয়েছিলেন দেব। তার সেসব প্রশ্নের উত্তর আজ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেবের ৪টি প্রশ্ন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া উত্তরগুলো ছিল— প্রশ্ন নং ১) বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্ত এলাকা কত? জবাবে কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে মোট ৪০৯৬.৭০ কিলমিটার সীমান্ত রয়েছে ভারতের। প্রশ্ন নং ২) কোন কোন রাজ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে পড়েছে? কেন্দ্র

জানিয়েছে, পশ্চিমবঙ্গ (২২১৬.৭ কিলোমিটার), আসাম (২৬৩ কিলোমিটার), মেঘালয় (৪৪৩ কিলোমিটার), ত্রিপুরা (৮৫৬ কিলোমিটার) এবং মিজোরাম (৩১৮ কিলোমিটার)। প্রশ্ন নং ৩) বাংলাদেশ সীমান্তের কত কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই? কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪.৪৮২ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে ১৭৪.৫১৪ কিলোমিটারে বেড়া বসানোর উপায় নেই। ৪) কেন বাংলাদেশ সীমান্তের সর্বত্র কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হচ্ছে না? উত্তরে কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত আংশিকভাবে কাঁটাতারহীন হয়ে রয়েছে। এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে। কিছু জায়গায় জলাভূমি রয়েছে। আবার ধস-প্রবণ এলাকাও রয়েছে সীমান্তে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) কাঁটাতারের বেড়া বসাতে দিচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র। কাঁটাতারের বেড়া বসানো একটি দীর্ঘকালীন কাজ। সে ক্ষেত্রে আবহাওয়াজনিত

প্রতিবন্ধকতাও রয়েছে। আবার জমি অধিগ্রহণে দেরি হওয়াতেও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো যাচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, গত আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সীমান্ত দিয়ে ভারতে লাগাতার অনুপ্রবেশের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। সম্প্রতি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী কিছু অঞ্চলে সংঘাতও হয়েছে। সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে সংঘাতও দেখা দিয়েছে ভারতের। সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজ্য রাজনীতিতে যখন রাজনৈতিক টানাপোড়েন চরমে, সেই সময় দেশের সংসদে বিষয়টি উত্থাপন করলেন তৃণমূলের তারকা সাংসদ দেব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজনৈতিক ও ধর্মভিত্তিক সহিংসতার ঘটনায় উদ্বেগঃ বাংলাদেশে গুরুতর মানবিক সংকটের শঙ্কা মার্কিন থিংকট্যাংক সিএফআর-এর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন জমায় বাধা: সার্ভার ডাউন দেখিয়ে জামাতী প্রসাশনের ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি! একুশে ফেব্রুয়ারি-সরস্বতী পূজার ছুটি বাতিল, সরকারের সিদ্ধান্তে তীব্র বিতর্ক অপ্রতিরোধ্য এক দেয়ালের অবসান ঘটল খালেদা জিয়ার মৃত্যুর দিন রুমিনসহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি জমি বিরোধে সন্ত্রাসী হামলা, কক্সবাজারে যুবদল নেতা খুন বরগুনায় এয়ারগান দিয়ে কারারক্ষীর পাখি শিকার ইউনুস সরকারের অধীনে সংখ্যালঘু হওয়া মানেই মৃত্যুর অপেক্ষা। কমিউনিটি ক্লিনিক ও প্রশ্নবিদ্ধ প্রশাসন,জবাবদিহি কোথায়? হাদী হত্যা: দুবাই থেকে ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি মাসুদের, দায় চাপালেন জামায়াতের ওপর মিছিলে খালেদা জিয়ার উপস্থিতি ও শেখ হাসিনার ওপর প্রাণঘাতী হামলা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি গণতন্ত্র নয়, লুটতন্ত্র, বিএনপির তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ংকর অভিযোগ বিশ্বাসঘাতকতা ও ইতিহাস অস্বীকারই ড. ইউনুসের কৌশল অ-সরকারের সতেরো মাস : তিনগুণ খেলাপি ঋণ, শূন্য বিনিয়োগ ক্ষমতার নেশায় বুঁদ হয়ে যারা দেশকে জিম্মি করে রেখেছে আলাদিনের প্রদীপ থেকে বেরিয়ে আসা জ্বীনের কবলে যখন খোদ আলাদিনেরাই! ক্ষমতার দাবার চালে অসুস্থ খালেদা জিয়া: মানবিকতার চেয়ে যখন রাজনৈতিক স্বার্থই মুখ্য! লাশ নিয়ে টালবাহানা করিও না’—মৃত্যুর আগে সন্তানদের প্রতি রফিকুল্লা আফসারীর আবেগঘন ভিডিও বার্তা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে