পাকিস্তানের নারী ক্রিকেটে ইতিহাস, আইসিসির হল অব ফেমে সানা মির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫
     ৫:০৮ অপরাহ্ণ

পাকিস্তানের নারী ক্রিকেটে ইতিহাস, আইসিসির হল অব ফেমে সানা মির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ৫:০৮ 86 ভিউ
নারী ক্রিকেটে এক নতুন ইতিহাস লিখলেন সাবেক পাকিস্তান অধিনায়ক সানা মির। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সম্মাননা আইসিসি হল অব ফেমে—যেখানে এর আগে কোনো পাকিস্তানি নারী জায়গা করে নিতে পারেননি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ইয়ান বিশপ। সানা মিরের সঙ্গে ২০২৫ সালের ‘হল অব ফেম ক্লাস’-এ ছিলেন আরও ছয়জন কিংবদন্তি: ভারতের এমএস ধোনি, ইংল্যান্ডের সারা টেইলর, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও গ্রায়েম স্মিথ, অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেন এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। সানা মিরের নাম যুক্ত হলো আইসিসি হল অব ফেমে থাকা মাত্র ১৪ জন নারী ক্রিকেটারের অভিজাত তালিকায়। পাকিস্তান থেকে

তিনি হলেন অষ্টম ক্রিকেটার যিনি এই সম্মাননা অর্জন করলেন, অন্য সাতজন পুরুষ: ইমরান খান, ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াদাদ, আব্দুল কাদির, জাহির আব্বাস, ওয়াকার ইউনুস এবং হানিফ মোহাম্মদ। ২০০৫ সাল থেকে ২০১৯ পর্যন্ত প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে সানা ছিলেন পাকিস্তান নারী ক্রিকেটের অগ্রদূত। অফ-স্পিনিং অলরাউন্ডার হিসেবে তিনি ছিলেন অসাধারণ, নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান দলকে টানা আট বছর। তার নেতৃত্বেই পাকিস্তান জিতেছে দুইটি এশিয়ান গেমসের স্বর্ণপদক (২০১০ ও ২০১৪), অংশ নিয়েছে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ও দুটি ওয়ানডে বিশ্বকাপে। ২০১৮ সালে তিনি আইসিসি ওডিআই বোলিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসেন—এখনও একমাত্র পাকিস্তানি নারী হিসেবে এই কৃতিত্ব তারই। এছাড়া ১৫১ উইকেট নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি ওয়ানডে

ফরম্যাটে এবং প্রথম এশিয়ান নারী যিনি খেলেছেন ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। স্মরণীয় একটি পারফরম্যান্স ছিল ২০১৭ বিশ্বকাপে, যেখানে স্কটল্যান্ডের বিপক্ষে তার ৫/১৪ বোলিং ফিগার পাকিস্তানকে নিয়ে যায় সুপার সিক্সে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়টিও এসেছে তার অধিনায়কত্বেই। আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় সানা বলেন, ‘একসময় স্বপ্ন দেখতাম—আমাদের দেশে কখনো নারী ক্রিকেট দলই থাকবে কিনা! আজ আমি সেই স্বপ্নের ঊর্ধ্বে উঠে দাঁড়িয়েছি, তাদের পাশে আমি যাদের পোস্টার আমি ছোটবেলায় ঘরে টানিয়ে রাখতাম। এই সম্মান আমার কল্পনারও বাইরে ছিল। আমি কৃতজ্ঞ আইসিসির প্রতি, এবং ধন্যবাদ জানাই আমার কোচ, সতীর্থ ও পরিবারকে—তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এই পর্যন্ত আসতে পারতাম না।’ ২০১৯ সালে বিদায় নেওয়ার পর সানা

মির নিজেকে নিয়োজিত করেছেন নারী খেলোয়াড়দের অধিকার, মানসিক স্বাস্থ্য এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণের পক্ষে। একজন খেলোয়াড়, নেতা এবং সমাজ সচেতন কণ্ঠ হিসেবে সানা মির সত্যিকার অর্থেই হয়ে উঠেছেন পাকিস্তানি ক্রীড়াঙ্গনের গর্ব। আজ তিনি শুধু পাকিস্তানের না, বরং বিশ্বের কোটি কিশোরী মেয়ের অনুপ্রেরণা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট ফার্স্ট হয়েও নিয়োগ পেলেন না শিবাশ্রী, তৃতীয় হয়েও শিক্ষক হলেন ভিসির মেয়ে! জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া ‘স্বৈরাচার’ তকমা মানতে নারাজ; শেখ হাসিনার পক্ষে আবেগঘন বক্তব্য এক ব্যক্তির শাহরিয়ার কবিরের প্রতি ‘অমানবিক আচরণ’ ও বিচারহীনতা: অন্তর্বর্তী সরকারের জন্য ‘কলঙ্কজনক অধ্যায়’ আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ ১৬ বছরের উন্নয়ন আগামী ৫০ বছরেও কেউ করতে পারবে না বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ‘আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, এখন কথা বললেই দোসর’—বিক্ষুব্ধ জনতার আক্ষেপ সেনা ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে, স্বাধীনতার চেতনা রক্ষার সময় এসেছে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প