বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে – ইউ এস বাংলা নিউজ




বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:১৫ 29 ভিউ
বাংলাদেশে ঘাটতি বা দাম বাড়লেও ভারত থেকে চাল আমদনি করে থাকে। আন্তর্জাতিক বাজার থেকে আগামী মাসে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। আগামী ৭ আগস্ট এ দরপত্র আহ্বান করা হবে। আর বাংলাদেশের এ ৯ লাখ টন চাল কেনার খবরে ভারতে নন-বাসমতি চালের দাম ৮-১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। বিশ্বে যত চাল রপ্তানি হয় তার ৪০ শতাংশই ভারত করে। দেশটির ব্যবসায়ীদের আশা বাংলাদেশ নতুন করে যে ৯ লাখ টন চাল কিনতে যাচ্ছে সেটির বড় একটি অংশ রপ্তানির সুযোগ পাবেন তারা। কারণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তাদের চালের দাম

কম এবং বাংলাদেশে ভারত সহজে পণ্য রপ্তানি করতে পারে। দেশটির ব্যবসায়িক একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের রপ্তানির ঘোষণার কারণে স্বর্ণা, মিনিকেট এবং সোনা মাসোরির চাহিদা বহুলাংশে বৃদ্ধি পাবে। বাংলাদেশে চাল রপ্তানিকারক বড় প্রতিষ্ঠান ভিলা গ্রুপের প্রধান নির্বাহী সুরাজ আগারওয়াল ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেছেন, “বাংলাদেশের রপ্তানির খবরের প্রভাব ইতিমধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজারে পড়া শুরু হয়েছে। যেখানে ভোক্তা পর্যায়ে চালের দাম গত কয়েক সপ্তাহে ৮-১০ শতাংশ বেড়েছে।” ভারতের চাল প্রক্রিয়াজাতকারকরা জানিয়েছেন বাংলাদেশে নন-বাসমতি চালের চাহিদা অনেক বেশি। বাংলাদেশ চাল আমদানি করবে এ খবর যখন ছড়িয়েছে তখনই অভ্যন্তরীণ বাজারে এসব চালের দাম বেড়েছে। দেশটির চাল রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কৃষ্ণা রাও বলেছেন, “মালামাল পরিবহনের সুবিধা এবং শক্তিশালী উৎপাদনের কারণে

ভারত বাংলাদেশে অনেক চাল রপ্তানি করবে বলে আমাদের আশা।” চাল রপ্তানিকারকরা জানিয়েছেন, ৯ লাখ টনের মধ্যে বাংলাদেশ সরকার কিনবে ৪ লাখ টন । বাকি ৫ লাখ টন কেনা হবে বেসরকারিভাবে। দরপত্রের মাধ্যমে চাল কেনার আদেশ পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে সেগুলো রপ্তানি করতে পারবেন রপ্তানিকারকরা। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বিহারে উৎপাদিত মিনিকেট এবং সোনা মাসোরি চাল বাংলাদেশে রপ্তানি করা হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ব্যবসায়িক একটি সূত্র জানিয়েছেন, বাংলাদেশ সাধারণত আগস্টের পর চাল আমদানি করে থাকে। কিন্তু জুলাই ও আগস্টে অত্যাধিক বৃষ্টির কারণে বপন করা ফসল নষ্ট হয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে এবার আগেই চাল আমদানি করছে ঢাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি ইসির আরও ৫২ কর্মকর্তাকে বদলি ওসমানীতে বিমানের চাকা ফেটে নিহত ১ ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ভর্তি ২৭৮ নওগাঁয় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় দুজনের যাবজ্জীবন আমার স্ত্রী পুতিনকে পছন্দ করে: ট্রাম্প ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে, দাবি ইরানি এমপির ‘জয় বাংলা’ স্লোগান শুনে রেগে গেলেন বিজেপি নেতা শুভেন্দু ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি, কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প মোদিকে দায়িত্বজ্ঞানহীন বললেন প্রিয়াংকা কপিলের লড়াইয়ের পেছনের রহস্য ফাঁস করলেন অর্চনা সিং নিজেকেই ট্রল করলেন উর্বশী দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ নির্যাতনসহ নানা অভিযোগে পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১