পরীমণির পাশে দাঁড়ালেন ন্যান্সি, মুন্নি সাহা, তসলিমা নাসরিন – ইউ এস বাংলা নিউজ




পরীমণির পাশে দাঁড়ালেন ন্যান্সি, মুন্নি সাহা, তসলিমা নাসরিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৫:০২ 42 ভিউ
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে তার গৃহকর্মী মারধরের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। গৃহকর্মী পিংকি আক্তার দাবি করেছেন, নায়িকার এক বছরের কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরীমণি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তবে শোবিজাঙ্গনের কিছু ব্যক্তি, শিল্পী ও সাংবাদিক পরীর পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন জানিয়েছেন। কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ফেসবুকে একটি স্ট্যাটাসে পরীমণির পক্ষ নেন। তিনি লেখেন, “গৃহকর্মী নির্যাতন হতে পারে, তবে কিছু গৃহকর্মীর দ্বারা গৃহকত্রীও সমস্যার মুখোমুখি হন। আমার বাসায় সিসি ক্যামেরা রয়েছে, যাতে গৃহকর্মী থেকে কোনো মিথ্যা অভিযোগ এলে সুরক্ষা পাওয়া যায়।” তিনি আরও বলেন, “গৃহকর্মীও কখনো

কখনো দুর্নীতি বা প্রতারণার শিকার হতে পারে, তাই সংবাদ মাধ্যমকে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানাই। সত্যিকারের ভুক্তভোগীর পাশে দাঁড়ান, আর পরীমণির মতো তারকাদের নিয়ে একপেশে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকুন।” এছাড়া, নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনও পরীমণির পাশে দাঁড়িয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, "গৃহকর্মী চাকরি নিয়ে আসা মহিলার অভিযোগের পেছনে ষড়যন্ত্র রয়েছে। মিডিয়া গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে, প্রতিভাবান নারীদের চরিত্র হরণ করতে সচেষ্ট। পরীমণির বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। গরিব মানেই সৎ নয়, গরিবরাও মিথ্যুক, খুনি হতে পারে।” এদিকে, পরী নিজে থানায় জিডি দায়েরের ঘটনায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে সাংবাদিক মুন্নি সাহা পরীর পাশে দাঁড়িয়ে তার একটি

ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, "আমাদের আদরের পরীটা এমনই থাকুক।" এই ঘটনা নিয়ে মিডিয়া এবং সমাজের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, যেখানে পরীমণির সমর্থকরা তার সুরক্ষা দাবি করেছেন, অন্যদিকে সমালোচকরা গৃহকর্মীর অভিযোগকে গুরুত্ব দিয়ে প্রশ্ন তুলছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ সেবা পেতে লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণ পুরোনো রোগে নতুন ভয় হত্যার পর লাশ ঘিরে প্রকাশ্যে উল্লাস ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসর ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড ২৪৫, যাবজ্জীবন ৯৫৫ ‘শাপলা’র জন্য লড়াই চালিয়ে যাবে এনসিপি কড়াকড়িতে ভরাডুবি এসএসসিতে সংকটে ব্যাহত জনসংখ্যা নিয়ন্ত্রণ দারিদ্র্যের মাধ্যমে মুমিনের পরীক্ষা ফোনে নারীকে উত্যক্তের জেরে বিএনপির দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নেতা গুলিবিদ্ধ, আহত ১৫ লোক সমাগমে ব্যর্থ হয়ে অর্থের বিনিময়ে বৃদ্ধা-শিশুদের এনে ঝিনাইদহে এনসিপির পদযাত্রা তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা: নারী-কিশোরী নিপীড়নের অভিযোগ ধান ভানতেও বিবিসির গীত: রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকার মিডিয়া কাব্য আওয়ামী লীগের বিবৃতি: বিচারব্যবস্থাকে ইউনূস সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা দেশের রাজনৈতিক অনিশ্চয়তা-অস্থিতিশীলতায় বিদেশি বিনিয়োগ কমছেই বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে স্ত্রী ও বাবাকে হাত-পা-মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা রাতের অন্ধকারে চবি ছাত্রলীগ নেতার উপর কিরিচ হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার