প্রবাসীদের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল, সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা – ইউ এস বাংলা নিউজ




প্রবাসীদের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল, সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ | ৮:৩৬ 29 ভিউ
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাগারে আটক প্রবাসী বাংলাদেশিদের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল করেছেন বিদেশফেরত প্রবাসীরা। তবে পুলিশের বাধার মুখে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে আটকে যায়। পরে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নেন। এই কর্মসূচিতে অংশ নেওয়া প্রবাসীরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাতের আল সদর কারাগারে ২৫ জনসহ সৌদি আরব ও অন্যান্য দেশে আটক প্রবাসীদের মুক্তির জন্য সরকার কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। তারা দাবি করেন, পূর্ববর্তী শেখ হাসিনার সরকার বিদেশে সাজাপ্রাপ্ত দুই বাংলাদেশিকে ক্ষতিপূরণের টাকা দিয়ে দেশে ফিরিয়ে

এনেছিল। কিন্তু বর্তমান সরকার জুলাই আন্দোলনে সংহতি জানানোর কারণে শত শত প্রবাসী বিদেশে কারাগারে আটক থাকলেও তাদের মুক্তির জন্য কোনো উদ্যোগ বা খোঁজখবর নিচ্ছে না। মিছিলে অংশ নেওয়া একজন প্রবাসী বলেন, “আমরা আমাদের ভাই-বোনদের মুক্তির জন্য সরকারের কাছে সাহায্য চাইছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না। শেখ হাসিনার সরকার প্রবাসীদের জন্য পদক্ষেপ নিয়েছিল, কিন্তু বর্তমান সরকারের উদাসীনতায় আমরা হতাশ।” এদিকে, সংযুক্ত আরব আমিরাতে বৈষম্যবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করার কারণে গ্রেফতার হওয়া ১৮৮ জন প্রবাসীকে ক্ষমা করে মুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে অনেকে ইতোমধ্যে দেশে ফিরেছেন। তবে এখনও ২৫ জন আবুধাবির কারাগারে আটক রয়েছেন। বিক্ষোভকারীরা এই প্রবাসীদের মুক্তির জন্য প্রধান

উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। এক প্রবাসী নেতা বলেন, “আমাদের দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। কিন্তু তাদের এই দুর্দশার সময় সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা চাই সরকার অবিলম্বে পদক্ষেপ নিয়ে আটক প্রবাসীদের মুক্তি নিশ্চিত করুক।” প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত ৩ সেপ্টেম্বর জানিয়েছিলেন, ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে ৫৭ জন প্রবাসীর ক্ষমা নিশ্চিত করেছেন। তবে বিক্ষোভকারীদের দাবি, এরপরেও অনেক প্রবাসী বিভিন্ন দেশে কারাগারে রয়েছেন, এবং তাদের মুক্তির জন্য আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিক্ষোভকারীরা ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি, পুনর্বাসন, এবং ন্যায়বিচারের দাবি জানিয়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তারা বলছেন, সরকার যদি তাদের দাবি না

মানে, তবে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া সংসদে ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সংরক্ষিত : সালাহউদ্দিন অপরাধের শীর্ষে দেশের তিন শহর যতদিন উপভোগ করব ততদিনই খেলা চালিয়ে যাবো: সাকিব শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ সিরাজগঞ্জে সরকারি ভবন দখল করে জামায়াতের কার্যালয় আগামী বছরের হজ: আবেদন আহ্বান মন্ত্রণালয়ের ‘ডু অর ডাই’ কর্মসূচি ঘোষণা ইমরান খানের দল পিটিআইয়ের নিলামে ১৭ কোটির বেশি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট গিয়ে ৩ রোহিঙ্গা আটক ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা: ট্রাম্প বাংলাদেশের রেকর্ড হলো, আবার হলোও না গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত মিনিকেট নামে চাল সরবরাহ বন্ধের নির্দেশ ভোক্তা অধিকারের মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বন্ধ এক ম্যাচ পরই তিন বদল বাংলাদেশ দলে এ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না: জাপা মহাসচিব উড্ডয়নের পরই যুক্তরাজ্যে প্লেন বিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত