ফিলিস্তিন আরাকান কাশ্মীরের স্বাধীনতার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫
     ৬:২২ অপরাহ্ণ

ফিলিস্তিন আরাকান কাশ্মীরের স্বাধীনতার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৬:২২ 59 ভিউ
নির্যাতিত মজলুম মুসলমানদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষায় ফিলিস্তিন, আরাকান ও কাশ্মীরকে স্বাধীন করার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দেন। তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি আরাকান’, ‘ফ্রি ফ্রি কাশ্মীর’, ‘বিশ্ববাসী এক হ ‘, ‘গাজা দখল রুখে দাও’, ‘দুনিয়ার মুসলিম এক হও’, লড়াই করো’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মিয়ানমারের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন। জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভে অংশ নেন

যুগ্ম আহবায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য তোফায়েল আহমেদ ও ওয়াসিম আহমদ; বিপ্লবী ছাত্র পরিষদের আহবায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব প্রমুখ। বিক্ষোভে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, আজ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানরা গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর ঘৃণ্য গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা সবাই দাবি জানাচ্ছি, মজলুম ফিলিস্তিনিদের রক্ষায় অবিলম্বে গাজায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ইসরাইলি সরকার ও সেনা সদস্যদের বিচার করতে হবে। তিনি আরও

বলেন, আমরা ফিলিস্তিনের মজলুমদের পাশাপাশি আমাদের এ অঞ্চলের দুই মজলুম মুসলিম জাতি ভারতের দখলকৃত কাশ্মীরের মুসলমানদের ও মিয়ানমারের দখলকৃত আরাকানের রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিপীড়নের প্রতিবাদ জানাই। আমরা চাই বাংলাদেশ সরকার আমাদের প্রতিবেশী মুসলিম ভাইদের রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে নিয়মিত তৎপরতা চালাবে। জাতীয় বিপ্লবী পরিষদের এ সিনিয়র যুগ্ম আহবায়ক বিশ্ববাসীকে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইল সমর্থক সব ব্র্যান্ডের পণ্য বর্জন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ইসরাইলি পণ্য কিনলে সেই টাকা দিয়ে বোমা বানিয়ে তারা ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করে। তাই ইসরাইলি পণ্য বর্জন চালিয়ে যেতে হবে। জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

ও রাজনৈতিক দলগুলো দীর্ঘ দিন নিরবতা পালন করছিল। তবে জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্রজনতা ১৬ ডিসেম্বর দল গঠনের দুই মাসের মাথায় জাতীয় বিপ্লবী পরিষদ নিরবতার অবসান ঘটায়। আমাদের দল গত ৭ ফেব্রুয়ারি এই বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ আয়োজন করে ঘোষণা দিয়েছিল ‘বাংলাদেশ ফিলিস্তিনকে ভুলে যাবে না বরং প্রতি শুক্রবার ফিলিস্তিনের জন্য ছাত্রজনতা বিক্ষোভ করবে’। আলহামদুলিল্লাহ এখন বিএনপি-জামায়াতসহ গোটা দেশ ফিলিস্তিনের জন্য সরব হয়েছে। তিনি বলেন, ইসরাইলকে অবৈধ রাষ্ট্রের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্মুদ্রিত করতে আমরা ১৫ ফেবরুয়ারি থেকে এক মাস টানা আন্দোলনে করেছি। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বলেছেন ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্মুদ্রণের বিষয়ে তিনি ইতিবাচক। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ

না নেওয়ায় এখনো আমাদের দাবি পূরণ হয়নি। এ অবস্থায় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে কঠোর আন্দোলনের উদ্যোগ নেব। জাতীয় বিপ্লবী পরিষদের এই নেতা বলেন, আমরা এক দুই দিন মিছিল করে থেমে যাব না। বরং ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত জাতীয় বিপ্লবী পরিষদের প্রতি শুক্রবারের বিক্ষোভ চলমান থাকবে। আগামী দিনে সব মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতেও এ কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের প্রহসনমূলক বিচারের রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ১৮ নভেম্বর : সারা দেশে সর্বাত্মক শাটডাউন The political Lens By RP Station মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টের রায় প্রত্যাখ্যান ও দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ অবধি দুর্বার আন্দোলনের ঘোষণা স্বেচ্ছাসেবক লীগের। শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও প্রহসনমূলক মামলার সাজানো রায় প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১০০১ প্রগতিশীল শিক্ষকবৃন্দ আইসিটির দেওয়া রায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি অবৈধ ট্রাইব্যুনালকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘৃণাভরে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। ওয়ার্কার্স পার্টির কার্যালয় দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের বিবৃতি তথাকথিত বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক প্রদত্ত রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি শেখ হাসিনার বিরুদ্ধে ‘প্রহসনমূলক’ বিচার : বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের চিকিৎসকদের তীব্র নিন্দা ১০২ জন সাংবাদিকের যৌথ বিবৃতি প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান প্রহসনমূলক বিচার এর প্রেক্ষিতে দেশে বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের ১০০ জন চিকিৎসকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইউনুসের পুলিশের হাতে খুন হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নতুন বাংলাদেশের অসহায় বাস্তবতা রাতেও ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ ধানমন্ডি ২৭-এ পরপর দুটি ককটেল বিস্ফোরণ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: মিষ্টি বিতরণ নিয়ে বরিশালে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ শেখ হাসিনার প্রহসনমূলক বিচারের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের পক্ষের ১০১ প্রকৌশলীর প্রতিবাদ রায় প্রত্যাখ্যান করল আওয়ামী লীগ, সারা দেশে শাটডাউনের ডাক শেখ হাসিনার প্রহসনমূলক বিচারের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের পক্ষের ১০০ জন চিকিৎসকের প্রতিবাদ