বন্ধুকে দেওয়া কথা রাখলেন না সাকিব আল হাসান – ইউ এস বাংলা নিউজ




বন্ধুকে দেওয়া কথা রাখলেন না সাকিব আল হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৪৬ 10 ভিউ
সাকিব আল হাসানের বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সেখানে সাকিবের রুমমেট ছিলেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। বন্ধুর আকস্মিক অবসরের ঘোষণায় পিন্টুর প্রতিক্রিয়া, ‘ভারতে টেস্টের আগে সে যখন ইংল্যান্ডে ছিল তখন কথা হয়েছিল। সেই সময় অবসর নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে আমাদের বন্ধুদের আলোচনায় আমরা প্রায়ই খুনসুটি করি কে কবে অবসর নেব। ও (সাকিব) বলছিল ২০২৫ সালে নিতে পারি।’ সাকিব বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়াবিদ। অসংখ্য রেকর্ড সাকিবের, অর্জনও অনেক। তাই সাকিবকে ধুমকেতুর সঙ্গে তুলনা করলেন রুমমেট পিন্টু, ‘নক্ষত্র (ধুমকেতু) দেখতে যেমন ৭৫ বছর অপেক্ষা করতে হয়। সাকিব বাংলাদেশের ক্রিকেটের সেই নক্ষত্র। এই রকম নক্ষত্র দেখতে কত বছর অপেক্ষা করতে

হয় সেটাই দেখার বিষয়।’ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি সাকিবের দুই ব্যাচ সিনিয়র। সাকিব আল হাসানের আকস্মিক সিদ্ধান্ত নিয়ে এমিলি জানিয়েছেন, ‘সে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় সম্পদ। তার না খেলার কারণে যে অভাব তৈরি হবে সেটা সহসাই পূরণ হওয়ার নয়। পারিপার্শ্বিক অবস্থা ও সবকিছু মিলিয়ে হয়তো সেই এই সিদ্ধান্ত নিয়েছে।’ সাকিবের বয়স এখন ৩৭ বছর। এই বয়সেও ভালো পারফরম্যান্স করছেন। এমিলি মনে করেন সাকিব চাইলে আরও খেলতে পারতেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ৪০ বছর বয়সেও খেলতে দেখা যায়। সে হিসেবে সাকিব আরও ২ বছর খেলতেই পারতেন।’ এদিকে বৃহস্পতিবার কানপুর টেস্টের আগেরদিন সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টিতে আর না খেলার

সিদ্ধান্ত জানিয়েছেন। সাকিবের এই সিদ্ধান্ত আলোড়ন তুলেছে গোটা ক্রীড়াঙ্গনেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুরোনোর বদলে নতুন সিন্ডিকেট চাই না রাজনৈতিক ব্যাংকের অবস্থা নাজুক ‘বিকাশে’ বিমানের ফ্লাইট বেচাকেনা নতুন সংবিধান রচনা ও জুলাই হত্যাকারীদের বিচারের দাবি ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরাইল ডিম-মুরগির দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা লোপাট অপুষ্টিতে ধুঁকে মরছে আফগানি শিশুরা টানা বৃষ্টিতে পাঁচ জেলায় জলাবদ্ধতা, শেরপুর ময়মনসিংহে বন্যার অবনতি ডিসি পদে বাছাই প্রক্রিয়া ও পদায়নে বিতর্ক সৃষ্টিতে উদ্বেগ সরকার নির্বাচন নিয়ে উদাসীন: মেজর হাফিজ কালো পতাকায় কালেমা: বিপজ্জনক প্রবণতা বিজয়নগরে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ রাজধানীতে ভারি বৃষ্টি হতে পারে আজও ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরাইল সব নদ-নদী ঘিরে হবে ব্লু-নেটওয়ার্ক উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করবেন: সেনাপ্রধান মধ্যস্বত্বভোগীদের কারণেই ইলিশের দাম আকাশছোঁয়া মরিশাসের হাতে গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ তুলে দিচ্ছে যুক্তরাজ্য ভারতে আজ প্রথম টি ২০ সাকিব-উত্তর বাংলাদেশের নতুন পথচলা শুরু সারা দেশে ভারি বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা চট্টগ্রামে