ফিলিপাইনের নৌঘাঁটির কাছে ৬০ চীনা জাহাজ – ইউ এস বাংলা নিউজ




ফিলিপাইনের নৌঘাঁটির কাছে ৬০ চীনা জাহাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ | ৮:১০ 25 ভিউ
দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি থিটু দ্বীপের কাছে চীনা বেসামরিক জাহাজের সংখ্যা বেড়েছে। তবে দেশটির নৌবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এতে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার প্রকাশিত স্যাটেলাইট চিত্রের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল আলফোনসো টোরেস বলেছেন, জাহাজগুলোর এখানে আসা স্বাভাবিক। ম্যানিলা, পেন্টাগন ও বিদেশি কূটনীতিকরা মনে করেন, এসব জাহাজ চীনের কোস্টগার্ড ও নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে বেইজিংয়ের উপস্থিতি শক্তিশালী করার কাজ করে। সোমবার ম্যাক্সার টেকনোলজিসের তোলা ছবিতে প্রায় ৬০টি জাহাজ দেখা গেছে। এর মধ্যে কিছু থিটু দ্বীপ থেকে মাত্র দুই নটিক্যাল মাইল দূরে। ফিলিপাইনে পাগ-আসা নামে পরিচিত দ্বীপটি দক্ষিণ চীন

সাগরের একটি কৌশলগত স্থান। এখান থেকে চীনা জাহাজ ও বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করে ম্যানিলা। ফিলিপাইন নৌবাহিনীর দক্ষিণ চীন সাগর বিষয়ক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল রয় ত্রিনিদাদ বলেছেন, আমরা জাহাজগুলোর বিষয়ে অবগত আছি। এগুলোকে অবৈধ উপস্থিতি বলা যায়। তবে এতে উদ্বেগের কিছু নেই। তিনি আরও বলেছেন, প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেখানো জরুরি নয়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো নিজেদের অবস্থান বজায় রাখা। অনলাইনে জাহাজ ট্র্যাকিং সাইটগুলোতে দেখা গেছে, স্যাটেলাইট ছবিতে থাকা অধিকাংশই চীনে নিবন্ধিত মৎস্য জাহাজ। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করে সাড়া পায়নি রয়টার্স। থিটু দ্বীপ ফিলিপাইনের বৃহত্তম ও কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ। দক্ষিণ চীন সাগরের এ অঞ্চলটি মূলত চীনের দাবি করা এলাকা হলেও

প্রতি বছর বিলিয়ন ডলারের পণ্য পরিবহনের জন্য স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৬ সালে হেগের স্থায়ী সালিশি আদালত রায় দিয়েছিল যে, দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে বেইজিংয়ের দাবির আন্তর্জাতিক আইনগত ভিত্তি নেই। সাম্প্রতিক মাসগুলোতে স্কারবরো আইল্যান্ডস ও সেকেন্ড থমাস শোলসের কাছে চীনা কোস্টগার্ড ও মৎস্য জাহাজ এবং ফিলিপাইনের জাহাজগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে। থিটু দ্বীপ চীনের সুবি রিফ নৌঘাঁটি ও রানওয়ের কাছাকাছি অবস্থিত। এই ঘাঁটি কখনও কখনও চীনের জাহাজগুলোর জন্য একটি বন্দরের কাজ করে থাকে। ত্রিনিদাদ বলেন, সুবি থেকে আসা-যাওয়ার পথে পাগ-আসার সীমানার মধ্য দিয়ে যেতে হয়। এ অঞ্চলে চীনা জাহাজগুলোর কার্যক্রম নিয়ে কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা গভীর নজর রাখছেন। চলতি সপ্তাহে চীনা জাহাজগুলোর ট্রান্সপন্ডার চালু

ছিল, যা তাদের গতিবিধি নিরীক্ষা করা সহজ করেছে। সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা বিশেষজ্ঞ কলিন কোহ মনে করেন, এই ঘটনাটি চীনের ম্যানিলার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার অংশ হতে পারে। বিশেষত দেশটির রাজনৈতিক পরিস্থিতির কারণে ম্যানিলার অবস্থা যাচাইয়ের সুযোগটা হয়তো হাতছাড়া করতে চায়নি বেইজিং। ফিলিপাইনের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নাটকীয়তা। বুধবার ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট দুতের্তে অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র তাকে পদ থেকে সরানোর চেষ্টা করছেন। থিটু দ্বীপে ফিলিপাইনের উপস্থিতি বাড়াতে ও পর্যবেক্ষণ ক্ষমতা উন্নত করতে সম্প্রতি কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে একটি হ্যাঙ্গার, যা কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কোহ আরও বলেন, সামনের দিনগুলোতে এটি গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। চীনা জাহাজের উপস্থিতি

অব্যাহত থাকলে থিটু দ্বীপে ফিলিপাইনের নির্মাণ প্রকল্প, বিশেষ করে হ্যাঙ্গারের কাজ বিলম্বিত হতে পারে বলে মনে করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশে হাজারো মানুষের ঢল চালের বাজার অস্থির, নাগালের বাইরে মাছ-মাংসের দাম বিয়ে না করেই একসঙ্গে বসবাস , বিপাকে অভিনেত্রী স্বাগতা সাকিব বাদে বিপিএল কি লবণ ছাড়া তরকারি? পুলিশের মধ্যে ডিবির হারুনের বিরুদ্ধে হত্যা মামলা সবচেয়ে বেশি অগ্নিনির্বাপক যন্ত্র বাণিজ্যের অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে রানপাহাড়ে চাপা পড়ল রাজশাহী, চিটাগংয়ের রেকর্ডগড়া জয় ‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে সিক্যুয়েল কমেনি চালের দাম সেদিন সেনাকুঞ্জে হাসিনাকে জুতা ছুড়ে মারেন সেনা অফিসাররা মাত্র ৩ ঘণ্টায় যেভাবে ইরানের গোপন অস্ত্র কারখানা ধ্বংস করল ইসরাইল ভয়ঙ্কর বন্দি নির্যাতনের কেন্দ্র এখন ধ্বংসস্তূপে পরিণত দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে গ্রেফতার করতে পুলিশের চেষ্টা কুরআনের বর্ণনায় ব্যভিচারের শাস্তি যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন আরচার দিয়া-রোমানও! ‘৭ বিয়ে’ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ বিপিএলের জন্য বিগ ব্যাশকে না বলা রিশাদকে বসিয়ে রাখছে বরিশাল ‘কোল্ড ডে কন্ডিশন’, উত্তরে বৃষ্টির আভাস যে জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল