প্রথম দিনেই অনুপস্থিত ২৭ হাজার পরীক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




প্রথম দিনেই অনুপস্থিত ২৭ হাজার পরীক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৫:০৩ 42 ভিউ
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হয়েছে সারা দেশে। বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার প্রথম দিনেই সারা দেশে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের অপরাধে বহিষ্কার হয়েছেন ২২ জন পরীক্ষার্থী। এবার অনুপস্থিতির হার ১ দশমিক ৫৬ শতাংশ। মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি ৩.৬৭ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। গত বছর প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী। সে তুলনায় এবার অনুপস্থিতি বেড়েছে। প্রথম দিনের পরীক্ষা শেষে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষার

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। শিক্ষা উপদেষ্টা বলেন, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, পরীক্ষার পরিবেশ ভালো। এবারের পরীক্ষায় ৩৭১৫টি কেন্দ্রে ৩০০৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯২৮১৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সূত্রমতে, বৃহস্পতিবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। ২ হাজার ২৮২টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। এদিন ঢাকা শিক্ষা বোর্ডের ২ জন, কুমিল্লা

বোর্ডের ১ জন, যশোর বোর্ডের ১ জন, সিলেট বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডের ২ জন ও ময়মনসিংহ বোর্ডের ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর মাদরাসা শিক্ষা বোর্ডে ১০ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের ২ জন বহিষ্কার করা হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৩ হাজার ৪৯৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ১৭৩, রাজশাহী বোর্ডে ১ হাজার ৬২২, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৩, সিলেট বোর্ডের ৮৭৮, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৩৪১, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৫৫৩, ময়মনসিংহ বোর্ডে ৮৪২ ও যশোর বোর্ডে ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিকে প্রথম দিনে দাখিলের কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১০

জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৬২৩ জন। আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশের ৭২৫টি কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ লাখ ৬১ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে অংশ নেন ২ লাখ ৫২ হাজার ২৮৯ জন। এদিকে প্রথম দিনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ৬৯৯টি কেন্দ্রে এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন ১৩ লাখ ১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে অংশ নেন

১২ লাখ ৮ হাজার ৬৬৯ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫৬৭ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু তাজিয়া মিছিল বিক্ষোভে উত্তাল তেলআবিব রাউজানে বোরকা পরে এসে যুবদল কর্মীকে গুলি করে হত্যা পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত অবশেষে গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব চাঁদাবাজির মামলায় গাজীপুরের সাবেক বিএনপি নেতা স্বপন গ্রেফতার ব্রাজিলে আজ শুরু ব্রিকস সম্মেলন, থাকছেন না শি-পুতিন টেক্সাসে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ৫১ পাকিস্তানের সঙ্গে সংঘাতে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়েছি : ভারতের উপ-সেনাপ্রধান ফিল্মি স্টাইলে স্পিডবোটে চড়ে গুলিবর্ষণ, আহত ১ তিনদিন পর বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ মহররম মাসে বিয়ে করা কি অশুভ? ভয়াবহ সংকটে ছয় বিশেষায়িত ব্যাংক অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরাইল প্রতিবেশী দেশকে সুবিধা দিতেই কি অগ্রিম আয়কর! রাজনৈতিক প্রচারকেন্দ্র ছিল নভোথিয়েটার লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে সাভারের ট্যানারি শিল্প আজ পবিত্র আশুরা মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেফতার তিনজন কারাগারে অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরাইল