ফিলিস্তিন আরাকান কাশ্মীরের স্বাধীনতার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ফিলিস্তিন আরাকান কাশ্মীরের স্বাধীনতার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৬:২২ 35 ভিউ
নির্যাতিত মজলুম মুসলমানদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষায় ফিলিস্তিন, আরাকান ও কাশ্মীরকে স্বাধীন করার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দেন। তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি আরাকান’, ‘ফ্রি ফ্রি কাশ্মীর’, ‘বিশ্ববাসী এক হ ‘, ‘গাজা দখল রুখে দাও’, ‘দুনিয়ার মুসলিম এক হও’, লড়াই করো’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মিয়ানমারের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন। জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভে অংশ নেন

যুগ্ম আহবায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য তোফায়েল আহমেদ ও ওয়াসিম আহমদ; বিপ্লবী ছাত্র পরিষদের আহবায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব প্রমুখ। বিক্ষোভে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, আজ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানরা গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর ঘৃণ্য গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা সবাই দাবি জানাচ্ছি, মজলুম ফিলিস্তিনিদের রক্ষায় অবিলম্বে গাজায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ইসরাইলি সরকার ও সেনা সদস্যদের বিচার করতে হবে। তিনি আরও

বলেন, আমরা ফিলিস্তিনের মজলুমদের পাশাপাশি আমাদের এ অঞ্চলের দুই মজলুম মুসলিম জাতি ভারতের দখলকৃত কাশ্মীরের মুসলমানদের ও মিয়ানমারের দখলকৃত আরাকানের রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিপীড়নের প্রতিবাদ জানাই। আমরা চাই বাংলাদেশ সরকার আমাদের প্রতিবেশী মুসলিম ভাইদের রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে নিয়মিত তৎপরতা চালাবে। জাতীয় বিপ্লবী পরিষদের এ সিনিয়র যুগ্ম আহবায়ক বিশ্ববাসীকে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইল সমর্থক সব ব্র্যান্ডের পণ্য বর্জন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ইসরাইলি পণ্য কিনলে সেই টাকা দিয়ে বোমা বানিয়ে তারা ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করে। তাই ইসরাইলি পণ্য বর্জন চালিয়ে যেতে হবে। জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

ও রাজনৈতিক দলগুলো দীর্ঘ দিন নিরবতা পালন করছিল। তবে জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্রজনতা ১৬ ডিসেম্বর দল গঠনের দুই মাসের মাথায় জাতীয় বিপ্লবী পরিষদ নিরবতার অবসান ঘটায়। আমাদের দল গত ৭ ফেব্রুয়ারি এই বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ আয়োজন করে ঘোষণা দিয়েছিল ‘বাংলাদেশ ফিলিস্তিনকে ভুলে যাবে না বরং প্রতি শুক্রবার ফিলিস্তিনের জন্য ছাত্রজনতা বিক্ষোভ করবে’। আলহামদুলিল্লাহ এখন বিএনপি-জামায়াতসহ গোটা দেশ ফিলিস্তিনের জন্য সরব হয়েছে। তিনি বলেন, ইসরাইলকে অবৈধ রাষ্ট্রের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্মুদ্রিত করতে আমরা ১৫ ফেবরুয়ারি থেকে এক মাস টানা আন্দোলনে করেছি। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বলেছেন ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্মুদ্রণের বিষয়ে তিনি ইতিবাচক। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ

না নেওয়ায় এখনো আমাদের দাবি পূরণ হয়নি। এ অবস্থায় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে কঠোর আন্দোলনের উদ্যোগ নেব। জাতীয় বিপ্লবী পরিষদের এই নেতা বলেন, আমরা এক দুই দিন মিছিল করে থেমে যাব না। বরং ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত জাতীয় বিপ্লবী পরিষদের প্রতি শুক্রবারের বিক্ষোভ চলমান থাকবে। আগামী দিনে সব মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতেও এ কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে হলে রাজনীতি বিরোধিতার পেছনে নিপীড়নের স্মৃতি ও নতুন তৎপরতা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ উপদেষ্টাদের সততার ওপরের পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার সিঙ্গাপুরের সামনে যত চ্যালেঞ্জ গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ ভারত থেকে পোশাক কেনা স্থগিত করছে মার্কিন কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড় আদিবাসী অধিকার প্রতিষ্ঠা ও সাংবিধানিক স্বীকৃতির দাবি তুষারের ‘নগ্ন ভিডিও’ ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার বিসিবির প্রধান কিউরেটর পদে হেমিং, গামিনীকে নিয়ে যা জানা গেল ‘বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল’ সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি কল্লা শহীদ মাজারে ওরস শুরু রোববার সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ